নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

কবিতার জনপ্রিয়তা

০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:০১

এক সময় আমরা কবিতার ভাষায় কথা বলতাম। সাহিত্যের ভাষা ছিল ছন্দময়। অন্তত প্রাচীন সাহিত্যের নিদর্শনাবলী তাই বলে। তবুও বাংলা ভাষায় কবিতা তেমন জনপ্রিয়তা পায় নি। জনপ্রিয়তা পেয়েছে বড় গল্প বা উপন্যাস।

কেন?
উত্তর সহজ।

যে কারণে উপন্যাস জনপ্রিয় হয়েছে সে কারণগুলো হয়তো কবিতায় নেই।

কথা হলো, কবিতায় উপন্যাসের গুণাবলী থাকবে কেন?
উত্তর হলো, থাকতে হবে এমন কোন কথা নেই।

আমার বোধ হয়, যে কারণে আমরা কবিতা পড়ি না, ঠিক সে কারণে আমরা উপন্যাস পড়ি।

সে কারণ কী?
গল্প!

কারণটি হলো গল্প।

পাঠক হিশেবে আমরা একটা গল্প চাই, তা হোক যে কোন মাধ্যমে।

ঠিক এ কারণেই আমরা অপরের নিন্দা বা আলোচনা, সমালোচনা করতে এবং শুনতে মজা পাই। গল্পের কারণে।

এই অভিজ্ঞতাটা আমি পাই স্কুল জীবনে। মাধ্যমিকের শুরু...

আমার দাদা একবার ঢাকা বেড়াতে গিয়ে অনেক বই এনেছিলেন। মনে পড়ে প্রথম আমাকে পড়তে দিয়েছিলেন শ্রীকান্ত, প্রথম পার্ট। আমি নাওয়া খাওয়া ভুলে গোগ্রাসে পড়ে শেষ করে ফেললাম। আউট বই পড়ার কারণে বাবার হাতে এবং স্কুলের স্যারদের হাতে মার খেয়েছিলাম। কিন্তু শত বাঁধা সত্তেও শ্রীকান্ত পড়া থেকে আমাকে বিরত রাখতে পারেনি।

এরপর দাদা আমাকে কবি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ ‘প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে’ পড়তে দেন।
পাঠক হিশেবে আমার দূর্ভাগ্য বলতে হবে। আমি এর একটা কবিতাও পুরো পড়ে শেষ করতে পারিনি। কোন লাইন বুঝিনি। প্রতিটি কবিতাই আমার এক একটি দীর্ঘশ্বাসে পরিণত হয়েছে।

দাদাকে বললাম। উনি বললেন, এগুলো কবিতাই। বড় হলে বুঝবে। শামসুর রাহমান একজন খ্যাতিমান কবি।

কিন্তু আমার মনের খচখচানি যায়নি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ওতো একজন খ্যাতিমান লেখক। উনার লেখা পড়তে আমাকে বেগ পেতে হয়নি। কিন্তু কবিতার বেলায় ঘটনা উল্টো ঘটল।

আনসল্ভড মিস্ট্রি!

পরে বুঝলাম, কবিতা অনেক রকম।

আমরা কোন রকমের কবিতা পড়ি?

যে কবিতা পাঠককে তার অজান্তে শেষ লাইনে পৌঁছে দেয়, পড়তে শুরু করলেই পাঠক এক নির্ভেজাল গতিশীলতা অনুভব করে, বিজ্ঞের মত ভাব ধরে বুঝতেছি, বুঝেছি বলে নিজেকে প্রবোধ দেয়া লাগে না, এবং পাঠক ভাববে এই কথাগুলোতো আমারই, আমি বললে ঠিক এভাবেই বলতাম। পড়ে পাঠকের ক্যানভাসে একটা ভাব, একটা দর্শন তৈরী হবে, পাঠক এই ভাব আর দর্শন মিলে যদি কবিতায় একটা গল্পের সন্ধান পেতে পারে তবে সেই কবিতার কথা সে জনে জনে বলবে।


মন্তব্য ২৫ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:২০

ইসিয়াক বলেছেন: সুপ্রিয় ব্লগার আপনার কথাগুলো যেন আমারই মনের কথা।
লেখা যা কিছু সব প্রকাশিত হোক সহজ সরল ভাষায়
লেখকের ভাবনায় উঠে আসুক সাধারণ মানুষের জীবনাচরণে প্রতিধ্বনি।
শুভ রাত্রি।

০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৩২

নয়ন বিন বাহার বলেছেন: ইসিয়াক ভাই। ধন্যবাদ মন্তব্যের জন্য। কবিতার বই প্রকাশ করতে যাচ্ছি। তার ভূমিকা হিশেবে এই লেখা দিবো ভাবছি।

২| ০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৩৯

ইসিয়াক বলেছেন:




