নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

সততা এবং নৈতিকতার দাম কত?

২৪ শে জুন, ২০১৮ বিকাল ৫:২৭

এই ঈদে দুটি ঘটনার সাক্ষী হয়েছিলাম।

এক.

বাড়ী যাওয়ার পথে মেঘনা নদী পাড়ী দিতে হয়। স্পিড বোটে উঠেছি। যাত্রী সংখ্যা এগার জন।

বাচ্চা একটা ছেলে মাঝ নদীতে ভাড়া তুলছে। ভাড়া পাঁচশত টাকা।আমি সহ ছয়জন একহাজার টাকার নোট দিয়েছে তিনটা (তিন জোড়া)।বাকী পাঁচজন পাঁচশত টাকার নোট দিয়েছে পাঁচটা।
ছেলেটা ভাড়া নিয়ে ড্রাইভারকে দিলে ড্রাইভার দেখে একটা পাঁচশত টাকার নোট একটু ছেঁড়া।

ড্রাইভার ছেলেটিকে বলল, এটা কে দিয়েছে? পরিবর্তন করে আন।
ছেলেটি একজনের কাছে গিয়ে বলল, ভাই এটা পরিবর্তন করে দেন।
লোকটি বলল, না এটা আমি দিইনি।শুরু হল বাদানুবাদ।কেউ দেয়নি।ছেলেটিও নিশ্চিত হতে পারেনি কে দিয়েছে।
যে পাঁচজন পাঁচশত টাকার নোট দিয়েছে তাদেরকে সহজেই সনাক্ত করা গেছে।

কিন্তু কেউ স্বীকার করল না, ছেঁড়া টাকার নোটটা কে দিয়েছে।
ড্রাইভার বলল, ভাই আমার বেতন ডেইলি তিনশত টাকা।পাঁচশত টাকাটা যদি না চলে তাহলেতো আমার পুরোটাই লস।

কেউ স্বীকার করল না।ড্রাইভার মাঝনদীতে বোট বন্ধ করে দিল।আমরা নৈতিকতা বিবর্জিত সাগরে ভাসতে লাগলাম।

দুই.

ঈদের দিন।নামাজ শেষে কোলাকুলি শেষে বসলাম।বাড়ীর দরজার মসজিদ হওয়াতে কাকা (মসজিদের সভাপতি) বলল, একটু বস। হিসাব নিকাশটা একটু দেখে যা। বসলাম।

একটা লোক একশত টাকার নোট দিয়েছে। পঞ্চাশ টাকা ফেরত পাবে।লোকটি আমার পাশে বসল।
মোয়াজ্জেম সাহেব ভাংতি কিছু টাকা তাকে দিল।লোকটি তা বসে গুনে পকেটে রাখল।তার পর উঠে হাঁটা শুরু করল।

পেছন থেকে মোয়াজ্জেম সাহেব তাকে ডেকে বলল, কি মিয়া টাকা ঠিক আছে নি, ওখানে কত আছে? আপনাকে দিয়েছি টাকা গুনে দেখার জন্য।
এ কথায় লোকটি থতমত খেল। সামলে নিয়ে বলল, না আমি তো গুনি দেখিনি। আচ্ছা দেখি।
লোকটি আবার বসে পকেট থেকে টাকা বের করে আস্তে আস্তে গুনল। দেখল মোট সত্তর টাকা।
মোয়াজ্জেমকে বিশটাকা ফেরত দিল।

বি.দ্র. : সততা ও নৈতিকতা কখনো ৫০০ টাকায় আবার কখনো কখনো ২০ টাকায়ও বিক্রি হয়।

মন্তব্য ৩০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩৩

রাজীব নুর বলেছেন: বোর্ড বন্ধ করার পর কি হলো? কেউ স্বীকার করলো?

২৪ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩৯

নয়ন বিন বাহার বলেছেন: না কেউই স্বীকার করেনি। পরে একজন বলল, ভাই কূলে উঠে আমি আমার অফিস থেকে তোমাকে চেঞ্জ করে দিব। এ ভরসায় ড্রাইভার বোট চালু করে।
উল্লেখ্য নোটটি জাল ছিল না।

২| ২৪ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪১

কাইকর বলেছেন: আমার প্রশ্ন এ কি। বোর্ড বন্ধ করার পর কি হল?? পরের কাহিনী শুনতে চাই

২৫ শে জুন, ২০১৮ সকাল ১১:০৭

নয়ন বিন বাহার বলেছেন: না কেউই স্বীকার করেনি। পরে একজন বলল, ভাই কূলে উঠে আমি আমার অফিস থেকে তোমাকে চেঞ্জ করে দিব। এ ভরসায় ড্রাইভার বোট চালু করে।
উল্লেখ্য নোটটি জাল ছিল না।

