নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছি সেদিকে, যেখানে যেতে হবে

http://nazirul.yolasite.com/

নাজিরুল হক

কম্পিউটার তো মাইনসেই বানাইছে পেশা: ঠেলাগাড়ী চালানো অবসর সময়ে গান শুনি, বই পড়ি, বিভিন্ন ব্লগে চক্কর মারি। রিয়াদ- সউদি আরব [email protected]

নাজিরুল হক › বিস্তারিত পোস্টঃ

একটা শব্দের অর্থ জানতে চাই

২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫১

গত কাল একটা শব্দ শুনলাম ব্লগে। এই শব্দটা আগেও শুনেছি কিন্তু এর প্রকৃত অর্থ জানতে পারিনি।



শব্দটা হলো "খাটাস" এই খাটাস শব্দের অর্থ কি? এটা কি কোন প্রানী নাকি বস্তু? শব্দটা কি বাংলা নাকি অণ্য কোন ভাষা থেকে আমদানীকৃত? আপনারা কেউ কি জানেন?

মন্তব্য ৪৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫২

মানুষ বলেছেন: খাটাস একটা প্রানীর নাম। মূরগী টুরগি ধরে খায়। আগে গ্রামে গঞ্জে দেখা যেত। তবে সেই সব খাটাস এখন আর তেমন নেই। খাটাস এখন মানুষের মাঝে।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৫

নাজিরুল হক বলেছেন: কন কি! আমি তো ভাবছিলাম এটা হয়তো ভূতের অন্য কোন নাম।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৭

সারওয়ারচৌধুরী বলেছেন:
নাজিরুল হক, কেমন আছেন?

সক্রেটিসকে বিষের পেয়ালা দিয়ে হত্যা করার ষড়যন্ত্র চলছে আপনি কই?

খাটাস প্রাণীটার শরীরে ভীষণ দুর্গন্ধ। যেদিকে যায় দুর্গন্ধ ছড়িয়ে যায়। এই ব্লগেও কি..............!

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৯

গন্ডার বলেছেন: বলগে খাটাস কেডা???

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০০

নাজিরুল হক বলেছেন: আসলে ঘটনা ঘটার সময় আমি ছিলাম না। সেটা নাকি আপনার ব্লগে থেকেই শুরু হয়েছিল। আমি গতকাল আপনার পুরো ব্লগ খুজলাম কোথাও পেলাম না।

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০৫

জোনাকি বলেছেন: আমিতো জানি খটাস মানে যার মধ্যে কোন রস-কস নাই। কথাই কথাই চেতা উঠে। এক কথায় চান্দি চাটা!!

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০৬

সারওয়ারচৌধুরী বলেছেন: সাইমুমকে উৎসর্গ করা কবিতা পোস্টে। ৩৫টা বাজে মন্তব্য ওই পোস্ট থেকে গতকাল ডিলিট করেছি।

৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০৮

গন্ডার বলেছেন: ইয়া হাবিবি আমারে আনব্যন করার জন্য শুকরিয়া,

৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০৯

এস্কিমো বলেছেন: সারোয়ার,
এখানে একটা শব্দের অর্থ নিয়ে আলোচনা হচ্ছে। এখানে অন্য পোষ্টে গল্প কেন?

প্রশ্ন হলো - আপনার অবস্থান কোথায়? সাইমুমের পক্ষে না কি ত্রিলোরার পক্ষে?

১০| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১০

গন্ডার বলেছেন: প্রশ্ন হলো - আপনার অবস্থান কোথায়? সাইমুমের পক্ষে না কি ত্রিলোরার পক্ষে?

