নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার

আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার › বিস্তারিত পোস্টঃ

কুংফু ঘরনার ছবি জ্যাকি চ্যান আর জেট লি'র The Forbidden Kingdom

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৭

ভিন্ন ধাচের এক কুংফু ঘরনার ক্ল্যাসিক কাহিনীর আবর্তন "The Forbidden Kingdom"। কুংফু একশন ধাচের এ ছবির গভীর থেকে গভীরে ঢুকে গেছে চীনা ঐতিহ্য ও প্রাচীন চীনের মানুষদের কথা ।সহজ সরলভাবে আত্নরক্ষায় ব্যবহৃত চীনাদের কুংফুকে তুলে ধরা হয়েছে ছবির ফ্রেমে আর সাথে চীনা ঐতিহ্যকে প্রাধান্য দেয়া হয়েছে ছবিজুড়ে ।২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ১০৪ মিনিটের এই ছবিজুড়ে ছিল কুংফুর নান্দনিক সব দৃশ্য । পাহাড়ি পরিবেশে প্রাচীন চীনের বিভিন্ন ঐতিহ্য ফুটে উঠেছে "The Forbidden Kingdom" এর কাহিনিজুড়ে । মার্শাল আর্ট , কুংফুর সব জাদুকরী দৃষ্টিনন্দন সব প্রদর্শনী ছবিটিকে এক ভিন্নমাত্রা দান করেছে ।

ছবিটা কুংফুপ্রেমীদের কাছে অনেক দৃষ্টিনন্দন লাগবে নিঃসন্দেহে, বিশেষ করে যারা আমার মত কুংফু কিংবা মার্শাল আর্টপ্রেমী তারা ছবিটা দেখে ভালই বিনোদন পাবেন। আইএমডিবিতে ৬.৬ রেটিং পাওয়া ছবিটিতে অভিনয় করেছেন- জেট লি, জ্যাকি চান , মাইকেল এনগারানো। ছবিটি পরিচালনা করেছেন - রোব মিঙ্কফ এবং লিখেছেন -জন ফুস্কো। চীনের বিভিন্ন জায়গায় দৃশ্যায়িত ছবিটির কাহিনী , দৃশ্যায়ন তুলে ধরা হয়েছে চীনা সংস্কৃতি ও ঐতিহ্যের ওপর নির্ভর করে ।



ছবির গল্প এক আমেরিকান টিনেজকে নিয়ে শুরু, টিনেজ জেসন যে কিনা কুংফুর দারুন ভক্ত। যার ঘরময় কুংফু কিংবা মার্শাল আর্টের বিভিন্ন পোস্টার আর ছবি, যে কিনা কুংফু ছবি দেখতে খুব পছন্দ করে । আর ঘটনাক্রমে একদিন সে একটি পৌরানিক লাঠির সন্ধান পায়, যা কিনা Monkey King এর লাঠি ছিল। ছবির একটা পর্যায় এই টিনেজ নিজেকে আবিষ্কৃত করে প্রাচীন চীনে, যেখানে আত্নরক্ষার জন্যে প্রতিনিয়ত কুংফু ব্যবহার করা হয়। আর সেখানে জেসন বিপদে পড়লে তাকে সহযোগিতা করতে এগিয়ে আসে কুংফু মাস্টার লু ইয়ান (জ্যাকি চেন) । যে পরবর্তীতে জেসনকে আত্নরক্ষার জন্যে কুংফু শেখায় । এরপর তারা দুজন Monkey King কে মুক্ত করতে যায় কিন্তু সেখানে তাদের জেডি ওয়ারলর্ডের বিশাল সৈন্যবাহিনীর সাথে মারামারিতে লিপ্ত হতে হয় । সেই Monkey King এর লাঠিটা ফেরত দেওয়ার চেষ্টারত থাকে জেসন , সেখানে কুংফু মাস্টার লু ইয়ান (জ্যাকি চান) ও সন্যাসী (জেট লি) তাকে সহযোগিতা করে এবং Monkey King কে তার লাঠি ফেরত দিয়ে তাকে জড় অবস্থা থেকে পূর্বের জীবন্ত অবস্থায় ফিরিয়ে আনে ।





জ্যাকি চ্যান আর জেট লি'র মত অভিনেতাদের দেখা মিলবে এই ছবিতে । তাদের দৃষ্টিনন্দন অভিনয় দিয়ে পর্দায় দারুণ বিনোদন দিয়ে গেছেন তারা এক কথায় । তাদের অভিনয় মানেইতো আলাদা রকমের ভালো লাগা কাজ করে। তাদের অ্যাকশন, মুভমেন্ট প্রতিটা বিষয় দারুনভাবে টেনেছে ছবিজুড়ে । আর সেই কারণে বলা যায় "The Forbidden Kingdom" মুভিটা দারুণ উপভোগ্য এক ছবি । কুংফু জাতীয় একশনের যারা ভক্ত, তাদের কাছে ছবিটা ভালোই লাগবে । ছবির শুরু থেকে শেষ পর্যন্ত কুংফুর বিভিন্ন একশন এবং ছবির গল্প দারুণভাবে নির্মল বিনোদন দিবে ।



মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১০

কবি মনির বলেছেন:
বোগাস মুভি। টাইম লস। জ্যাকি চ্যানের অভিনয় ভালো হয়েছে।

২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: আরে আপনেতো দেখি বড় ভক্ত

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৬

লিঙ্কনহুসাইন বলেছেন: এই মুভি দেখেছি , কিন্তু আমার কাছে তেমন ভালো লাগেনি :(

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৯

পিয়াস ভাই বলেছেন: এই মুভিটা আমার কাছে অসাধারণ লাগছে ।

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: জ্যাকি চ্যান আর জেট লি'র অভিনয়ের প্রতি আমি খুব দুর্বল

৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৮

তামিম ইবনে আমান বলেছেন: মুভিটা মোটামুটি। তবে এটার একটা একশান জটিল লেগেছে আমার কাছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.