নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

প্রাইভেট লোকাল বাস- ০১

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

ভিড় ঠেলে একজন যাত্রী উঠে হাপাতে লাগল। লোকটি দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। হেল্পার এসে বলল, ভাই একটু পেছনের দিকে গিয়ে দাঁড়ান। গেটে ঝামেলা হচ্ছে।

ব্যস! আর যায় কোথা।

ঐ ব্যটা হারামজাদা! এত লোক উঠালি কেন? তোদের পেট কোনদিনও ভরবে না। গাড়িতে বসার সিট নেই তবুও লোক উঠাবি। কোন কথা বলবি না। আর একটি কথা বলবি তো থাপ্পর মেরে দাঁত সব নাড়িয়ে দেব।

প্রতিদিনের লোকাল বাসের চিত্র!

অনেক্ষন স্টপেজে দাঁড়িয়ে থেকে, প্রচন্ড ভিড় ঠেলে গাড়িতে উঠেই এই মানুষগুলো নিজেকে দাবী করে প্রিন্স মুসা।

পর্যবেক্ষনঃ
সবার শেষেতো ঐ লোকটাই উঠল। সে দেখল বাসে কোন বসার সিট নেই। অনেক লোক দাঁড়িয়ে আছে। তারপরও সে উঠল। উঠেই তার এই আচরন?

বিশেষ দ্রষ্টব্যঃ
প্রতিদিন এ সব দেখতে দেখতে অভ্যেস হয়ে গেছে। আগে বুঝানোর চেষ্টা করতাম। এখন আর করিনা। মাগনা মার খাওয়ার চান্স বেশি।হা হা হা।

পুনশ্চঃ
কিন্তু আজ অন্য কারনে কৌতুহল হল।

থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিবেনা। থাপ্পড় দিয়ে দাঁত নাড়িয়ে দিবে।
কেমনে কি বুঝলাম না।
হা হা হা!

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

রাজীব নুর বলেছেন: হে হে হে--- হা হা হা ----

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

নয়ন বিন বাহার বলেছেন: আগে বিরক্ত লাগত। এখন হাসি পায়।

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: যাত্রীদের কেউ কেউ আরও যাত্রী উঠালে বিরক্ত হয়। বুঝতে চায় না সবারই যে গন্তব্যে যাওয়ার তাড়া থাকে।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

নয়ন বিন বাহার বলেছেন: নিজে উঠে সবাইকে নামিয়ে দিবে এমন মনোভাব।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: পিছে ফাঁকা থাকাতে সুবিধা হয়। বাসে উঠেই পিছে চলে যাই। অনেক জায়গা নিয়ে দাঁড়িয়ে থাকা যায়। :)

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

নয়ন বিন বাহার বলেছেন: এটা একটা টেকনিক। আমিও এই টেকনিক ইউজ করি। খুবই কাজের।

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইজ্জত যায়না মরলে,
খাচলত যায়না ধুইলে!!

১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২২

নয়ন বিন বাহার বলেছেন: ব্যপুক বিনুদন। :D

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৩

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: উনি হেল্পার কে সুক্ষ্ম ভাবে এটাই বুঝাতে চেয়েছে যে, বেটা আমারে উঠাইলি ক্যান এখন কষ্ট কইরা দাড়াইয়া থাকতে হইবো। আপনার লিখনির কথা গুলো মাঝে মধ্যে বাসে দাড়িয়ে দাড়িয়ে ভাবি বাস্তব চিত্রগুলো দেখে। একটু আগে যে লোকটাকে মানুষভর্তি বাসের মধ্যে ধাক্কাধাক্কি করে উঠাল সে ই আবার বলছে আর কত উঠাবি। হাসি পায় বেশ।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৬

নয়ন বিন বাহার বলেছেন: এটাকে বোধহয় স্ববিরোধিতা বলতে পারি।

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩০

নূর-ই-হাফসা বলেছেন: রমজান মাসে বাসে গালাগালি একটু বেশি হয় , সবাই অল্পতে রেগে যায় ।।
সবচেয়ে অবাক লাগে এক টাকা নিয়ে ঝগড়া গুলো ।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪০

নয়ন বিন বাহার বলেছেন: তখন সবার মেজাজ খিটখিটে থাকে তো।
এক টাকার ব্যপারটা বাসে বেশি মূল্যবান মনে হয়। এমন অনেক জায়গা আছে যেখানে পাঁচ দশ টাকা ছেড়ে আসতে কষ্ট হয় না।

৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪২

আহমেদ জী এস বলেছেন: নয়ন বিন বাহার ,




লোকাল পাবলিক বাসগুলো এক একটা মজার আখড়া । এসব বাসে উঠলে আপনি বুঝতে পারবেন মানুষ যে কতো কিসিমের, আপনার জ্ঞান-বুদ্ধি একদিনেই বেড়ে কেমনে কি হয়ে যাবে । :||

১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৭

নয়ন বিন বাহার বলেছেন: হা হা হা।
আহমেদ ভাই ভাল বলেছেন।
চিত্ত আমার নিত্য বিনুদিত। :D

৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০২

আখেনাটেন বলেছেন: হা হা হা।


দাঁত নাড়িয়ে দেবে বলেছে কারণ এর আগের চেষ্ঠাতে মনে হয় দাঁত ফেলতে পারে নি। নিজের সৃষ্ট চড়ের ওজনের উপর ভরসা না থাকাতেই দাঁত নাড়ানি। :P

১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৫

নয়ন বিন বাহার বলেছেন: ওরে ভাই,
দারুন ব্যাখ্যা দিলেনতো।
এবার বুঝলাম কেমনে কি। হা হা হা.......... =p~

৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪০

শিখণ্ডী বলেছেন: ওই যাত্রি উকিল, আইন জানে তাই দাঁত নাড়িয়ে দিতে চেয়েছে। ফেলে দিলে অঙ্গহানির অভিযোগে জরিমানা দিতে হবে। B:-)

২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০০

নয়ন বিন বাহার বলেছেন: আইন মেনে ঝগড়া!
বাহ! বাহ! বাহ!

১০| ২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৮

তাসবীর হক বলেছেন: আরে ভাই অন্য হেলপাররাতো দাঁত মাজেনা...কিন্তু এই হেলপার মফিজের ম্যাজিক পাউডার দিয়ে দাঁত মাজে...থাপ্পড়ে ওর দাঁত পড়বেনা..

২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২০

নয়ন বিন বাহার বলেছেন: তাই ভদ্রলোক রিস্ক নেননি বোধহয়। :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.