১১| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১০

নাজিরুল হক বলেছেন: না পড়ে ভুল করেছি। পড়া উচিৎ ছিল। @ সা.চৌ

আমিও এক সময় তাই ভাবতাম @ জোনাকি

১২| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১২

গন্ডার বলেছেন: চান্দি চাটা জিনিসটা কি? @ জুনাকী

১৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৩

এস্কিমো বলেছেন: স্যরি নাজিরুল, অপ্রাসঙ্গিক কথা বললাম।

খাটাশ একটা প্রানীর নাম। অত্যন্ত ধুর্গন্ধযুক্ত। এরা সাধারনত একই যায়গায় মলত্যাগ করে - এবং তার উপরেই বসবাস করে।

যারা দূর্গন্ধ ছড়ায় - মৌখিক বা শাররিক ভাবে - তাদেরই আমরা খাটাশ বলি। এখন আপনার বিবেচনা - কাকে আপনি খাটাশ বলবেন।

১৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৫

ফখরুদ্দীন বলেছেন: খাটাস কেমন হতে পারে তার উদাহরণ ----


ত্রিলোরা খান বলেছেন :
২০০৭-০৯-২৩ ০২:১৭:১১
আচ্ছা ভাইয়া, সাইমুম আপু কি আপনার প্রেমিকার নাম ? কবিতাটা ভালো লাগলো । ৫

সারওয়ারচৌধুরী বলেছেন :
২০০৭-০৯-২৩ ০২:২৯:৪০
হে হে হে উনি ব্লগার বন্ধু মাওলানা সাইমুম তর্কবাগিশ। এই কবিতায় নারী পুরুষের ভালোবাসা+ সৃষ্টি তত্ব। কবিতার বিষয়বস্তু যা-ই হোক প্রিয় কাউকে উৎসর্গ করা যায়। যেমন প্রেমের গল্পের বা কবিতার বই বাবা মাকে উৎসর্গ করা যায়।

ত্রিলোরা খান বলেছেন :
২০০৭-০৯-২৩ ০২:৩৭:৩৩
দুঃখিত ভাইয়া । আমি আবার ভুল বুঝলাম । ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ।

সাইমুম বলেছেন :
২০০৭-০৯-২৩ ১৬:৪৪:৩১
ত্রিলোরা খান : বস প্রশ্নের জবাব কি মুখের দেয়া যায়? কিছু প্রশ্নের জবাব তো প্র্যাকটিক্যালিই ভালো। একদিন এসে 'সাইমুম আপু'কে পরীক্ষা-নিরীক্ষা করে যাও। তুমি ছদ্মবেশী পুরুষ হলেও সমস্যা নেই। কারণ আমার বাড়ি চট্টগ্রাম!!!!!!!!




----
@সারওয়ারচৌধুরী,
অনেক বাজে কমেন্ট মুছলেও সাইমুমের বাজে কমেন্ট কিন্তু আপনি মুছেন নাই, কর্তৃপক্ষ মুছেছে।

১৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৫

নাজিরুল হক বলেছেন: কালকে আমি ব্লগে দেখলাম একজন ব্লগার গালি হিসেবে এই শব্দটা ব্যাবহার করছে। তাই জানার ইচ্ছা হলো।

১৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২০

গন্ডার বলেছেন: খাটাশ তো তাইলে দেকা যাইতেচে জটিল এক চিজ, কাওরেতো আর খাটাশ কওয়া যাইবনা

১৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২৫

নাজিরুল হক বলেছেন: যেহেতো কমেন্ট গুলো আমার পোষ্টের আওতা ছারিয়ে গেল, তাই সমাধান কল্পে আমি কিছু কথা বলছি।
................................................................................
জনাব ফখরুদ্ধীনের কমেন্ট অনুষারে যদি এভাবেই ঘটনা ঘটে থাকে তাহলে আমি বলবো, ঠাট্টা করা থেকে এই ঘটনার সূত্রপাত। এই খানে ত্রিলোরা ঠাট্টা করে সাইমুমকে বলেছে আর সাইমুম ও সেটার জবাব দিয়েছে ঠাট্টা করেই।

ভাবছি সেটা সিরিয়াস পর্যায়ে গেল কিভাবে?

