নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।
কষ্ট মানুষের জীবনিশক্তিকে উজ্জীবিত করে;
দু:খ মানুষের জীবনিশক্তিকে বিনষ্ট করে।।
০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১:২২
নয়ন বিন বাহার বলেছেন: শুনে খুশি হলুম ভাই। সাথে থাকার জন্য ধন্যবাদ।
২| ০১ লা মার্চ, ২০১৭ দুপুর ২:৩৮
বিলিয়ার রহমান বলেছেন: নয়ন বিন বাহার
ব্লগতো দুই লাইনের পোস্টের জন্য না !!!
০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৩:৩২
নয়ন বিন বাহার বলেছেন: স্যরি! বিলিয়ার ভাই, মাফ করবেন। আসলে ঝোঁকের মাথায় হল। সজাগ থাকব।
ধন্যবাদ।।।
৩| ০২ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:৩০
ওমেরা বলেছেন: কষ্ট ও দুঃখ এই দুইটার পার্থক্য যদি একটু বলতেন আমি জানি তাই ।
০২ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৯
নয়ন বিন বাহার বলেছেন: আপনি তো জানেন। তবে আবার কেন জানতে চাওয়া??
বি:দ্র: অনেকে দুটার পার্থক্য ধরতে পারে না।
৪| ০২ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৬
ওমেরা বলেছেন: সত্যি আমি জানি না তাই জানতে চে্যেছি ।আমি দুঃখ আর কষ্টকে একটাই মনে করেছি এতদিন ।
০২ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:৫২
নয়ন বিন বাহার বলেছেন: আপনার মন্তব্যে না শব্দটা আসেনি। তাই এমন বললাম। বিষয়টা বুঝেছি। তবুও মজা করলাম। মনে কিছু নিবেননা। বলব; এখন একটু বিজি আছি। প্লিজ ওয়েট।
৫| ০২ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৭
ওমেরা বলেছেন: ওকে যখন সময় পান তখন বলিয়েন । বুঝার জন্য ধন্যবাদ ভাইয়া, জীভাইয়া আমার এরকম হ্য় আমার লিখায় অনেক বানান ভুল আর অনেক সময় দুই একটা শব্দ ও বাদ পড়ে যায় ।ধন্যবাদ ভাইয়া ।
০২ রা মার্চ, ২০১৭ দুপুর ১:১৩
নয়ন বিন বাহার বলেছেন: #চঞ্চলতার আলাদা একটা সৌন্দর্য্য আছে।
# মনে করেন, রাস্তায় হাঁটতে গিয়ে পড়ে হাঁটু ছিলে গেল। খুব ব্যথা পেলেন। এটা কষ্ট।।
ঠিক এমন ঘটনার কারন যদি হয় আপনার খুব কাছের বন্ধু। যে বুঝে শুনে ইচ্ছা করেই আপনাকে কষ্ট দিতে চেয়েছে। আর আপনি সেই বিষয়টা বুঝেছেন। তখন দেখবেন প্রথম ঘটনায় যে কষ্টটা অনুভব করেছিলেন তা দ্বিতীয় ঘটনায় অনুপস্থিত। তার বদলে আপনার মাথায় কাজ করবে বন্ধুর কীর্তি। আপনার বন্ধুর কর্মটি আপনি খুব বেশি ভাববেন। তাকে ক্ষমা করা যায় কিনা তা নিয়ে আপনার মাথায় কোলাহল তৈরী হবে। আপনি হয়তো বন্ধুর আচরন মানতে পারবেন অথবা পারবেন না। এটাই দু:খ বোধ।
কষ্ট যেটা পেলেন তা একটু পরে শেষ হয়ে যাবে; কিন্তু কষ্ট শেষে দু:খ টাই রয়ে যাবে। তাই দু:খ ভয়ংকর।।
৬| ০২ রা মার্চ, ২০১৭ দুপুর ১:১৯
ওমেরা বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
০২ রা মার্চ, ২০১৭ দুপুর ১:২৮
নয়ন বিন বাহার বলেছেন: আপনাকেও ধন্যবাদ। সাথে থাকার জন্য।।।।।
৭| ০২ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: অল্পো কথাই অনেক কিছু।
তবে ভাইয়া পরবর্তী লেখার প্রত্যাশাই রইলাম
০২ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬
নয়ন বিন বাহার বলেছেন: নাতি
আমার ব্লগে স্বাগত!
প্রত্যাশা পূরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
মন্তব্যের ধন্যবাদ।।
©somewhere in net ltd.
১| ০১ লা মার্চ, ২০১৭ রাত ৩:৪১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো কথা, ভালো পরামর্শ।
দুই লাইনেই ব্যাপকতা।