কবিতার বইয়ের জন্য,
অভিনন্দন সহ শুভকামনা রইল। বইটির সার্বিক সাফল্য কামনা করছি।

০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৫৯

নয়ন বিন বাহার বলেছেন: ভাই, সাথে থাইকেন।

৩| ০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৫৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার জন্য শুভ কামনা।

০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৫৯

নয়ন বিন বাহার বলেছেন: ভালোবাসা নিবেন বড় ভাই।

৪| ১০ ই জানুয়ারি, ২০২২ ভোর ৪:৩৪

নেওয়াজ আলি বলেছেন: সত্য পাঠক কবিতা হতে গল্প বেশী পছন্দ করে। সামছুর রহমানের “স্বাধীনতা তুমি”কবিতা পড়তে পাঠক ঠিকই নিজের মনের ভাবই মনে করে

১০ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৩৩

নয়ন বিন বাহার বলেছেন: বরাবর ঠিক বলেছেন আলি ভাই।

৫| ১০ ই জানুয়ারি, ২০২২ ভোর ৫:৩৩

হাবিব বলেছেন: শুভকামনা রইলো নয়ন ভাই

১০ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৩৪

নয়ন বিন বাহার বলেছেন: ভালোবাসা ভাই।

৬| ১০ ই জানুয়ারি, ২০২২ সকাল ৭:৩১

আহমেদ জী এস বলেছেন: নয়ন বিন বাহার,





কেমন হওয়া উচিৎ কবিতা, সুন্দর করে বলেছেন তা।
আমার মনে হয়, কবিতা হবে স্প্রীংয়ের খাটের মতো , বসলেই দোলা দিয়ে যাবে। 
আসলে কবিতা হলো জীবন থেকে বেছে বেছে তুলে আনা কিছু সংবেদ যা মনের অতলে ঘাপটি মেরে থাকে।

কবিতা অনেক রকম । শুধু কবিতাই নয়, কবিতার পাঠকও অনেক রকম । বহুল পাঠেই উন্মোচিত হয় তেমন একটি কবিতার বহুরৈখিকতা । বারেবারে পড়তে হয় । তখন আর তাকে ছেদো মনে হয়না । 

১০ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৩৫

নয়ন বিন বাহার বলেছেন: এই গুণগুলো ধারণ করা খুবই কঠিন। যত সহজ ভাবি না কেন তত সহজ নয়। তবে পাঠক ঠিক এই উপকরণগুলোই চায়।

৭| ১০ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কথন
আমরা তো পারি না এমন কবিতা রচনা করতে যা কিনা পাঠকের মনে দাগ কাটবে

আফসোস। সবার তো আর মেধা সমান থাকে না :(

শুভকামনা নয়ন ভাই

১০ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৩৬

নয়ন বিন বাহার বলেছেন: আপু, আপনি যে ছবিগুলো তোলেন তার তুলনা হয়? হয় না। এটা আরও বেশি মেধার বিষয়।
তাই আপসোসের কিছুই নেই আপু।
ভালোবাসা নিবেন।

৮| ১০ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩৫

আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর বলেছেন বাহার দা ভাল থাকবেন---------

১০ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৩৭

নয়ন বিন বাহার বলেছেন: লিটন ভাই, ভালোবাসা রইল।

৯| ১০ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৮

মনিরা সুলতানা বলেছেন: ভালো বলেছেন, কবিতা হবে যে কবিতা অজান্তে শেষ লাইনে পৌঁছে দেয় পাঠক কে।

শুভ কামনা।

১০ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৩৯

নয়ন বিন বাহার বলেছেন: মনিরা আপু,
আমি পাঠক হিশেবে একজন কবির কাছে এরকম কবিতাই চাই।

১০| ১০ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৩২

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার বিশ্লেষণ।

১০ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৩৯

নয়ন বিন বাহার বলেছেন: সেলিম ভাই, ধন্যবাদ, ভালোবাসা।

১১| ১০ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অভনন্দন ও শুভকামনা।

কবিতা থেকে গল্প, উপন্যাস ভাল চলে এর মূল কারণ আপনি বলেছেন তবু কবিতার সফলতা আসুক প্রান্ত জুড়ে।

১০ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৪০

নয়ন বিন বাহার বলেছেন: কবিতার সফলতা আসুক এই নগরে।

১২| ১০ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:১০

নীল আকাশ বলেছেন: আজকাল কিছু লেখক বা লিখিকার কবিতা পড়লে এদের আবার স্কুলে নিয়ে ক্লাস ওয়ানে ভর্তি করে দিতে ইচ্ছে করে, যেন আবার ভালো করে মাতৃভাষা শিখে আসে।

১০ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৪১

নয়ন বিন বাহার বলেছেন: নীল আকাশ।
এই সব গার্বেজের ভীড়ে আসল জিনিস খুঁজে নেয়া অনেক কঠিন।

১৩| ১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৫৬

রাজীব নুর বলেছেন: বাংলাদেশে কবিতার পাঠক সবচেয়ে কম কিন্তু আমাদের দেশেই সবচেয়ে বেশি কবিতা লেখা হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.