........................................................................
আর যদি ত্রিলোরা সত্যি করেই বলে থাকে তাহলে সেটা তার ভুল হয়েছে। কারণ সাইমুম একজন পুরুষ। ত্রিভুজের একটা পোষ্টে তার প্রমান রয়েছে। ত্রিলোরা সেটা না দেখে থাকলে ভিন্ন কথা।

.........................................................................
ব্যাপারটে যেহেতো ভুল বুঝা বুঝি বা তিল থেকে তালগাছে পরিনত হয়েছে সেহেতো উভয়কেই তা বুঝতে হবে। আমি সাইমুমু ভাইকে বলবো এ বিষয়টা খোলাসা করতে। একটা পোস্ট দিতে অনুরোধ করবো আমি।

১৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২৬

ফখরুদ্দীন বলেছেন: @নাজিরুল হক,

আশা করি আপনি পুরো ঘটনা জানতে পেরেছেন, এবার আপনি চাইলে আমার কমেন্টটি মুছে দিতে পারেন।
বলেছেন :

১৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৮

আরণ্যক যাযাবর বলেছেন: হ

২০| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৪

ডাক্তার খাটাস বলেছেন: সাইমুমের প্রতিটি পোষ্টে এ মন্তব্যের কপি রেখে আসা হউক। সাইমুম যে একটা খাটাস এটা সকলের জানা উচিত যাতে, মেয়েরা সাবধানে থাকতে পারে

২১| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫০

আরণ্যক যাযাবর বলেছেন: সাইমুম মনে হয় খাটাস মানে জানেনা, তাই সে নাজির... রে জিগাইসে। নাজির সেইকথামতো পুস্ট দিসে

২২| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫০

এস্কিমো বলেছেন: হ, নাজিরুল ভাল বুঝছেন।
ঠাট্টা করছে সবাই। ...কেমনে সিরিয়াস হইল।

২৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫১

গন্ডার বলেছেন: সাইমুমের প্রতিটি পোষ্টে এ মন্তব্যের কপি রেখে আসা হউক। সাইমুম যে একটা খাটাস এটা সকলের জানা উচিত যাতে, মেয়েরা সাবধানে থাকতে পারে

২৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫৪

সারওয়ারচৌধুরী বলেছেন: ফখরুদ্দীন
আমি ওইদিন ব্লগে এসেই দেখি কর্তৃপক্ষ ওটা মুছেছেন। পরে আমি বাকীগুলো মুছেছি।

এস্কিমো, আপনাদের চেনা হয়ে গেছে। আপনি নিজেই অনেকবার পোস্টের বাইরে মন্তব্য করেছেন আমার ব্লগে। আমি কয়েকবার বলেছি, সাইমুমের ওই মন্তব্যটা করা ঠিক হয় নি। তারপরেও আমাকে জড়িয়ে গালি দেয়া হচ্ছে।
মশকারী মারাও একটা সীমা থাকে।
সব নোংরামীর মুলে ওই ডাক্তার খাটাস।

২৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫৭

ডাক্তার খাটাস বলেছেন: হ ডাক্তার খাটাস ত্রিলোরা খান রে বাজে কথা কইসে আর তার জন্য ত্রিলোরা খান ব্লগ চইলা গেসে

২৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:০০

নাজিরুল হক বলেছেন: এস্কিমো, আমি সবাইকে ঠাট্টা করেছে বলে বলিনি।

যাযাবর, দূরদর্শি ব্লগার। আমার সাইমুমের ইমেইল এডটা দরকার। কারো কাছে আছে কি?

২৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:১৪

জল রঙ বলেছেন: ত্রিলোরা খান বলেছেন :
২০০৭-০৯-২৫ ২১:৪৫:২০

ত্রিলোরা খান বলেছেন :
২০০৭-০৯-২৩ ০২:১৭:১১
আচ্ছা ভাইয়া, সাইমুম আপু কি আপনার প্রেমিকার নাম ? কবিতাটা ভালো লাগলো । ৫

সারওয়ারচৌধুরী বলেছেন :
২০০৭-০৯-২৩ ০২:২৯:৪০
হে হে হে উনি ব্লগার বন্ধু মাওলানা সাইমুম তর্কবাগিশ। এই কবিতায় নারী পুরুষের ভালোবাসা+ সৃষ্টি তত্ব। কবিতার বিষয়বস্তু যা-ই হোক প্রিয় কাউকে উৎসর্গ করা যায়। যেমন প্রেমের গল্পের বা কবিতার বই বাবা মাকে উৎসর্গ করা যায়।

