নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

এলোমেলো

১১ ই জুন, ২০১৮ বিকাল ৪:০১

০১

মানুষ যা পেতে চায় তা পেয়েও কি সুখী হয়?

যদি হয় তাহলে কথা নয়। যদি না হয়?

কেন হয় না? যে জিনিস পেয়ে সুখী হওয়া যায় না।
তবে কেন সে জিনিস চাওয়া?

মানুষ কখন সুখী হয়? কেন মানুষ সুখ চায়? অশান্তি কেউ কামনা করে না কেন?

সুখের সংজ্ঞা কি?

নদী বয়ে যায় নিরবধি। স্রোত অনন্তর। দেখতে চাই কোথা সে যায়; দেখতে পাই, পুনরায়। আবর্তন।

খুঁজি ঐ প্রশ্নের উত্তরমালা। পেয়েও যাই, আবার হারাই। খুঁজি পুন:রুপি। আবর্তন।

প্রশ্নের পিঠে উত্তর। উত্তরের ওষ্ঠে প্রশ্ন।
মাঝে উত্তরটাকেই মনে হয় এক মহাজাগতিক প্রশ্ন।
দিশেহারা।

০২

মন খারাপ থাকলে আকাশের নীল ভাল লাগেনা।
ভাল লাগেনা দোয়েলের শিষ।
ভ্রমরের গান। দখিনা বাতাস। নীল গোলাপ।
অন্ধকারে জ্বলা বাতির টিমটিমে আলো।

জোনাকির জোনাক তারা। ঝিঁ ঝিঁ পোকার এলোমেলো গান।
আকাশের তারা। রাতজাগা পাখির ডানা ঝাপটানো।
ডাহুকের ডাক।

দিঘীর জলের পানক ফুল।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৪:১৪

বিজন রয় বলেছেন: মানুষ কখনো সুখী হয় না। তবে মাঝে মাঝে তৃপ্ত হয়।

প্রথমটি ভাল লেগেছে।

২০ শে জুন, ২০১৮ দুপুর ১:৪৩

নয়ন বিন বাহার বলেছেন: ঠিক বলেছেন, মানুষ কখনো সুখী হয় না। তবে মাঝে মাঝে যে তৃপ্তি পায় তার স্থায়ীত্বটা কামনা করে।
ধন্যবাদ।

২| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪৩

রাজীব নুর বলেছেন: বেশ সুন্দর।

২০ শে জুন, ২০১৮ দুপুর ১:৪৪

নয়ন বিন বাহার বলেছেন: ধন্যবাদ। রাজীব ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.