নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গ ব্লগিং

০২ রা মে, ২০২০ সন্ধ্যা ৭:৪৭

আমার বন্ধুদের কাছে বলা আছে, তোমরা যদি আমার সমালোচনা করতে না পার তবে আমরা কখনো ভাল বন্ধু হতে পারব না। সব কাজে তেলতেলে সমর্থন মানুষের স্বাভাবিক চিন্তা-ভাবনাকে ক্ষতিগ্রস্থ করে।

ব্লগটাকে যদি একটা সমাজ কল্পনা করা যায় তাহলে এখানের সদস্য হিসেবে আমি আশা করব একজন শাসক থাকবে, একজন আশ্রয়দাতা থাকবে, একজন লাফাঙ্গা থাকবে, একজন ভালমানুষ থাকবে। থাকবে একজন তেলবাজও।

তবে থাকবে না কোন ক্রিমিনাল। যদিও প্রতিটি সমাজ ক্রিমিনালে ভরপুর।
একটা ক্রিমিনাল একটা সমাজকে নষ্ট করার জন্য যথেষ্ঠ।

আমার শুরুর দিকের একটা পোস্টে চাঁদগাজী একটা কমেন্টস করেছে। কমেন্টসটা পড়ে আমার মাথা গরম হয়ে গেছিল। সাথে সাথে পাল্টা আক্রমন করার জন্য নিজেকে সমুহ প্রস্তুত করে ফেলেছিলাম।

পরে, মাথা ঠান্ডা রেখে প্রশ্ন করলাম, আপনার কোথায় আপত্তি আছে বলেন, তখন উনি বললেন। আমি দেখলাম, তাইতো। উনিতো ঠিকই বলেছেন। মাথা পুরোপুরি ঠান্ডা হয়ে গেল।

উনাকে নিয়ে প্রবলেম হল, প্রথমে উনি আক্রমন করেন। এই আক্রমনে টেম্পার্ড না হয়ে যে কুল থেকে পাল্টা জবাব নিতে পারে, এই আক্রমন যে সামলাতে পারে হয়তো সে কিছু শিখতে পারে।

যাইহোক, অনেক পরে বুঝতে পারলাম এইরকম একজন ব্লগার অন্যদের জন্য কতটুকু পথ নির্দেশক, বিশেষ করে নতুনদের, একটু চিন্তা না করলে তা বুঝা যায় না।

আমাদের এক শিক্ষক বলেছিলেন, একজন শিক্ষিত লোক কাউকে গালি দিলেও তা হয় এরিস্টোক্র্যাট গালি। ননসেন্স, ফাউল, স্টুপিড, পাগল ছাগল, বোকা ইত্যাদি।
আর একজন মূর্খ্য লোক গালি দেয় ‘চ’-বর্গীয় বর্ণমালা নিয়ে গঠিত শব্দযোগে।

একজন বক্তার সাথে অন্যরা একমত নাও হতে পারে। অবশ্যই দ্বিমত পোষণ করতে পারেন। এখন একজন বক্তা যদি মনে করেন তাকে নেতিবাচক মন্তব্য করা যাবে না, তাহলে আমি বলব, বক্তা শিক্ষিত হতে পারেন তবে চিন্তাহীন। সেই মূর্খ্য যে চিন্তাহীন।

দ্বিমত পোষণ করে তর্কের মূর্চনা সৃষ্টি করতে হবে। তবে সেখানে থাকতে হবে যুক্তি। আবেগ বা বিশ্বাস নয়। যা কিছু যৌক্তিক তাই টিকে থাকার ক্ষমতা রাখে।

আমার মনে হয় ব্লগে তেল যুগ চলছে। হয়তো পড়ছে ঠিকই, অনেকেই কমেন্টস করছে না। যারা করছে তারাও তেল মেরে কমেন্টস করছে। সমালোচনা হচ্ছে না।

সবাই দায়সারা গোছের কমেন্টস করছে। এটা একজন লেখকের জন্য খুবই খারাপ। সে বুঝছে না কোথায় কোথায় তার ল্যাক আছে।