ত্রিলোরা খান বলেছেন :
২০০৭-০৯-২৩ ০২:৩৭:৩৩
দুঃখিত ভাইয়া । আমি আবার ভুল বুঝলাম । ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ।

সাইমুম বলেছেন :
২০০৭-০৯-২৩ ১৬:৪৪:৩১
ত্রিলোরা খান : বস প্রশ্নের জবাব কি মুখের দেয়া যায়? কিছু প্রশ্নের জবাব তো প্র্যাকটিক্যালিই ভালো। একদিন এসে 'সাইমুম আপু'কে পরীক্ষা-নিরীক্ষা করে যাও। তুমি ছদ্মবেশী পুরুষ হলেও সমস্যা নেই। কারণ আমার বাড়ি চট্টগ্রাম!!!!!!!!
--------------------------
এ বিষয়টা আমার খুব খারাপ লেগেছে । তারপরও কিছু বলিনি । মানুষ ভুল করে । আমিও ভুল করেছিলাম । আমার সাইমুম নামে এক বান্ধবী আছে । তাই ভেবেছিলাম । সারওয়ার ভাই ভুল ধরে দিলেন । তারপর আমি ক্ষমা চেয়ে নিলাম । এরপর যদি এরকম ইঙ্গিতপূর্ণ কথা কেউ বলে তাহলে আমার মতো নতুন ব্লগার ও কম বয়সী মেয়ের খারাপ লাগবে । ধন্যবাদ অশ্রু ভাই । আর কোন ছেলে ব্লগারের পোস্টে আমি কমেন্ট করবো না বলে ঠিক করেছি । খারাপ কথা শুনতে আসিনি এখানে । লেখার স্বাধীনতা চেয়েছিলাম ।
----------------------------

মেয়েটার শেষ পোস্টটা পড়ে সহজেই বুঝা যায় কত কষ্ট নিয়ে ও ব্লগটা ছেড়ে গেছে । বলে গেল "বিতর্কিত"হয়ে গেছে । দুঃখিত বললে কি এমন ক্ষতি হতো সাইমুম নামক ব্লগারের !!!!!!!!!!

২৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৩২

হাসিব বলেছেন: প্রশ্ন হলো - আপনার অবস্থান কোথায়? সাইমুমের পক্ষে না কি ত্রিলোরার পক্ষে?

২৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৪৩

এস্কিমো বলেছেন: ধন্যবাদ সারোয়ার, আমাকে চিনে ফেলার জন্য।
আমার দু:খ আপনাকে আমি চিনতে পারলাম না।
এখানে এসে সাইমুমের বিষয়টা নিয়ে কথা শুরু করে আপনি সাইমুমের বন্ধু হিসাবে যে উপকারটা করলেন..

তবে অপেক্ষা আছি...

৩০| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:০১

িসরাজুল ইসলাম বলেছেন: খাটাস মানে অপরিষ্কার মানুষ। যে দাঁত মাঝে না,নখ কাটে না,গোসল করে না এই রকম। খাটাস একটা গালি। তবে খরগোশ বা শিয়ালের মতো প্রাণীর নাম থেকে এই শব্দটি বাংলাভাষায় যুক্ত হয়েছে।

৩১| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:১১

ডাক্তার খাটাস বলেছেন: Click This Link

এ পোষ্টে খাটাস আর পেডোফাইল সাইমুমের ছবি পাওয়া যাবে

৩২| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:২৯

সংস্থাপক বলেছেন: নাজিরুল খাটাস একটি দুর্গন্ধময় প্রানী।
ত্রিলোরা জানতোই না সাইমুম নামে কোনো ব্লগার আছে। সারওয়ার কবিতার শিরানামে উৎসর্গ সাইমুম লিখেছে। ত্রিলোরা ভেবেছে 'সাইমুম' সারওয়ারের প্রেমিকা। সাইমুম নামে ত্রিলোরার এক বান্ধবী আছে, ব্লগার সাইমুমকে সে চেনে না। ব্লগার সাইমুম অযথা উত্তেজিত হয়ে ত্রিলোরাকে কদর্য ভাষায় সেক্সের প্রস্তাব দিয়েছে। সাইমুমের মত একজন বয়স্ক লোকের কাছ থেকে এটা আশা করা যায় কিনা, নাজিরুল আপনি বলেন?

