নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

রাগ করো না বন্ধু আমার, একটু খানি হাসো।

০৮ ই মে, ২০১৮ বিকাল ৫:৪২



রাগ করো না বন্ধু আমার, একটু খানি হাসো।
দুঃখ ভুলে নতুন স্বপ্নে, আমায় ভালবাসো।।
মান করেছে বিবাগী মন
দখিন হাওয়ায় মন উচাটন
প্রিয়ার কপোল সিক্ত নয়ন
ঝরে অঝর, স্বপন ডানায় ভাসো
রাগ করোনা বন্ধু আমার , একটু খানি হাসো।

তোমার হাসি বাজায় বাঁশি, নিশিথ গানের সুর।
সে সুর তুলে বেসুর ভুলে, কর বেদনা বিধুর।
স্বপ্ন তোমার চাঁদনী রাতে
সুর ছড়াবে আবির প্রাতে
রামধনু মন চাইছে পেতে
মন খারাপের একলা দুপুর।
তোমার হাসি বাজায় বাঁশি, নিশিথ গানের সুর।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৮ বিকাল ৫:৪৭

কথার ফুলঝুরি! বলেছেন: সুন্দর কবিতা।

০৮ ই মে, ২০১৮ বিকাল ৫:৫২

নয়ন বিন বাহার বলেছেন: কথার ফুলঝুরি!
নামেই মুগ্ধতা একঝুড়ি!

২| ০৮ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৮

রাজীব নুর বলেছেন: আহা কি আবেগ !!!

০৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০০

নয়ন বিন বাহার বলেছেন: আহা কি আবেগ !!!
ঘেটেঘুুটে দেখলাম বাকীটুকু মেঘ।

৩| ০৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

বন্ধুর মান ভাঙ্গাতে
চমৎকার কবিতা

০৯ ই মে, ২০১৮ সকাল ১০:২২

নয়ন বিন বাহার বলেছেন: ধন্যবাদ! নূর ভাই।

৪| ০৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

তারেক_মাহমুদ বলেছেন: বন্ধুর জন্য ভালবাসা।

০৯ ই মে, ২০১৮ সকাল ১০:২৩

নয়ন বিন বাহার বলেছেন: হা ভাই। বন্ধুর জন্যই।

৫| ০৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১১

লাবণ্য ২ বলেছেন: ভাললাগার মত কবিতা।

০৯ ই মে, ২০১৮ সকাল ১০:২৪

নয়ন বিন বাহার বলেছেন: ধন্যবাদ!

৬| ০৯ ই মে, ২০১৮ সকাল ১০:৪৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আহা কি আবেগ !!!
ঘেটেঘুুটে দেখলাম বাকীটুকু মেঘ।


ধন্যবাদ।

০৯ ই মে, ২০১৮ সকাল ১১:০০

নয়ন বিন বাহার বলেছেন: রাজীব ভাই, প্রতিউত্তরের জন্য অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা।

৭| ২০ শে মে, ২০১৮ দুপুর ২:০২

কাইকর বলেছেন: কথার ফুলঝুরি। ছন্দকার। কবিতাখানি বেশ ভালো লাগলো। ভালবাসার কবিতা। আমিও গল্প লিখি। সময় পেলে ঘুরে আসবেন।ধন্যবাদ ও ভালোবাসা রইলো

২০ শে মে, ২০১৮ দুপুর ২:৩৪

নয়ন বিন বাহার বলেছেন: ধন্যবাদ। দাওয়াত গৃহীত হল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.