তবে ব্যতিক্রম আছেন দুয়েকজন। আমি বলতে চাচ্ছি সমালোচনার কালচার তৈরী হচ্ছে না।

আমরা সাধারণত সমালোচনা করতে গিয়ে হয় নিন্দা করি না হয় গীবত করি। সমালোচন আর হয়ে উঠে না।

চাঁদগাজী ব্লগারদের যে পরীক্ষা নিচ্ছেন তার গুরুত্ব অনেক ব্লগারই পজিটিভলি নিতে পারছে না। তাছাড়া চাঁদগাজীর মত আর কাউকেই দেখছি না।

অনেক সময় দেখা যায়, একই বিষয় বা ভাবের দুইটা পোস্টে একই রকম মন্তব্য যুতসই হয় না। তাই আমার মনে হয় মন্তব্যকারীর ্ঐ মন্তব্য নিয়ে শুধুমাত্র ঐ পোস্টেই আলোচনা, তর্ক হতে পারে। এর বাইরে গিয়ে আলোচনা হলে বিষয়টা প্রাসঙ্গিকতা হারায়।

পোস্টের কোন মন্তব্যে যদি ব্যক্তি আক্রমন হয়ে থাকে তবে অবশ্যই এ নিয়ে বিচার বসতে পারে। আর যদি মন্তব্য হয়,‘আপনার পোস্ট হয়নি, কি লিখেছেন ছাই-পাস!’ এই টাইপের, তবে পোস্ট দাতা টং করে রেগে যাবার কি আছে?

আপনার পোস্ট হয়নি এটা যদি কেউ বলে তবে আপনি নিজেকে চূড়ান্ত অপমানিত ভাবার কোন কারণ আছে কি?
পাল্টা প্রশ্ন করুন, কেন হয়নি?

এটাকে নতুন একটা দৃষ্টিকোণ হিসেবে নেয়া যায়।

আমার ব্যক্তিগত মত হল, কিভাবে কমেন্টস করতে হয় এবং প্রতিউত্তর দিতে হয় তা শিখতে হলে চাঁদগাজীর পোস্টের মন্তব্য অবশ্যই পড়তে হবে।

শুভ ব্লগিং।

মন্তব্য ৩৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০২০ রাত ৮:০৬

চাঁদগাজী বলেছেন:




আমি ব্লগিং ভালোবাসি; ব্লগিং হলো, আধুনিক টেকনোলোজীকে কাজে লাগিয়ে একেবারেই আধুনিক ভাবনা প্রতিফলন। যাঁরা ব্লগে লিখেন, তাঁদেরকে খেয়াল রাখতে হবে যে, এটা পাবলিক ডোমেইন: লিখলে কমেন্ট আসবে, আলাপ আলোচনা হবে, লজিক্যাল তর্ক হবে।

আমার একটা দোষের কথা অনেকই বলছেন এবং সামু ইহার সত্যতা প্রমাণ করে চলেছেন, একটু আক্রমণাত্মক ভাব; আমি ইহার দিকে খেয়াল রাখবো।

০২ রা মে, ২০২০ রাত ৮:২৪

নয়ন বিন বাহার বলেছেন: আমরা অন্যের সমস্যা দেখে নিজেদের সমস্যা বাড়াই।
যে কোন বিষয়কেই একেবারে ব্যক্তিগতভাবে নেয়া অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে।

তবে মুই কি হনুরে ভাবটা আমাদেরকে ছাড়ছেই না।
‘তর্কটা লজিক্যাল হতে হবে’, এটাই মোদ্দা কথা।

২| ০২ রা মে, ২০২০ রাত ৮:১১

চাঁদগাজী বলেছেন:



*একটু আক্রমণাত্মক ভাবের জন্য স্যরি, আমি খেয়াল রাখবো।

০২ রা মে, ২০২০ রাত ৮:২৭

নয়ন বিন বাহার বলেছেন: লজিকটা ধরতে পারলে বেদনাও উপভোগ্য হতে পারে।

৩| ০২ রা মে, ২০২০ রাত ৮:২৪

আহমেদ জী এস বলেছেন: নয়ন বিন বাহার,




বেশ যৌক্তিকতার সাথেই বলেছেন কথাগুলো।
সমালোচনার পরিবেশ সৃষ্টি ব্লগিং এর জন্যে মনে হয় অপরিহার্য্য। সবচেয়ে বড় কথা , কোনও লেখক যদি তার লেখার সমালোচনা বুঝে তার লেখাকে কাঁটাছেড়া করতে না পারেন, নিজেকে আবার নতুন করে দেখতে না চান তবে বুঝতে হবে জ্ঞান-বুদ্ধিতে তার পরিপূর্ণতা,পরিপক্কতা আসেনি ।

