![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে যদি কেউ কষ্ট দেয়, তাহলে মনে ব্যাথা নিওনা। কারণ, মানুষ সবসময় গাছের মিষ্টি ফলটিকেই ঢিল মারে।
খুব বেশি কিছু বলবো না। বলতে পারিও না। সবকিছুই কেমন যেন এলোমেলো হয়ে যায়। কথা গুছিয়ে লিখতে পারি না।
গত বেশ কিছু দিন যাবৎ দেশে যে ধরনের সহিংসতা ঘটছে এবং এর পরিপ্রেক্ষিতে যে লাশগুলো পড়ছে এ মৃতদেহগুলোর দায় দায়িত্ব কার এবং এই লাশগুলোর যারা অভিভাবক অথবা এই মৃত মানুষগুলোর উপর যে সব পরিবার নির্ভরশীল ছিল তাদের কি অবস্থা, আমরা কি একটু জানার চেষ্টা করেছি????????
এখন শুধু বিতর্ক হচ্ছে, কোনটা গণহত্যা আর কোনটা গণহত্যা নয়। আর এসব বিতর্ক সৃষ্টি করে ধুম্রজাল সৃষ্টি করা হচ্ছে অথচ এই সহিংসতা বন্ধ করার কোন উদ্দোগ নেয় হচ্ছে না।
হায় সেলুকাস কি বিচিত্র এই দেশ।
আরো কষ্ট বেড়ে যায় যখন দেখি এই লাশগুলোকে একটি বিশেষ দলের লেবেল লাগিয়ে দিয়ে এমন ভাবে প্রচার করা হচ্ছে যে, এগুলো চলতে থাকুক আর ওরা মরতে থাকুক।
আমার কথা হচ্ছে, ওরা পতাকা ছিঁড়ে, শহীদ মিনার ভেঙ্গে, মসজিদের কার্পেটে আগুন দিয়ে এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা করে যে অপরাধ করেছে এবং করতেছে তা অমার্জনীয় এবং দ্রুত বিচার আইনে এদের বিচার করা হোক। কিন্তু তা না করে নির্বিচারে এভাবে সহিংসতা চালিয়ে দিতে দিয়ে কার কি লাভ বা উপকার হচ্ছে??????????? বরং আমরা যারা সাধারণ মানুষ আছি, তারা আতংকের মধ্যে দিয়ে দিন পার করছি। বাইের বের হলে পরিবারের সবাই চিন্তিত হয়ে পড়ে। সরকারের কাছে প্রত্যাশা করি, এসব সহিংসতা বন্ধে জরুরী উদ্যোগ গ্রহণ করুন।
আর একটি বিষয় তো রীতিমতো আরো দুঃখজনক। বর্তমানে বাংলাদেশ বিবিসি, সিএনএন, আলজাজিরা সহ বিশ্ব গণমাধ্যমগুলোতে শিরোনাম হয়ে উঠে এসছে। তাও আবার নেতিবাচকভাবে। এটা একজন বাংলাদেশী হিসেবে আমার কাছে অত্যন্ত কষ্টকর ও লজ্জার একটি ব্যাপার। অথচ আমার প্রিয় মাতৃভূমি কখনোই এভাবে বিশ্ব মিডিয়ার সংবাদ শিরোনাম হওয়ার মতো যোগ্য নয়।
এ বিচার আমি কার কাছে দেবো অথবা এর জন্য কে দায়ী, একটু ভেবে দেখবেন কি?????????????????
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:১৫
মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: মওদুদির তাফসির আমি নিজে পড়েছি। অত্যন্ত ভ্রান্ত এবং ইসলামের অপব্যাখ্যা ছাড়া আর কিছুই নয়। কোন সাধারণ মানুষ বুঝতেই পারবেনা।
২| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:১১
মো কবির বলেছেন: আসলেই, ভাই সবার আগে আমাদের জনগণকে সঠিক পথে আসতে হবে বলে আমার মনে হয়, আমরা যদি সৎ , যোগ্য লোককে ভোট দেই এবং কোন দলের কাছে টাকার বিনিময়ে আমাদের নিজদেরকে না বিক্রি করি তবে ঐসব নোংরা রাজনীতিবিদেরা আর সুবিধা করতে পারবে না,আর পারলেও সেটা হবে খুব কম।
ঐসব যাই হোক, এই দেশকে সবুজ শ্যামল বাংলাদেশ হিসিবে গড়ার জন্য প্রয়োজন কিছু আইন। আসুন আমরা সবাই মিলে কিছু আইন করার মাধ্যমে এই দেশকে সোনার বাংলা হিসিবে গড়ে তুলি।
আমি এই জন্য কাজ করার ইচ্ছায় একটা গ্রুপ করতেছি দেখতে পারেন।
আপনার কোন নতুন পরামর্শ থাকলে দিতে পারেন।
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:১৮
মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।
সুন্দর উদ্দোগ। উদ্দোগটি সফল হোক।
পরামর্শ দিতে হলে একটু চিন্তা করে দিতে হবে।
৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:১৫
মো কবির বলেছেন:
ইসলামে স্পষ্ট বলা হয়েছে, "তোমরা ধর্ম নিয়ে কোন বাড়াবাড়ি করবে না"।
আওয়ামীলীগ যেমন শেখ মুজিবের নামে, আর বিএনপি যেমন জিয়াউর রহমানের নাম ভাঙ্গিয়া রাজনীতি করছে, ঠিক তেমনি
এরাও ইসলামের নাম ভাঙ্গাচ্ছে আর কি ।
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:২৪
মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: যে কেউই যদি কারো নামে এই ধরনের রাজনীতি করতে চায়, করুক। তাতে আমার কোন আপত্তি নেই।
কিন্তু আমার কথা হচ্ছে, আমার দেশ ও জনগন যদি বিশ্বের দরবারে সমালোচিত হয় আর আমাদেরকে লজ্জিত হতে হয়, তাহলে এটা দুঃখজনক।
৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:৩০
গেস্টাপো বলেছেন: হাসিনা দেশটারে বিভক্ত কইরাই ছাড়লো।যেখানে আমাদের ৪০ বছরের কোন বিভক্তি ছিলো না সেখানে তারা স্বাধীনতার সপক্ষের শক্তি এবং স্বাধীনতার বিপক্ষের শক্তি কইয়া কইয়া আমাদের বিভক্ত করে দিছে।এমনিতেই ছোট্ট একটা দেশ আমরা।জামাতি ব্রেন ওয়াশড গাধারা জঙ্গি স্টাইলে হামলা চালাইবো ভোদাইয়ের মত আর আমাদের দিদিমনি আম্রিকা আর ভারতরে কইবো দেখে জঙ্গি ঢুকছে।প্লিজ আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধে হেল্পু করেন।আর তারপরেই শুরু হইবে হেল্পুর নামে বিমান হামলা আর জামাতি ব্রেন ওয়াশড গাধাদের আত্মঘাতি বোমার খেল।মাঝখান দিয়া আমার সোনার বাংলা শেষ হইয়া যাইবো রে ভাই
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:৪৩
মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: আসলে এগুলো দেখে আমার যা মনে হচ্ছে, দেশকে কেউ ভালোবাসেনা। সবাই ক্ষমতার পাগল।
ধন্যবাদ।
৫| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৪২
নাহিদ সৈকত বলেছেন: সহমত
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।
৬| ১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:০১
রোকেয়া ইসলাম বলেছেন: আমরা যারা সাধারণ মানুষ আছি, তারা আতংকের মধ্যে দিয়ে দিন পার করছি। বাইের বের হলে পরিবারের সবাই চিন্তিত হয়ে পড়ে। সরকারের কাছে প্রত্যাশা করি, এসব সহিংসতা বন্ধে জরুরী উদ্যোগ গ্রহণ করুন।
আমিও আপনার সাথে একমত।
১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আপু।
৭| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৬
বোকামন বলেছেন:
রাজনৈতিক পরিচয় ভুলে গিয়ে সবাই সবাইকে মানুষ ভাবতে শিখুন ....
মনের কথাই বলে দিয়েছেন....
কৃতজ্ঞতা জানবেন
ভালো থাকবেন
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৩
মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: প্রিয় বোকামন,
ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আপনিও আমার ভালোবাসা জানবেন। হুম, দোয়া করি আপনিও ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:০৯
নায়করাজ বলেছেন: ইসলামের সেবক বলে দাবীদার জামায়াত শিবির রাজাকার যুদ্ধাপরাধী চক্রের মিথ্যার বেসাতি পাবেন নিচের লিংকে। তাদের মিথ্যার বেসাতি দেখে অবাক হয়ে যাবেন। Click This Link
ইসলামের সেবক বলে দাবীদার জামায়াত শিবিরের নেতা মওদুদীর ভ্রান্ত আকিদা সম্পর্কে বলেছেন বিভিন্ন আলেম উলামাগণ। সরাসরি নিচের লিংকে চলে যান : Click This Link
জামাতে ইসলাম প্রকৃত ইসলাম নয়। বিস্তারিত পাবেন এখানে : Click This Link
জামাত শিবিরের অর্থনৈতিক শক্তি ভেঙ্গে দেন। ওদের সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করুন। ওদের প্রতিটি অর্থনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে জানুন। ওদের প্রতিষ্ঠানে বিনিয়োগ করবেন না। বরং বিনিয়োগ বা অংশীদারিত্ব থাকলে প্রত্যাহার করুন। ইসলামী ব্যাংক থেকে সকল টাকা তুলে নিন। আপনার টাকা দিয়ে ওদের দেশবিরোধী কার্যকলাপ চালাতে দেবেন না।
নিচের লিংকে গিয়ে লেখাটা কপি/পেস্ট করুন। শেয়ার করুন, ছড়িয়ে দিন। সবার সামনে ওদের মুখোশ খুলে দিন। জামাত শিবির পরিচালিত প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য পাবেন এখানে : Click This Link
ইসলামের কোথায় লেখা আছে গণহত্যাকারী, গণধর্ষণকারী, লুণ্ঠনকারীদের বিচার চা্ওয়া যাবে না ?