৩| ২৪ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সহজ সরল মানুষদের ঠকানো ভালো কাজ নয়!
যারা এসব করে,
তারা একসময় রাম ঠকা ঠকবে!!X(

২৫ শে জুন, ২০১৮ বিকাল ৩:১০

নয়ন বিন বাহার বলেছেন: মানুষকে ফাঁকি দেওয়া গেলেও প্রকৃতিকে ফাাঁকি দেয়া যায় না। প্রকৃতি ঠিকই তার ব্যালেন্স করবে।

৪| ২৪ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১০

রাকু হাসান বলেছেন: আমরা এভাবেই নৈতিক অধঃপতনের দিকে ধাবিত হচ্ছি

২৫ শে জুন, ২০১৮ বিকাল ৩:১০

নয়ন বিন বাহার বলেছেন: এ গ্রহের সবচেয়ে সস্তা জিনিস সততা।

৫| ২৪ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১১

করুণাধারা বলেছেন: আমরা নৈতিকতা বিবর্জিত সাগরে ভাসতে লাগলাম
সততা ও নৈতিকতা কখনো ৫০০ টাকায় আবার কখনো কখনো ২০ টাকায়ও বিক্রি হয়

দুটি কাহিনীর শেষে দুটি চমৎকার বাক্য লিখেছেন। খুব ভালো লাগলো।

++

২৫ শে জুন, ২০১৮ বিকাল ৩:১১

নয়ন বিন বাহার বলেছেন: সততা ও নৈতিকতা বর্তমানে বিলুপ্তপ্রায় শব্দ।

৬| ২৪ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

জহিরুল ইসলাম সেতু বলেছেন: রাজীব নুর ভাই, কাইকর ভাই, আপনারা বোর্ড কোথায় পেলেন? :D আমি তো বোট পড়েছি।

নৈতিকতা বিসর্জনে আমাদের অন্তর কাঁপে না আজকাল। যে যেভাবে পারি, করছি।
ইউরোপে বেশ কিছু দেশে ধর্মের উর্বরতা নেই, ওদের নৈতিকতা আছে। আমরা সভ্যতা আর নৈতিক শিক্ষায় দেউলিয়া হয়ে পড়লাম কি?

২৫ শে জুন, ২০১৮ বিকাল ৩:১২

নয়ন বিন বাহার বলেছেন: জহির ভাই, আমার মনে হয় আমরা চরম সংকট সময় অতিক্রম করছি। ভাল মানুষগুলো জিম্মি হয়ে আছে।

৭| ২৪ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

জগতারন বলেছেন:
প্রিয় ব্লগার মো: নিজাম উদ্দিন মন্ডল-এর মন্তব্যটি খুব ভালো লাগল।
বর্তমানে বাংলাদেশের বেশীর ভাগ মানুষগন এত ছলাচাতুরি করে যে তারা প্রকৃত সৎ, শিক্ষিত ও ভদ্র মানুষদের সাথেও ছল চাতুরী করে পরে রাম ঠকা ঠকে।



২৫ শে জুন, ২০১৮ বিকাল ৩:১৫

নয়ন বিন বাহার বলেছেন: নিজাম ভা্ই এর উপলব্ধি সঠিক।
একদিন সবাই তাদের কৃত কর্মের ফল ভোগ করে। কেউ আগে বা পরে।

৮| ২৪ শে জুন, ২০১৮ রাত ৮:১১

ফেনা বলেছেন: ঠকের জীন্দেগী।
সততা শব্দটি এখন শুধু গল্প কবিতার জন্য বরাদ্দ। বস্তব প্রকৃতিতে বিলুপ্ত প্রায়।

২৫ শে জুন, ২০১৮ বিকাল ৩:১৬

নয়ন বিন বাহার বলেছেন: তবে কিছু কিছু মানুষ আছে যারা সততাকে লালন করে। তাদের সংখ্যা দিন দিন কমে আসছে।

৯| ২৪ শে জুন, ২০১৮ রাত ৮:২৭

আহমেদ জী এস বলেছেন: নয়ন বিন বাহার ,



করুণাধারার সাথে মিলিয়ে আপনার কথাতেই বলি -
আমরা নৈতিকতা বিবর্জিত সাগরে ভাসতে লাগলাম ।
সততা ও নৈতিকতা কখনো ৫০০ টাকায় আবার কখনো কখনো ২০ টাকায়ও বিক্রি হয় ।