০২ রা মে, ২০২০ রাত ৮:৩৩

নয়ন বিন বাহার বলেছেন: একজাক্টলী আহমেদ ভাই।
আসলে আমরা বড় বেশি আলসে। লেখাপড়ায় কোন প্যাশন নেই। বিরুদ্ধবাদকে কিভাবে হ্যান্ডেল করতে হবে তা নিয়ে ভাবনা নেই। চর্চাও নেই।
সংশোধনের চেষ্টা করে অপমান হতে হয়, তাই কেউ সে পথে পা বাড়ায় না।
চাঁদগাজীর ভাষায়,‘ধন্যবাদের রেশন কার্ড’ নিয়ে সবাই সন্তুষ্ট থাকতে চায়।

৪| ০২ রা মে, ২০২০ রাত ৮:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উপভোগ্য।

০২ রা মে, ২০২০ রাত ৮:৩৯

নয়ন বিন বাহার বলেছেন: যুক্তি তর্কের সাবলিল সংস্কৃতি আমাদের মননে প্রশান্তি আনতে পারে।

৫| ০২ রা মে, ২০২০ রাত ৮:৪৬

নেওয়াজ আলি বলেছেন: অবশ্যই সমালোচনা করা যাবে । কিন্তু শালীনতার ভিতর । কারো ব্যক্তিগত ইচ্ছার উপর আঘাত করা ঠিক নয়। যে সারা জীবন বিদেশে কাটায় মরবে বিদেশে তার সাথে মা মাটির কি সম্পর্ক । বাচ্চা রাস্তায় অনেক পাবেন কিন্তু বাচ্চার বাবা কয়জন পাবেন।

০২ রা মে, ২০২০ রাত ৯:০৮

নয়ন বিন বাহার বলেছেন: নেওয়াজ ভাই, আপনিতো ব্যক্তি আক্রমন করলেন। কি দরকার ভাই?

৬| ০২ রা মে, ২০২০ রাত ৯:১৯

অনল চৌধুরী বলেছেন: চাদগাজীটা কি এমন জিনিস যে তাকে সবাইকে অশোভন ভাষায় গালিগালাজ করার অধিকার দেয়া হয়েছে?
বিশেষ করে এই ব্লগে অনেক ব্যাক্তি আছেন,যারা পেশাদার লেখক এবং লেখালেখির বয়সের দিক থেকে তার চেয়ে অনেক প্রবীণ।
সে কি লেখক,সাংবাদিক,গবেষক,শিক্ষক,রাজনৈতিক নেতা না দেশের উন্নয়নে তার কোনো ভূমিকা আছে?
তাকে তো কেইউ সভ্য লোক বলতে পারছে না তার আচরণের কারণে।
সে যুক্তি না দিয়ে সবাইকে ব্যাক্তিগত আক্রমণ করে কোন সাহসে?
বিশেষ করে ২৪ ঘন্টা আগে সে এক লেখায় সব শিষ্টচার ভেঙ্গে রাস্তার টোকাইদের ভাষা ব্যবহার করেছে।
সে কোনো যুক্তি বা এতিহাসিক তথ্য-প্রমাণকে সন্মান না করে অন্ধভাবে এ্যামেরিকার সব অপরাধকে সমর্থন করে।
সে তো ব্লগের সবাইকে অসভ্যতা শেখাচ্ছে।

০২ রা মে, ২০২০ রাত ৯:৪৩

নয়ন বিন বাহার বলেছেন: আপনার এইসব অভিযোগের সুরাহা অবশ্যই দরকার।

তবে, ভাই, অনেকেই আছেন, কোনটা ব্যক্তিগত, কোনটা সামাজিক বা কোনটা কি, এটা জাজ করতে পারে না। সবকিছুকেই ব্যক্তিগতভাবে নেয়া দৈন্যতার নামান্তর।

