নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

এইসব তোমাদের ছেড়ে

১৭ ই মার্চ, ২০২২ রাত ১২:০৪


তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে!
ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী
স্বীকারোক্তি দেয় তাদের আকণ্ঠ পাপের। অন্তত তারা
সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোনো মিথ্যাচার!

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি-
শুধু একটিবার নিঃশ্বাস নেব বলে। দীর্ঘ দিনের আবদ্ধ নিঃশ্বাস
ফুসফুসে জমে করছে বিষন্ন হা-হুতাশ। এখানে এক সুতো
জায়গা নেই যেখানে আমার ফুসফুস জমা খারিজ করতে পারে।
এখানের বাতাসে কোনো বিশ্বাস নেই; বিশ্বাসঘাতক বাতাস ক্রমাগত
আমাকে ঠেলে দেয় উপোসী শকুনের নখর সীমানায়।

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে!
যেখানে কোনো সত্য নেই (তাই সত্যের জন্য কোনো হাহাকার নেই)
যেখানে কোনো মিথ্যা নেই (তাই কোনো দোষারোপ নেই)
যেখানে কোনো পাপ নেই (তাই কোনো প্রহসনের বিচার নেই)
যেখানে কোনো পুণ্য নেই (তাই কোনো অমানুষ নেই)

আমি চলে যাচ্ছি এমন এক স্থানে-
যেখানে কেউ বলবে না, ‘তোমাকে মানবিক হতে হবে’
(কারণ যেখানে অমানুষ নেই সেখানে মানবিক হওয়ার প্রশ্ন ওঠে না)
যেখানে কেউ বলবে না ‘ভালোবাসার কথা’
(কারণ যেখানে ঘৃণা নেই সেখানে ভালোবাসার প্রশ্ন উঠে না)

তাই, আমি চলে যাচ্ছি এইসব তোমাদের ছেড়ে!
খুঁজো না আমায়, পাবে না, তুমি এই সব তোমাদের ভীড়ে!

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০২২ রাত ১২:৩৫

রাজীব নুর বলেছেন: স্বেচ্ছায় চলে গেলে কি আর করা যাবে?
এভাবে চলে যাওয়া ঠিক না। চলে যাওয়া মানে হেরে যাওয়া।

১৭ ই মার্চ, ২০২২ সকাল ১১:১২

নয়ন বিন বাহার বলেছেন: এতসব ঝঞ্জাল আর কাঁহাতক সহ্য করা যায়?
ধন্যবাদ, রাজীব ভাই।

২| ১৭ ই মার্চ, ২০২২ রাত ১:০৩

শূন্য সারমর্ম বলেছেন:

শেষ মানুষের কবর, কি ধরনের বই?

১৭ ই মার্চ, ২০২২ সকাল ১১:১২

নয়ন বিন বাহার বলেছেন: এটা কবিতার বই।
এই কবিতা এই বইয়ের একটা কবিতা।

৩| ১৭ ই মার্চ, ২০২২ রাত ১:১২

সেলিম আনোয়ার বলেছেন: বিয়োগবেদনার কবিতা ।

১৭ ই মার্চ, ২০২২ সকাল ১১:১৩

নয়ন বিন বাহার বলেছেন: মানুষ দু:খ কুড়াতে ভালোবাসে।

৪| ১৭ ই মার্চ, ২০২২ রাত ১:৫০

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার অনুভূতি প্রকাশ

১৭ ই মার্চ, ২০২২ সকাল ১১:১৩

নয়ন বিন বাহার বলেছেন: চমৎকার ধন্যবাদ, নেওয়াজ ভাই।

৫| ১৭ ই মার্চ, ২০২২ সকাল ১০:০২

গেঁয়ো ভূত বলেছেন: আহা আমিও যদি চলে যেতে পারতাম এমনি করে !

১৭ ই মার্চ, ২০২২ সকাল ১১:১৪

নয়ন বিন বাহার বলেছেন: চাইলেই চলে যাওয়া যায় না। তবে ভাবতে ভালো লাগে।

৬| ১৭ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৪৬

প্রামানিক বলেছেন: বিয়োগ বেদনার কবিতা। ধন্যবাদ

১৭ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০৫

নয়ন বিন বাহার বলেছেন: আমার বোধ হয় মানুষ বিরহের সুখ তারিয়ে তারিয়ে উপভোগ করে।
আপনি ভালো থাকবেন প্রামনিক ভাই।

৭| ১৭ ই মার্চ, ২০২২ দুপুর ১:১৩

মোহামমদ কামরুজজামান বলেছেন: জীবনে যেমন পাপ আছে তেমনি আছে পূন্য।
দুনিয়ায় যেমন অমানুষ আছে তার বিপরীতে এখনো আছে কিছু মানুষও।
চলার পথে আছে যেমন মিথ্যার জয়জয়কার তেমনি সত্য টিম টিমিয়ে জ্বললেও সমাজ থেকে হারিয়ে যায়নি এখনো।
সমাজে পাশবিকতা বেড়ে চললেও মানবিকতা এখনো কিছুটা হলেও আছে অমানুষদের মাঝেও।
ঘৃণার পরিধী-ব্যাপকতা বাড়লেও তার বিপরীতে ভালবাসা এখনো মিলে কোথাও কোথাও।

আর তাই বেঁচে থাকা এখনো আনন্দময় ও সুন্দর।
ছেড়ে দেয়া কিংবা চলে যাওয়ায় স্বার্থকতা নয় ,স্বার্থকতা সাথে থাকায় ,টিকে থাকায়।

১৭ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১৩

নয়ন বিন বাহার বলেছেন: বৈপরীত্যের সাথে সামঞ্জস্য সাধনই মানুষের জীবন। এ সাধনাই মানুষের বেঁচে থাকাকে আদতে সুন্দর করে রাখে।
অনেক ধন্যবাদ, সুন্দর একটা মন্তব্য করার জন্য।

৮| ১৭ ই মার্চ, ২০২২ দুপুর ২:৩৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এতসব ঝঞ্জাল আর কাঁহাতক সহ্য করা যায়?
ধন্যবাদ, রাজীব ভাই।

জীবন এরকমই। এঁর থেকে পালানো যায় না। পালানো উচিতও নয়।

১৭ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১৪

নয়ন বিন বাহার বলেছেন: পালিয়ে বাঁচা যায় না। তবুও মানুষ পালাতে চায়, পালায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.