![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাল বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করে এশিয়া কাপের ফাইনালে পৌঁছেছে।
অবিস্মরণীয় এই জয়।
--------------------------
আপনারা সবাই নিশ্চই প্রখ্যাত উপস্থাপক হানিফ সংকেতকে চেনেন। যার অসাধারণ উপস্থাপনায় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এতগুলো বছর ধরেও জনপ্রিয়তার শীর্ষে। তো, হানিফ সংকেতের উপস্থাপনার একটা বৈশিষ্ট্য হলো, তিনি উপস্থাপনা করেন ছন্দে ছন্দে, কথার অন্ত্যমিলে। বাংলাদেশের গতকালকের জয় নিয়ে তিনি কীভাবে বলতেন, সে ব্যাপারে ছোট্ট করে আমি চেষ্টা করেছি।
বাংলাদেশের জয় নিয়ে হানিফ সংকেত যেভাবে বলবেন/বলতেন-
আপনারা যে যেখানে যে অবস্থায়, বাড়িতে বা রাস্তায়, বসে কিংবা দাঁড়িয়ে, টিভি সেটে খেলা দেখেছেন, ইতিমধ্যেই জেনেছেন, বাংলাদেশের ছেলেরা জয় এনেছেন।
সাব্বির-মাশরাফি-তামিম, অসংখ্য তারায় খচিত টিম, জয় আনবেই, তা নিয়ে কোন সন্দেহ নেই। তবু যখন ভয়টা যাচ্ছিলো বেড়ে, ঠিক তখনই জয়কে আনলো কেড়ে। এ জয়ে স্বভাবতই, মানুষের মধ্যে আনন্দ অথৈ, দু:খ-কষ্ট থাক না যতই। যে আনন্দের রেশ, ছড়িয়েছে বাংলাদেশ, ধনী-গরীব-ধর্ম-বর্ণ নির্বিশেষ, সে রেশ আরও ছাড়িয়ে যাবে, ভারতও ঠিক ঘাবড়ে যাবে, আবারও আনন্দে ভাসবে দেশ, হোক না এশিয়া কাপের ফাইনালটা শেষ।
-----------------------------
আমি শুধু চেষ্টা করেছি। তিনি অসাধারণ, অতুলনীয় হানিফ সংকেত।
০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:২৮
নয়ন ঢাকা বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
৩| ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৮
অগ্নি কল্লোল বলেছেন: 5/10
৪| ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:২৩
পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: ভাল লাগিল,
৫| ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৮
এরশাদ বাদশা বলেছেন:
৬| ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৩
দিগন্ত জর্জ বলেছেন: চেষ্টা ভালো করেছেন। হানিফ সংকেতের তুলনা তিনি একাই। আপনারটাও ভালো লেগেছে।
৭| ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:০৬
ডা: শরীফুল ইসলাম বলেছেন: ১ ট্রাক ধন্যবাদ +++++
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:২৫
ফয়সাল রকি বলেছেন: ভালই হয়েছে।