৭| ০২ রা মে, ২০২০ রাত ৯:৩৮

রাজীব নুর বলেছেন: আপনার সাথে আমি সম্পূর্ন একমত।

০২ রা মে, ২০২০ রাত ৯:৪৫

নয়ন বিন বাহার বলেছেন: টেইক ইজি, বলা যতটা সহজ, কাজে প্রমাণ ততটা কঠিন।
আমরা সবকিছুকে বড্ড বেশি ব্যক্তিকেন্দ্রিক করে ফেলছি।

৮| ০২ রা মে, ২০২০ রাত ১০:১৯

চাঙ্কু বলেছেন: অনেক মানুষই এই সিম্পল জিনিসটা বুঝে না যে কাউকে গালি দিলে বা অশালীন ব্যাবহার করলে, সেটা যে গালি দেয় তার সম্পর্কে অন্য সবাইকে একটা নেগটিভ মেসেজ দেয়! আলোচনায় না পেরে অনেকেই ব্যাক্তিগত আক্রমণ করে বসেন যা খুব দুঃখজনক!

০২ রা মে, ২০২০ রাত ১০:৫৩

নয়ন বিন বাহার বলেছেন: সবকিছুকে পারসনালী নেয়াটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে।

৯| ০২ রা মে, ২০২০ রাত ১১:০৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এটা একটা পাঁচ মিশালী ব্লগ।এখানে সাহিত্যিক,সাংবাদিক,ধার্মিক,নাস্তিক ,রাজনীতিবিদ,মুক্তযোদ্ধা,রাজাকার,ক্রিমিনাল,সাধুসহ সমাজের নানান ধরনের লোকআছে।যেকোন বিষয়ের উপর প্রত্যেকের বিচার বিশ্লেষন আলাদা হবে।এটা মেনে নিয়েই এখানে থাকতে হবে।শত ফুল ফুটতে দাও টাইপের।

০২ রা মে, ২০২০ রাত ১১:২১

নয়ন বিন বাহার বলেছেন: এই কঠিন সত্যটা আমাদের মেনে নিতে হবে।

১০| ০২ রা মে, ২০২০ রাত ১১:১২

মীর আবুল আল হাসিব বলেছেন: আমি তর্কাতর্কি করে একধরনের আনন্দ পাই (সেটা অবশ্যই লজিক্যালি)। তবে ফেসবুক, ইউটিউব এ ডিবেট এর নামে গালাগালি চলে। এজন্যই এখন ব্লগ এ পড়ে থাকি, খুব ভালো লাগে। আর হ্যাঁ একজন নতুন পাঠক হিসাবে দেখলাম, সামুতে যথেষ্ট সমালোচনা হয়; আরো হলে ভালো লাগবে।


ধন্যবাদ দেওয়া, শুভকামনা জানানো মানেই তেলবাজি নয়।

০২ রা মে, ২০২০ রাত ১১:২৩

নয়ন বিন বাহার বলেছেন: লজিকের বাইরের কিছু বিষয় আমাদেরকে উত্তেজিত করে তোলে।
ব্লগপাড়াটা সবসময় গরম থাকবে তবে তা অবশ্যই পজিটিভলি হতে হবে।
কামড়াকামড়ির পর্যায়ে চলে গেলে বিপদ।

১১| ০২ রা মে, ২০২০ রাত ১১:২৬

আহা রুবন বলেছেন: আমি লিখব আমার চিন্তা থেকে। পাঠক তার কী প্রতিক্রিয়া দেখাবে সেটি তার নিজের ব্যাপার। সেটির প্রতি উত্তর দেয়া, না দেয়া বা মুছে দেয়ার সুযোগ যখন রয়েছে, তাহলে সমস্যা কোথায়।

চাঁদগাজী নতুনদের একটু বাজিয়ে দেখতে চান।

০৩ রা মে, ২০২০ দুপুর ১২:০৮

নয়ন বিন বাহার বলেছেন: একটা ধারণা আমাদের মনে প্রোথিত হয়েগেছে, আমাদের নিজস্ব বোধের বাইরে আর সবকিছুই অগ্রহনযোগ্য। বেঠিক।
তাছাড়া, কোন একজন অপছন্দের মানুষের ৯৯% ভাল দিক পেলেও তার সমালোচনা করা চাইই।