এ ঘটনায় ব্লগের বিবেক সারওয়ার তার মুনাফেকি চরিত্রের পরিচয় দিয়েছে। সে প্রথমে শিকার করেছে সাইমুম অন্যায় করেছে। সাইমুমকে ক্ষমা চাইতেও অনুরোধ করেছে। কিন্তু সারওয়ারের কথায় সাইমুম পাত্তা দেয় নি। সারওয়ার তারপর লেজ গুটিয়ে সেই সাইমুমের বগলের তলায় গিয়ে আস্রয় নিয়েছে। অন্যদের মন্তব্যগুলো মুছে দিয়ে সে আশলে বিবেক নামের কলঙ্ক তা প্রমান করেছে।

৩৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৩১

শবনম বলেছেন: ছিঃ ছিঃ ছিঃ!!! সাইমুম ভাইয়াকে ভদ্রলোক ভেবেছিলাম।তিনি এধরনের নোংরা কথা বলতে পারলো???অামি তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি।

৩৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৫৫

হাসিব বলেছেন: বয়স হইলেই সব কিছু হয় না । উদাহরন লোলপুরুষ । আর সা.চৌ. মনে হয় না বগলের তলায় লুকাইছে । গন্ধে মারা যাবার কথা । @ সংস্থাপক

৩৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:০২

আরণ্যক যাযাবর বলেছেন: সাইমুম = চতুর্ভুজ

৩৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:০৩

আরণ্যক যাযাবর বলেছেন: কাজেই খিয়াল কৈরা.. দুইজনের কমেন্ট পাশাপাশি রাইখা টেস্ট কৈরা দ্যাখতারেন

৩৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:০৬

গন্ডার বলেছেন: মনে লয় না সাইমুম = চতুর্ভুজ
কারন চতুরবুজ অসটেলিয়ার জিলং নামে এক এলাকাই থাকে কইসে , আর ঐ এলাকার যে বর্ননা দিসে তাতে মনে হয় সে আসলেই ওকানে তাকে

৩৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:১১

আরণ্যক যাযাবর বলেছেন: অস্ট্রেলিয়ায় তো আস্তো এক মাইয়াও থাকেন।
এই চাইরকোণা আস্তো মাইয়াও না, আধা মাইয়াও না।
পুরা পুরুষ। বয়স ৪০-৫০,
জাস্ট ইনট্যুইশন।

আর আইজকালকার দিনে বর্ণনা দেওন এমন কিছু না। গুগল ম্যাপ ঘাঁইটা আমিও এইরম বর্ণনা লেখতারবো হোয়াইট হাউস নিয়া।

৩৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:১৩

তুষার ০০৭ বলেছেন: খাটাস দেখছি ভয়ংকর প্রাণী। বাজে গন্ধের সঙ্গে প্রচুর মন্তব্যও ছড়ায়...

৪০| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:১৩

গন্ডার বলেছেন: চতুরবুজ পোলা হইতারে তয় সাইমুমের আরেক নিক বইলা মনে হয়না

৪১| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:২৬

আমি কে বলেছেন: চতুরভূজ নিয়া সন্দেহ আছে। এক পোস্টে সা.চৌ. কইলো চেহারা দেখাইতে, সে তখন তার ফেইসের একটা ছবি দিছিলো। ঘটনা মনে হয় জোনাকির পুস্টে যেইটা ডিলিট কইরা দিছে রিজভীর জ্বালায়।

৪২| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:৩১

জেনারেল বলেছেন: সাইমুম শুধু চেহারায়ই খাটাশ না, কথাও।

৪৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:৫৮

সুলতান বলেছেন: নাজির সাহেব কি হাল অবস্হা ?? অনেক দিন পর রিয়াদ এ আসলাম , দেখা হবে কি ?

৪৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৭

নাজিরুল হক বলেছেন: অবশ্যই দেখা হবে।
ইনশাআল্লাহ।

৪৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:১৭

এস এম মোমিন বলেছেন: ৫।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.