নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর শেষ মানুষের কবর

১২ ই মার্চ, ২০২২ রাত ৮:২০



পৃথিবীর শেষ মানুষের কবর

মহাকাল দাঁড় করিয়েছে আজ মহামারীর মুখোমুখি।

এই প্রথম নয়, নই আমি একা।

আমি যাদের ভালোবাসি; যাদের ঘৃণা করি।
তুমি যাদের ভালোবাসো; যাদের ঘৃণা কর।
তারা সবাই। সবাই আতঙ্কিত।

ভেবেছিলাম, শুধু আমার ঘৃণার মানুষগুলোই ভুগবে,
এই ভেবে আত্মপ্রসাদ লাভ করেছিলাম।
তুমিও নিশ্চয় এরকম ভাবছিলে, নয় কি?

কি মজা হবে, না? তোমার আমার সব অপছন্দের জানোয়ারগুলো
মরে সাফ হয়ে যাবে।
আহা ভাবতেই রোমাঞ্চ হচ্ছে।

তুমি, আমি শুধু বেঁচে থাকব। আর বেঁচে থাকবে আমাদের সুহৃদ।

এসো উৎসব করি।
এই আনন্দে আর একবার আমাদের ভালোবাসার স্বাস্থ্যপান করি।
এসবই ভেবেছিলাম, তুমিও।

তারপর...

তারপর- একে একে দুই, দুইয়ে দুইয়ে চার...
মহামারী হয়ে গেল সমুদ্র পার!

কালু মস্তানের বুড়ো বাপ যখন মরল,
তখন কালু মস্তানকে খুব দেখতে ইচ্ছে করছিল।
তার বাপ না কি তার ইন্সপিরেশন,
এই বুলি আউড়িয়ে সে মস্তাানি করত।
আমরা অপেক্ষায় ছিলাম, কালু মস্তান কখন পড়বে।

তারপর...

তারপর- একে একে অন্যরাও পড়তে শুরু করল-
সাদা-কালো-লাল-নীল-বেঁটে-লম্বা-কুমড়ো-ঝিঙা,
যাদের ভালোবাসি, যাদের ভালোবাসি না।
যাদের মৃত্যু চিন্তা ছিল, যাদের ছিল না।
যারা ভেবেছিল ‘এই গজব আমাদের কিছুই করবে না’,
যারা ভেবেছিল ‘আমরাই মানুষ,বাকীরা অমানুষ’,
যারা ভেবেছিল ‘আমরাই স্রষ্টার দুনিয়াবি ঠিকাদার’,
যারা ভেবেছিল ‘মোর বুদ্ধি সার, এক লাফেই পার’;

না!
কেউই পার পায়নি,
অন্ধ হলেই প্রলয় বন্ধ থাকে না।

আমি জানি না, তুমি বেঁচে আছ কি না।
যদি বেঁচে থাক,
যদি পৃথিবীর শেষ মানুষ হয়ে তোমাকে মৃত্যুবরণ করতে হয়,

তবে,
আমার একটা প্রশ্নের জবাব দাও-
পৃথিবীর শেষ মানুষ, তোমাকে কবর দেবে কে?

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০২২ রাত ৮:৫০

মলাসইলমুইনা বলেছেন: নয়ন বিন বাহার,
কবিতা ভালোর বাহার --মানে চমৎকার হয়েছে । বইয়ের সাফল্য কামনা করছি ।

১২ ই মার্চ, ২০২২ রাত ৮:৫৪

নয়ন বিন বাহার বলেছেন: ধন্যবাদ! দোয়ার দরখাস্ত। ভালোবাসা।

২| ১৩ ই মার্চ, ২০২২ রাত ১:০৪

রাজীব নুর বলেছেন: নয়ন ভাই ভালো কবিতা লিখেছেন।

১৩ ই মার্চ, ২০২২ বিকাল ৪:০৬

নয়ন বিন বাহার বলেছেন: ধন্যবাদ ভাই।
এবারের মেলায় বই আকারে প্রকাশ পেয়েছে। এটা নাম কবিতা।

৩| ১৩ ই মার্চ, ২০২২ রাত ১:২৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আত্মপ্রসাদ শব্দের অর্থ - আত্মতৃপ্তি, আত্মপ্রসাদ, আত্মতুষ্টি; চিত্তপ্রসাদ, তৃপ্তিময়তা।

আমার লেখায় আমি আত্মতৃপ্তি অথবা আত্মতুষ্টি; ব্যবহার করব।

এখন হলো সার কথা, আপনার কবিতা পড়ে রাজীব নুর প্রশংসা করেছেন।
আমার পোস্টে আপনি মন্তব্য করেছেন "জটিল এবং অপ্রচলিত শব্দ অবশ্যই ব্যবহৃত হবে তবে তা যদি অনিবার্য হয়ে উঠে।"

এখন প্রশ্ন হলো, আমি কি অত্যাচারী না অত্যাচারিত?

১৩ ই মার্চ, ২০২২ বিকাল ৪:০৯

নয়ন বিন বাহার বলেছেন: দাদাভাই, আপনি বিলকুল ঠিক!
আপনি অত্যাচারী বা অত্যাচারিত কোনোটিই নন। আপনি একজন সাধক, সাহিত্যের সাধক!

৪| ১৩ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৪৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার মন্তব্যে প্রমাণিত হয়েছে আপনি উন্নতমনা।

আপনার আত্মিক শান্তি এবং সার্বিক সফলতা কামনা করি।


(আপনার কবিতার বই পড়তে চেয়েছিলাম। এই কবিতার শেষ পঙ্ক্তি পড়ে তা জেনেছি যা জানতে চেয়েছিলাম।)

১৩ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৫৯

নয়ন বিন বাহার বলেছেন: ভালোবাসা নিরন্তর! দাদা ভাই।

৫| ১৩ ই মার্চ, ২০২২ বিকাল ৫:০২

জ্যাকেল বলেছেন: চিন্তার খোড়াক আছে।

১৩ ই মার্চ, ২০২২ বিকাল ৫:১৬

নয়ন বিন বাহার বলেছেন: পুরো কাব্যটি পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।

৬| ১৩ ই মার্চ, ২০২২ রাত ৯:৫২

জ্যাকেল বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.