এখানে অনেকগুলো বিষয় কাজে করে,
তার মধ্যে রাজনৈতিক ঘরানার বিষয়টাও একটা বিশাল ফ্যাক্ট।

১২| ০৩ রা মে, ২০২০ রাত ২:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একসময় আমিও গাজীসাবের তিক্ষ্ণ মন্তব্য বাণে জর্জরি হয়ে
তাকে অনেক আক্রমনাত্মক বাক্যে বধ করার চেষ্টা করতাম।
আমার মৌলিক লেখাগুলির অধিকাংশ তাকে নিয়ে। এ কারণে
তার পক্ষের কিছু গুণী মানুষ আমার সাথে বিরোধে জড়িয়ে পড়ে।
পরে অবশ্য আমাদের মাঝের আলাপচারিতায় তাদের ভুল ভাঙ্গে।
আমরা আছি একে অপরের পাশে। তবে কেউ ভুল বুঝে যদি গলির
ভাষা ব্লগে ব্যবহার শুরু করেন তখন তাদের জন্য করুনাই হয়।
আপনাকে ধন্যবাদ চমৎকার সহজ সমাধানের পথ বাতলে দেবার জন্য।
শুভ ব্লগিং

০৩ রা মে, ২০২০ দুপুর ১২:১২

নয়ন বিন বাহার বলেছেন: নূরু ভাই,
আপনার আর চাঁদগাজীর বিতর্কগুলো আমি উপভোগই করতাম।
কখেনো কারও পক্ষাবলম্বন করার কথা মাথায় উঁকি দেয়নি।
দুজনের হিউমার অনেক বেশি ইফেক্টিভ ছিল।
আপনাকে খোঁচা মারার চাঁদগাজীর স্টাইলটা বেশ।
আপনি সেটাকে ট্যাকল করে যে ব্যালেন্সটা করতেন, এক কথায় অসাধারণ।

কিন্তু দু:খের বিষয় ভাই,
আমরা তো কিছুই শিখলাম না।

১৩| ০৩ রা মে, ২০২০ দুপুর ২:৫৯

রাজীব নুর বলেছেন: কথা একটাই ব্লগিং হোক আনন্দময়।

০৩ রা মে, ২০২০ বিকাল ৩:০৪

নয়ন বিন বাহার বলেছেন: এটা সকল ব্লগারের একান্ত চাওয়া।
সুসহনীয় তর্কই পারে ব্লগকে আনন্দময় করতে।

১৪| ০৩ রা মে, ২০২০ বিকাল ৫:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রসংগ ব্লগিং লিখলেও পোষ্টের সারবত্তায় চাঁদগাজীর স্তুতিই দৃশ্যমান মনে হয়েছে।
কিন্তু একটা জিনিষ আপনাকে বিনয়ের সাথে স্মরন করিয়ে দিতে চাই সমালোচনা, নিন্দা, তিরস্কার, ব্যক্তিআক্রমন
শব্দ গুলো পৃথক পৃথক ভাব বহন করে। কোনটাকে বা সবগুলোকে যদি সমালোচনার নামে চালিয়ে দিতে চায় কেউ
তা হবে কূপমন্ডুকতা।
সম+আলোচনা= সমােলাচনা। পোষ্ট সম্পর্কিত আলোচনা বাদ দিয়ে যখন তা
পোষ্ট বর্হিভুত ইস্যুতে গিয়ে ঠেকে এবং একসময় বাকী শব্দগুলো নানা রুপে আসা শুরু করে তখন
তা আর সমালোচনা থাকে না।

আপনার বর্ণিত ব্যক্তি মহোদয়ের পূর্বতন ব্যানড বহু আইডি থেকেই উনার সাথে মিথস্ক্রিয়া হয়েছে।
দূর্ভাগ্য কোনটাই শুভ এবং সুন্দর পরিণতি আনতে পারেনি।
এখন যদি বলেন আমি ব্যার্থ বলতেই পারেন। তবে সামাজিক বিজ্ঞান বলে- একজনে সাথে যখন বহুজনে সমস্যা হয়
তখন ঐ একজনই দায়ী। বহুজনায় নয়।

