নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।
অনেককে দুঃখ করতে শুনি এই বলে, আমার কোন ব্যাকগ্রাউন্ড নেই; অথবা আমার ব্যাকগ্রাউন্ড খারাপ। তারা এই ব্যাকগ্রাউন্ড দ্বারা বুঝাতে চাচ্ছেন, তাদের মামা-চাচার জোর।
ছেলে রাজনীতি করবে। কিন্তু রাজনীতিতে ভাল করছে না। দোষ কার? দোষ হল ব্যাকগ্রাউন্ড। মামা-চাচা নেই।
বড় চাকুরী করবে। হচ্ছেনা, দোষ কার? দোষ তাও মামা-চাচার।
ব্যবসায়ী হবে। তাও মামা-চাচার জোর নেই। কিছুতেই কিছু হচ্ছে না।
ব্যাকগ্রাউন্ড খারাপ। হতাশার ষোলকলা পরিপূর্ন।
সত্যিই কি তাই?
মামা-চাচা ছাড়া কিছু হবে না?
এটা ঠিক নয়।
আসলে মানুষের চিন্তাশক্তিই তার ব্যাকগ্রাউন্ড।
কথায় বলে, প্রত্যেকটি মানুষ তার চিন্তার সমান বড়। অর্থাৎ আপনি ততটাই বড় মানুষ যতটা আপনি চিন্তা করতে পারেন।
আইনস্টাইন তথা বিখ্যাত মানুষগুলো তাদের চিন্তার শক্তিই দ্বারাই প্রতিষ্ঠিত হয়েছেন।
মেয়র আনিসুল হক যখন জীবনের জার্নি শুরু করেন তখন তাঁর ব্যাকগ্রাউন্ড কি ছিল?
এরকম শতশত উদাহরন বিদ্যমান আছে।
শুধু ইতিবাচক চিন্তাশক্তি; আত্মবিশ্বাস। এটাই ব্যাকগ্রাউন্ড। যার এগুলো নেই তার কোন ব্যাকগ্রাউন্ড নেই। দোষটা নিজের। কারন ব্যাকগ্রাউন্ড নিজেকে তৈরী করে নিতে হয়।
তাই ইতিবাচক চিন্তাশক্তির উন্নয়ন করুন। ব্যাকগ্রাউন্ড শক্ত করুন।
স্বপ্ন দেখুন। নিজকে স্বপ্নের যোগ্য করে তুলুন।
পরিশেষে আপনার সন্তানের যত্ন নিন।
০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৯
নয়ন বিন বাহার বলেছেন: রাতুল ভাই, ধন্যবাদ।
২| ০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫২
নতুন বলেছেন: মানুষের ব্যাকগ্রাউন্ড বলতে আর পূবের কাজ/অভিঙ্গতা/সে যা করেছে তা বোঝায়...
কারুর চরিত্র ভালনা... আকাম কুকাম করেছে..<< তার ব্যাকগ্রাউন্ড ভালো না...
চাকুরীর জন্য ব্যাকগ্রাউন্ড <<< আপনার কাজের অভিঙ্গতা...ঐ বিষয়ে ভালো রেজাল্ট...
আসলে মানুষের চিন্তাশক্তিই তার ব্যাকগ্রাউন্ড। <
ব্যাকগ্রাউন্ড মানে চিন্তাশক্তিনা.. আপনার আগের করা কাজ গুলিই আপনার ব্যাকগ্রাউন্ড।
০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৮
নয়ন বিন বাহার বলেছেন: #আপনার আগের করা কাজ গুলিই আপনার ব্যাকগ্রাউন্ড।#
ঠিক তো। আপনার কথাতো আমার সাথে কনফ্লিক্ট না। আগের কাজগুলো তো আপনার ঘুরেফিরে চিন্তার উপরই ডিপেন্ড করবে। ঐ সময়ের চিন্তা যেরকম ছিল আপনার কাজ ও সে রকম হয়েছে। তার মানে কি দাঁড়ায়। চিন্তাশক্তিই তো।
# চাকুরীর জন্য আপনাকে ছাত্রাবস্থায় ভাবতে হবে। পড়ালেখা শেষ করে ভাবলে তো হবে না।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২১
নতুন বলেছেন: 5. a. A person's experience, training, and education: Her background in the arts is impressive. b. The cultural or social environment in which a person was brought up or has lived: a class with students from many different backgrounds.
Background - definition of background by The Free Dictionary
www.thefreedictionary.com/background
ব্যাকগ্রাউন্ড শব্দটা ইংরেজী তাই তার অথ`টা এই রকমের।
কিন্তু মানুষ যদি ভাল চিন্তা করে এবং সেই ভাবে ভালো কাজ করে তবে তার ভাল ব্যাকগ্রাউন্ড হবে।
তাই চিন্তাটাই ব্যাকগ্রাউন্ড না...
আর শুধু ভাল চিন্তা করলেই হবেনা। সেই অনুপাতে কাজ করতে হবে। কাজ না করে শুধুই ভাল চিন্তাশক্তি থাকলেই হবেনা।
০৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২২
নয়ন বিন বাহার বলেছেন: Think differently, গতানুগতিক সজ্ঞা পাল্টে ফেলুন।
৪| ০২ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:৩২
ওমেরা বলেছেন: ভাল লাগল কথাগুলো ধন্যবাদ ।
০২ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৬
নয়ন বিন বাহার বলেছেন: আমার ব্লগে স্বাগত ওমেরা। ভাল লাগল বলে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৯
রাতুল_শাহ বলেছেন: কথাগুলি ভালো বলেছেন। সুন্দর কথা