![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত ১২ টা পার হয়ে গেছে। ২১শে ফেব্রুয়ারী??? সেতো প্রায় ১ ঘণ্টা আগে বিদায় নিয়েছে!! বাসার অদূরে বাজছে হিন্দি গান যেখানে একটু আগেও বাজছিলো 'আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি?' এবং স্পিকার আনার টাকা এলাকা থেকেই তোলা হয়েছিল!!
এখন আবার শহীদ মিনারের পাশে বসে গাঁজা খাওয়া চলবে।। আসর বসবে জুয়ার!! এভাবে বিরতিহীন চলবে ৩৬৪ দিন!! ছুটি তো তাদের বছরে একদিনই!! ঐযে একুশে ফেব্রুয়ারী!!
।
একটু আগে একজনের স্ট্যাটাসে দেখেছিলাম "একটা মেয়েকে বছরে ৩৬৪ দিন ধর্ষণ করে বাকী এক দিন তাকে যতই সাজানো হোক সে কিন্তু তার কুমারীত্ব ফিরে পাবেনা।"
কথাটা সবাই মনে রাখার চেষ্টা করি ... নাহলে শুধু একদিন কোটি টাকার ফুল নষ্ট করে আর শহীদ মিনার ঝাড়-পোছ করে বাংলা ভাষার সম্মান দেওয়া যাবেনা।। যতই বাংলা ভাষা নিয়ে চিৎকার করেন কোন কাজ হবেনা!!!!!!!
আসুন আজ থেকে মাতৃভাষাকে যথার্থ সম্মান দেই।। সালাম, বরকতের রক্তের বিনিময়ে প্রাপ্ত ভাষাকে সর্বত্র সঠিকভাবে ব্যবহার করি!! এবং ভাষা বিকৃতি রোধ করি।।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫
খায়ালামু বলেছেন: আমাদের সমস্যা হল আমরা সারা বছর এই দিনের কথা ভুলে থাকি.। আর ২১শে ফেব্রুয়ারী আসলে গান ধরি "আমি কি ভুলিতে পারি"?
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
যুবায়ের বলেছেন: চমৎকার বলেছেন ভাই।
প্রতিটা দিন শুরু হোক বাংলা চর্চার মাধ্যমে....
ভাষা শহীদদের আত্নত্যগকে যথাযত সন্মান করি তাদের জীবনের বিনিময়ে যে ভাষা পেয়েছি তা চর্চা করে।
শহীদ মিনার রক্ষণাবেক্ষন করতে হবে প্রসাশনকে। প্রসাশনের এবিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া দরকার।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
খায়ালামু বলেছেন: ঠিক বলেছেন
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৩
চেয়ারম্যান০০৭ বলেছেন: ভালো বলেছেন কিন্তু সমস্যা হলো ফেব্রুয়ারী মাস বাদে অন্য মাসগুলোতে আমরা এসব মনে রাখিনা।