নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছি সেদিকে, যেখানে যেতে হবে

http://nazirul.yolasite.com/

নাজিরুল হক

কম্পিউটার তো মাইনসেই বানাইছে পেশা: ঠেলাগাড়ী চালানো অবসর সময়ে গান শুনি, বই পড়ি, বিভিন্ন ব্লগে চক্কর মারি। রিয়াদ- সউদি আরব [email protected]

নাজিরুল হক › বিস্তারিত পোস্টঃ

Divx & Xvid Codec

১৪ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ২:০৭

ভিডিও'র High কোয়ালিটির ফরমেট হল Avi ফরমেট। যা ডিভিডি ফরমেট সমকক্ষ। MPEG-2 ফরমে কেও ভাল ভিডিও ফরমেট বলা যায়।



AVI ফরমেটের ভিডিও প্লে করতে চাইলে আপনাকে Divx Codec ইনষ্টল করতে হবে। কোডেক ছারা এই ফরমেটের ভিডিও প্লে করতে চাইলে ছবি আসবে, সাউন্ড আসবে না, নয়তো সাউন্ড আসবে, ছবি আসবেনা।



Divx কে Xvid ও বলা হয়। সাধারনত মোবাইলে Xvid ফরমেট ব্যাবহার করা হয়।



[link|http://www.divx.com/divx/windows/download/|WvIb

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৮:১০

হাসিব বলেছেন: নতুন সব তথ্য !

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৮:৪৩

অতিথি বলেছেন: একটু পঁ্যাচ লেগে গেছে। :-)
http://en.wikipedia.org/wiki/Video_codec

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৮:৫৮

নাজিরুল হক বলেছেন: wikipedia তে Codec সম্মন্ধে বলা হয়েছে। আমি বলেছি Divx Codec এর কথা।
আপনি যদি রিয়েল প্লেয়ার দিয়ে AMR Audio ফাইল চালাতে চান তাহলে রিয়েল প্লেয়ার আপডেট চাইবে।(যদি আপডেট করা না থাকে)
তেমনি 3GP ভিডিও ফাইল চালাতে চাইলেও এমনটা হবে। কিছু সফটওয়ার আছে যাতে কোডেক দেয়া থাকে ফলে সে অনায়াসে প্লে করতে পারে।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ১০:২৩

হাসিব বলেছেন: আমিও সেটাই কইতে চাইছিলাম @ বায়েজীদ

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ১০:৩৪

আমি হনুমান বলেছেন: নাজির ভাই গুলা বাঙলা উইকিতে তুইলা দেন

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ২:২১

অতিথি বলেছেন: যেটা বলতে চেয়েছিলাম, তা হলো, AVI আর DIVX দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। AVI হচ্ছে একরকম কন্টেনার বা ধারক। এটা নিজে কোন এনকোডিং না। AVI ফাইলের ভেতর প্রায় সব রকম এনকোডেড ভিডিও থাকতে পারে। সেটা DIVX ও হতে পারে, XVID ও হতে পারে, হতে পারে কোন MPEG2 এনকোডেড ভিডিও।

আর DIVX ও XVID খুব কাছাকাছি জিনিস, তবে এক নয়। দুটোই MPEG4 স্ট্যান্ডার্ডের দুটো আলাদা ইম্প্ললিমেন্টেশন।

তবে দুটোর শুরু হয়েছিল একই জায়গা থেকে, প্রজেক্ট মায়ো নামে একটা ওপেন সোর্স প্রজেক্ট থেকে। পরে DIVX হঠাৎ করেই ক্লোজ্ড সোর্স হয়ে গেলে কিছু ডেভেলপার এক্সভিড নামে ওপেন সোর্স ডেভেলপমেন্ট চালিয়ে যান।

তবে দুটোর পারফরমেন্স বেশ কাছাকাছি, এবং XVID এনকোডার বিনামূল্যে পাওয়া যায়। কিন্তু DIVX এনকোডার কিনতে পয়সা লাগে।

ক্ষমা করবেন, অনেক বেশী বকে ফেললাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.