নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

আমরা কেমন মানুষ? পর্ব-০৮

২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪০

১৪.

খাজা মঈনুদ্দীন চিশতি (রহ.) একদিন তাঁর মাকে বললেন,'মা, আমি প্রায় চুয়াত্তর লক্ষ মানুষকে হেদায়াতের পথে এনেছি।'

এর জবাবে তাঁর মা বললেন,'বাবা, জীবনে কখনো তোমাকে বিনা অযুতে বুকের দুধ খাওয়াইনি।'

বর্তমান সময়ে চারদিকে অভিযোগ আর হাহাকার, হতাশা আর হা-হুতাশ!
সন্তান পাষন্ড! বৃদ্ধাশ্রম! বাবা-মায়ের অগ্নিপরীক্ষা!

কেন??
উপরের ঘটনায় কিছু বোধগম্য হয়েছে না কি?

আপনি যে রকম সন্তান চান সেরকম সন্তান কি এমনি এমনি হয়ে যাবে?

না হবে না। তাকে মনের মত করে বানাতে হবে।
কিভাবে বানাবেন?
কতটুকু ত্যাগ স্বীকার করতে হবে তা কি জানেন?

একটা গান আছে, 'ক'ফোটা চোখের জল ফেলেছ যে ভালবাসবে...'

হ্যাঁ, হয়ত সব কিছু আপনি জানেন এবং করেছেনও। জীবনের সর্বোচ্ছ ত্যাগও আপনি স্বীকার করেছেন। তবুও...

তবুও যদি আশানুরূপ না হয় তবে জেনে রাখবেন,'আপনার পদ্ধতিগত ভুল ছিল।'


১৫.

আপনি নিশ্চয় জানেন পেঁয়াজের দাম কত। কিন্তু যেটা জানেন না সেটা হল, কেন পেঁয়াজের দাম এত টাকা, কম বা বেশি নয় কেন?

আপনি এ কারণে জানেন না, কারণ বিষয়টা রাজনৈতিক।

ও আপনিতো আবার রাজনীতিকে ঘৃণা করেন। হা হা হা।

আপনার, আমার চারপাশে যা ঘটছে তার পুরোটাই নিঁখুত রাজনীতি। আপনি এই মুহুর্তে যা দেখছেন অথবা দেখছেন না। আপনি যা বুঝছেন অথবা বুঝছেন না।

এই না দেখা বা না বুঝার মারাত্মক ব্যধিটা হল, যখন আপনি রাজনীতিটা ধরতে পারবেন তখন দেখবেন মাঝখানে বয়ে গেছে এক যমুনা পানি। সব পানি বয়ে চলে গেছে, যমুনা এখন চর।

সারা জনম গুষ্ঠিসুদ্ধ বসে বসে চোখের পানি দিয়ে এই মরা যমুনাতে আর পাল তুলে নাও(নৌকা) ভাসাতে পারবেন না।

এমতাবস্থায় আমাদের সুখটা হল, এই রাজনীতি বুঝার খেলায় আমরা আমজনতারা এই মুহুর্তে খেলছি না। তাই আপাতত ঠ্যাং ভাঙ্গার কোন চান্স-ই নেই।

কিন্তু...
যেদিন দর্শকসারি থেকে খেলার মাঠে আমাদেরকে পুশ করা হবে সেদিন দেখা যাবে ভাঙ্গার জন্য আর ঠ্যাং -ই নাই।

আমরা সবাই ক্রাচে ভর দিয়ে চলছি গৌরাঙ্গের বাজারে। ক্রাচের স্ক্রু টাইট দিতে হবে ত.......।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অল্প কথায় দারুন সত্য তুলে ধরলেন!

যেমন আত্মিক তেমনি জাগতিক!
দায়হীনতার কোন ক্ষমা নেই। ভোগান্তিটাও নিজের এবং প্রজন্মেরও।

জহির রায়হানের সময়ের প্রয়োজনের মতো সময়ের প্রয়োজনকে অনুভব করতে হবে।

২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৪

নয়ন বিন বাহার বলেছেন: আমাদের বোধের বাউন্ডারী খুব সংকীর্ণ এবং আমরা এ বিষয়ে পুরোপুরি অসচেতন।

২| ২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৬

সাইন বোর্ড বলেছেন: হতাশা ছাড়া আর কিছু করার নেই ।

২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৫

নয়ন বিন বাহার বলেছেন: করার আছে তবে করছি না।

৩| ২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৫

নতুন বলেছেন: ক্ষমতা ভালো মানুষের কাছে দিতে হবে, মন্দ মানুষের হাতে ক্ষমতা চলে গেছে আমাদের দেশে। তারা মানুষের, সমাজের ভালোর কথা ভাববেনা।

২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৮

নয়ন বিন বাহার বলেছেন: আমরাই তাদেরকে ক্ষমতা দিয়েছি। ভাল মানুষ পিছিয়ে পড়লে শুণ্যস্থান পূরণ হবে খারাপ মানুষ দিয়ে। এক্ষেত্রে দায় ভাল মানুষেরই।

৪| ২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৪

রাজীব নুর বলেছেন: রাজনীতিবিদদের একটা সিদ্ধান্ত সমস্ত দেশের মানুষের উপর পড়ে। কোনো মানূষই রাজনীতির বাইরে না।

২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২১

নয়ন বিন বাহার বলেছেন: সত্য বাত। আর আমরা মনে করি আমরা রাজনীতির বাইরে।

৫| ২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনি বাঁচলে বাপের নাম। খাক সব লুটে পুটে। আমাদেরও আর কয়দিন...

২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৪

নয়ন বিন বাহার বলেছেন: এখন আমরা আমাদের পূর্বপুরুষদেরকে গালি দিই। তখন আমাদের উত্তরপুরুষ আমাদেরকে গালি দিবে।

৬| ২৬ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪০

ঢাকার লোক বলেছেন: মইনুদ্দিন চিস্তী (র) এর এ গল্পের সত্যতা কতটুকু কে জানে ? আউলিয়া দরবেশদের বানোয়াট গল্প অনেক এদেশে চালু আছে, তাই সূত্র দিলে ভালো হতো । সে যাই হোক, বুকের দুধ খাওয়াতে অজু করার কোনো শর্ত বা ফজিলত ইসলামে আছে বলে আমার জানা নেই !
ছেলেমেয়েকে ভালো পরিবেশে গড়ে তোলা বাবা মায়ের অবশ্যি প্রধান দায়িত্ব , সে বিষয়ে আমার্ কোনো দ্বিমত নেই, মিথ্যা গল্প ফেঁদে তা বুঝানোর কোনো আবশ্যকতা আছে মনে হয়না ।

১২ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪২

নয়ন বিন বাহার বলেছেন: এগুলোর সঠিক কোন সূত্র নেই। যেগুলো আছে সেগুলো নিয়েও প্রশ্ন তোলা যায়। তাই গল্প মিথ্যা না সত্য তা যাচাই করা সম্ভব নয়। তবে এ সব গল্প থেকে শিক্ষণীয় বিষয়টা নেয়া যেতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.