যাকগে, আপনার কাউকে ভাল লাগতেই পারে। এ আপনার ব্যাক্তি স্বাধীনতা।
আমার কাউকে ভাল না লাগতেই পারে- এটাও আমার ব্যাক্তি স্বাধীনতা।
কিন্তু ঐ যে সীমা লঙ্গন যখন হয়ে যায়, তখনই বিরুপ প্রতিক্রিয়া হয়।
তাই বরাবরই আমি ইগনোর করে চলি! কিন্তু বিগত কয়েকটি পোষ্টে তিনি
আমার সহ অনেকেরই নাম মেনশন করে যা খূশী তাই বলে যাচ্ছেন। যা অনাকাংখিত।
তারপরো আমি নিরবতার নীতিই মেনে চলছি।
নিজের সুস্থতার জন্য :)

ভাল থাকুন। :)

০৩ রা মে, ২০২০ বিকাল ৫:১৩

নয়ন বিন বাহার বলেছেন: উনি উনার আক্রমনাত্মক ভাবের জন্য স্যরি বলেছেন।

১৫| ০৩ রা মে, ২০২০ বিকাল ৫:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: উনি উনার আক্রমনাত্মক ভাবের জন্য স্যরি বলেছেন
হা হা হা

ভাই শাস্ত্রে একটা কথা আছে- ইল্লত যায়না ধূইলে খাসলাত যায় না ম'লে ;)
আপনার জন্য উনার চলমান পোষ্টেরই শেষ দিকের দুটো কমেন্ট স্ক্রীনশট দিলাম



এই মন্তব্য কি সরাসরি একজন ব্লগারকে হেয় করা নয়?



শায়রী ভাইয়ের খোজা করণ পোষ্ট একটা ঐতিহাসিক সত্য ঘটনার উপর তথ্য ভিত্তিক পোষ্ট ছিল।
সেই পোষ্টের সমালোচনায় নুনু জাতীয় শব্দ ব্যবহার কতটা শালীন ব্লগ নীতিমালা, বা ব্যাক্তিগত রুচির জায়গা থেকে হয়তো আবার নতুন করে ভাবতে হবে বৈকি।

এখন বলুন শাস্ত্রের কথা সত্য না মিথ্যে ;)

১৬| ০৩ রা মে, ২০২০ সন্ধ্যা ৬:১৫

চাঁদগাজী বলেছেন:



@বিদ্রোহী ভৃগু ,

খোজা বানানোর সচিত্র পদ্ধতি দেখানো হয়েছে পোষ্টে, উহার পাঠকও পাওয়া গেছে; খোজা বানানোর সময়, কিছু একটা তো কাটার কথা শের শায়েরী বলেছেন; আমি বলেছি উহার নাম "নুনু", এবং ইহাতে কোন ভুল নেই। আপনারা চাইলে উনি সচিত্র মেয়েদের খৎনা'র প্রসেসও ব্যাখ্যা করতে পারবেন, আমি উনাকে আটকায়ে রাখছি না।

১৭| ০৩ রা মে, ২০২০ রাত ৮:৪৮

চাঁদগাজী বলেছেন:


@অনল চৌধুরী বলেছেন, " চাদগাজীটা কি এমন জিনিস যে তাকে সবাইকে অশোভন ভাষায় গালিগালাজ করার অধিকার দেয়া হয়েছে? "

-দার্শনিকরা বেশী কথা বলে না, আপনি কথা কম বলেন; না হয়, লোকে আপনাকে দার্শনিক বলবেন না।

১৮| ১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৫০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: টেইক ইজি, বলা যতটা সহজ, কাজে প্রমাণ ততটা কঠিন।
আমরা সবকিছুকে বড্ড বেশি ব্যক্তিকেন্দ্রিক করে ফেলছি।


আমরা তো বোরট নই। রক্ত মাংসের মানুষ। আমাদের আবেগ আছে, ভালোবাসা আছে, প্রেম আছে। আছে মনুষ্যত্ব।

১৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:০৫

নয়ন বিন বাহার বলেছেন: তবুও মেনে নিতে হয়। পৃথিবী মেনে নেয়া শেখায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.