নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।
মানিব্যাগ পলিসি ( প্রত্যেকটি মানুষই একেকটি মানিব্যাগ )
নয়ন বিন বাহার
সবাই কমবেশি মানিব্যাগ ব্যবহার করি। মানিব্যাগে আমরা কি রাখি? টাকা পয়সা; জরুরী কাগজপত্র ইত্যাদি। অর্থাৎ খুবই প্রয়োজনীয় জিনিস ছাড়া আমরা অন্য কিছু রাখিনা।
কিছুদিন পর দেখা যায় মানিব্যাগ ভারী হয়ে গেছে। কারন কি? কারন হল কিছু অপ্রয়োজনীয় কাগজপত্র ইত্যাদি। অর্থাৎ মানিব্যাগ সাফ করতে হবে। তার মানে কিছু দিন পর আমরা মানিব্যাগ সাফ করি। এটা খুবই প্রয়োজনীয়।
একটা জিনিস লক্ষ্য করুন। আমরা কিন্তু কোন অপ্রয়োজনীয় জিনিস মানিব্যাগে রাখিনি। তবুও দেখুন কিছুদিন পর ঠিকই কিছু অপ্রয়োজনীয় জিনিস বেরিয়ে পড়ল।
মানিব্যাগ সাফ হয়ে গেল। এবার দেখুন বইতে কত আরাম।
প্রত্যেকটা মানুষ একেকটা মানিব্যাগ। আবারও বলছি, প্রত্যেকটা মানুষ একেকটা মানিব্যাগ।
জীবনে চলার পথে প্রয়োজনীয় জিনিস মনে রাখবেন। ভাববেন। অপ্রয়োজনীয় বিষয় মনে গাঁথবেন না। অপ্রয়োজনীয় জ্ঞান, কথা ইত্যাদি ওখানেই ফেলে রাখুন।
কিছুদিন পরপর ভাবুন আপনি কোন অপ্রাসঙ্গিক বিষয়কে গুরুত্ব দিচ্ছেন কিনা। তাহলে মানিব্যাগের মত ভাবনার জগত তথা মাথাটাকে সাফ করে নিন। অপ্রয়োজনীয় বিষয় ডিলিট করে দিন। ভেবে দেখুন কোন বিষয়টি আপনার জন্য প্রয়োজন আর কোন বিষয়টি আপনার অপ্রয়োজন।
স্রেফ আবর্জনা ঝেঁটিয়ে বিদায় করুন।
পরিশেষে আপনার সন্তানের যত্ন নিন।
০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৫
নয়ন বিন বাহার বলেছেন: ধন্যবাদ ভাই, মন্তব্যের জন্য।
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৮
বিলিয়ার রহমান বলেছেন: নয়ন বিন বাহার
ওয়ালেটের আবরণে মুড়ে দারুন এক দার্শনিক তত্ত্ব আমাদের সামনে উপস্থাপন করলেন !
আমিও আপনার সাথে একমত! অপ্রোয়জনীয় জিনিসের স্মৃতি বহন করে লাভ নেই! এতে সমস্যা বাড়ে বৈ কি কমেনা!
পোস্টে লাইক!!!
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৫
নয়ন বিন বাহার বলেছেন: তত্ত্ব কিনা জানিনা তবে আপনার ভাল লেগেছে এটাই ভাল লাগা। লাইক পেয়ে তো মহা খুশি লাগছে। অশেষ ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫২
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, বেশ ভালো বলেছেন