২৫ শে জুন, ২০১৮ বিকাল ৩:১৭

নয়ন বিন বাহার বলেছেন: ধন্যবাদ। আহমেদ ভাই।

১০| ২৪ শে জুন, ২০১৮ রাত ৮:৪০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
@জগতারন,
ধন্যবাদ ভাই!
আমি নিজেই বেশ কয়েক বার রাম ঠকার স্বীকার হয়েছিলাম! এখন তাই একটু সুবোধ হয়ে চলার চেষ্টা করি:P

২৫ শে জুন, ২০১৮ বিকাল ৩:১৭

নয়ন বিন বাহার বলেছেন: হাসালেন নিজাম ভাই।
তবে ঠকালে যে ঠকতে হয় তা নিশ্চিত।

১১| ২৫ শে জুন, ২০১৮ সকাল ৭:১৮

সিগন্যাস বলেছেন: মাঝনদীতে বোট বন্ধ করে দিলে আপনারা পার হলেন কিভাবে? সাঁতরে? /:)

২৫ শে জুন, ২০১৮ সকাল ১১:১০

নয়ন বিন বাহার বলেছেন: না কেউই স্বীকার করেনি। পরে একজন বলল, ভাই কূলে উঠে আমি আমার অফিস থেকে তোমাকে চেঞ্জ করে দিব। এ ভরসায় ড্রাইভার বোট চালু করে।
উল্লেখ্য নোটটি জাল ছিল না।

১২| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যে ঠকায় একদিন সেও চরমভাবে ঠকে।

২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪১

নয়ন বিন বাহার বলেছেন: প্রকৃতি কাউকেই ক্ষমা করে না।

১৩| ২৬ শে জুন, ২০১৮ রাত ৩:২২

নিশি মানব বলেছেন: এ বছর ফেব্রুয়ারী মাসে চিটাগাং রিয়াজুদ্দীন বাজারে এক স্কুল শিক্ষককে দেখেছিলাম, সন্জয়ের টাকা ব্যাংকে জমা দিতে।
টাকার পরিমানটা ছিলো তিন হাজার। প্রতিটা এক হাজার টাকার নোট। দুর্ভাগ্য সব নোট ছিলো জাল। ব্যাংক টাকা নিতে অস্বীকার করলো। ফুটো করতে চেয়েছিলো। শিক্ষক সাহেব পোস্ট অফিসে টাকা ফেরত দিতে গেলে অপমানিত হয়ে ব্যাংকের সামনে এসে কাদতে লাগলেন। এখন পর্যন্ত ঘটনায় সবাই লোকটাকে সমর্থন দিবেন। পরের ঘটনা ভিন্ন।

লোকটার কাছ থেকে জাল তিন হাজার টাকা নিয়ে লোকটাকে আসল তিন হাজার টাকা দিয়েছি। সেই জাল তিন হাজার টাকা আমার হাজার টাকার নোট হাজার পিচের ভিতরে ঢুকিয়ে জমা দিয়েছি। কেউ কিছু বলে নাই। ধরতেও পারে নাই। এটাকে আপনারা কি বলবেন? কতটুকু সমর্থন করবেন?

২৬ শে জুন, ২০১৮ সকাল ৯:৪১

নয়ন বিন বাহার বলেছেন: দয়াপরবশ হয়ে শিক্ষকের উপকার করলেন। এটা ঠিক আছে।
কিন্তু........
পরের ঘটনাটা কি ঠিক হল?

১৪| ২৬ শে জুন, ২০১৮ বিকাল ৩:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
৥ নিশি মানব-উপকার ও অপকার একই সাথে হয়েছে।

২৬ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪৩

নয়ন বিন বাহার বলেছেন: যথার্থ....

১৫| ২৯ শে জুন, ২০১৮ রাত ৮:০৮

নিশি মানব বলেছেন: বর্তমানে ব্যাংকে যে পরিমান টাকা আছে তার শতকরা চল্লিশ পার্সেন্টই জাল। এটা কি জানেন?

মোঃ মাইদুল সরকার
যার উপকার করেছি, সে শত বিপদ,আপদ, ক্ষতি, বিড়ম্বনা, অপমান থেকে বেচে গেছে। কিন্তু যাদের অপকার করেছি ওদের কাছে এগুলো কিছুইনা। দুই তিন হাজার টাকা এদের কাছে কোন ব্যাপারইনা। আর অর্থমন্ত্রীর কাছেতো কয়েক হাজার কোটি টাকা কোন টাকাইনা।

উপকার করার পরে সেই শ্রদ্ধেয় শিক্ষক বিশাল একটা ক্ষতি করে ফেলেছিলেন।
অপেক্ষা করেন সেটা নিয়ে একটা পোষ্ট দিবো।

০২ রা জুলাই, ২০১৮ সকাল ৯:৩৮

নয়ন বিন বাহার বলেছেন: আপনার কথায় লজিক আছে।
পোষ্টের অপেক্ষায় রইলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.