নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

চিঠি

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৫

অপরাজিতা,

শেষ বিকেলে তুমি লাজুক হেসে বলেছিলে, 'আমি আপনার বন্ধু হতে চাই।'

আমি বলেছিলাম, 'কোন সমস্যা নাই।'

দেখলাম, তুমি অবাক চোখে ভাবলে আমায়। কিছু বললে না। বুঝলাম, আমার উত্তরটা অদ্ভুত হয়েছে। আমার নিজের কাছেই এটা ছিল অদ্ভুত।

যাই হোক, এরপর তুমি কত কথা বললে। আমি শুনলাম। আর হাসলাম। ‍তুমি রেগে যেতে। অভিযোগ করতে, আমি কেন হাসলাম। আমার শুধু হাসি পায়, বললাম।

তারপর আমাকে কত গান শুনালে, শুনালে কত কবিতা। তুমি জানতে, আমি গান ভালবাসি, ভালবাসি কবিতা।

আমি মুগ্ধ হতাম। হতাম বিষ্মিত। কারন, আমার ভাল লাগার ছন্দ, সুর তুমি শোনাতে আমায়।

ভাবতাম। কে তুমি?

কিন্তু বলতাম না। জানি না কেন। এ নিয়ে আমি চিন্তিত ছিলাম না। নিদেনপক্ষে ভাবতামও না।আমার এ উদাসীনতা কি তোমাকে পোড়াত? জানি না।

অনেক দিন পরে তুমি এলে। অভিযোগের পাহাড় নিয়ে।
অভিযোগ, আমি কেন কথা বলি না।
আসলে আমি জানি না। আমি কেন কথা বলি না।

বোকার মত প্রশ্ন করেছিলাম, কেন কথা বলব?

এর উত্তরে তুমি যা বলেছিলে তাতে আমি হলাম, অশিক্ষিত, অমানুষ। তুমি উপদেশ দিলে, মানুষকে মানুষ হিসেবে ভাবতে।

এই বলে তুমি চলে গেলে। চলেই গেলে।

আমি রয়ে গেলাম নির্বাক; নিশ্চুপ।
তুমি আর এলে না।

সেদিন ছিল বসন্ত দিন।
তোমাকে বাসন্তীর বসনে দেখা হল না।

ভাল থেকো-
বসন্ত আসুক ফিরে বারে বারে তোমার কাছে।।

ইতি
বসন্ত বিলাপ।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫০

মোস্তফা সোহেল বলেছেন: চিঠি পড়তে ভালই লাগে।
এখন আর কেউ চিঠি লেখে না।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১১

নয়ন বিন বাহার বলেছেন: চিঠি আমাদের সাহিত্যের এক অমূল্য সম্পদ। চিঠি সংস্কৃতি এখন বিলুপ্ত।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৬

তারেক_মাহমুদ বলেছেন: খুব ভাল লাগলো চিঠি পড়তে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১২

নয়ন বিন বাহার বলেছেন: ধন্যবাদ তারেক ভাই।
চিঠি পড়তে খুবই ভাল লাগে।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৭

বরফ গলা তুষার বলেছেন: চিঠিগুলোকেও বর্তমান বাজারে যান্ত্রিক লাগে !

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৪

নয়ন বিন বাহার বলেছেন: যন্ত্রের যন্ত্রনায় সবকিছু অতিষ্ঠ।
তবে যন্ত্রনা গু্লোই শুধু যন্ত্র না।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০০

করুণাধারা বলেছেন: বেশ কিছুদিন পর চিঠি হাতে ফিরলেন! চিঠি সুখপাঠ্য হয়েছে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৩

নয়ন বিন বাহার বলেছেন: জীবন যখন শুকায়ে যায়
করুনাধারায় এসো
সকল মাধুরী লুকায়ে যায়
গীতসূধারসে এসো।

ধন্যবাদ।

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২২

বরফ গলা তুষার বলেছেন: হুম্‌ তা ঠিক বলেছেন !

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৪

নয়ন বিন বাহার বলেছেন: আপনার সকল যন্ত্রনা লাঘব হোক।

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৮

আখেনাটেন বলেছেন: অাহ! কী কষ্ট!

বেশ লিখেছেন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩২

নয়ন বিন বাহার বলেছেন: কষ্টার্জিত কষ্ট!
ধন্যবাদ।

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২১

রাজীব নুর বলেছেন: বসন্ত বিলাপ ভালো লেগেছে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৬

নয়ন বিন বাহার বলেছেন: ধন্যবাদ নুর ভাই। ভাল লাগা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.