নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার

আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার › বিস্তারিত পোস্টঃ

শ্বাস বন্ধঘর(সাভার ট্র্যাজেডি )

২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:০৫

শ্বাস বন্ধঘর(সাভার ট্র্যাজেডি )



আমি আজ কিসের অপেক্ষায় আছি ?

ধ্বংসস্তুপের নিচে প্রতিটি নারীই এখন মৃত ।

লাশকাটা ঘরের কথা নয় এ ,

তবুও প্রতিটি বীমের নিচে লাশের স্তুপ ।

শ্বাস বন্ধ ঘর দীর্ঘক্ষণব্যাপী

তবুও বাহাত্তর ঘণ্টা পরেও নামে প্রাণ পাওয়ার উৎসব ।

কেউ চেনেনা সে নারীকে,

তবুও নামে তাকে উদ্ধার করতে মৃত্যুঘরে ।

লাশ দেখে আসছে কেউ অতি সন্নিকটে ,

চোখের জল শুকিয়ে যাচ্ছে নিজের হাতের ধুলোতে ।

অন্ধকার ক্ষীণ গাঢ় অন্ধকার ,

তবু অক্সিজেনের সিলিন্ডারের শেষ নল এখনও খোঁজে

জীবিত কোন প্রাণ ।

চারদিন হয়ে যায় ,একের পর এক রাত যায় ,

তবুও কেউ একজন হঠাৎ চিৎকার দিয়ে উঠে বাঁচতে ।

এখনও অক্সিজেনের সিলিন্ডারের নল রয়ে গেছে বীমের নিচে ,

যদি এখনও জীবিত কেউ একজন চিৎকার দিয়ে উঠে ।



আমি আজ কিসের অপেক্ষায় আছি ?

লাশের ওপর দাঁড়িয়ে চোখের জল শুকিয়ে যাচ্ছে

নিজের হাতের ধুলোতে

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:২২

পরিবেশ বন্ধু বলেছেন: এ মরম বেদনা সাভারের অগনিত লাছ এর হিম শিতল নিরবতার
আহুত চিৎকার
আকাশে বাতাসে আজ তাই শুধুই ভাসে রোধন হাহাকার
এযে নিয়তি অমনি অজানা গন্তব্য নিরব যাত্রা
শেষ নাই এর অবারিত গমন
হে খোঁদা বারিতায়ালা দাও এদের আত্মায় শান্তি আর শান্তি
মানবেরে দাও দিশা আর যেন না আসে এমন মরণ ।

২| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৪

জাহাঙ্গীর জান বলেছেন: আমরা সবাই মর্মাহত আল্লাহ জীবনে যেনো দ্বিতীয় বার এমন দৃশ্য না দেখান । বাঁচানোর আকুতি জাতি কি ভুলতে পারবে । অনেক সুন্দর পোস্ট দিয়েছেন ভালো থাকবেন ।

৩| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫০

সাউন্ডবক্স বলেছেন: Opekkha...

৪| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫০

আরজু পনি বলেছেন:

তবু্ও অপেক্ষা, আলোর জন্যে :(

৫| ৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২১

মতিলাল বলেছেন: আগের দিন ফাটল দেখা দিলে শত ভাগ লোক আসার কথা নয় । তাই স্বাভাবিক ভাবে বুঝা যাই হরতাল প্রতিরোধ এবং নারী জাগরন বাস্তবায়ন করার জন্যই নারী শ্রমীক জড়ো করা হয়েছিল ।

৬| ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৯

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: :(( :(( :(( :(( :((

৭| ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৫

খাটাস বলেছেন: :( :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.