নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার

আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার › বিস্তারিত পোস্টঃ

মনফড়িং’র কথা

১০ ই মে, ২০১৩ সকাল ১০:৩৫





হয়ত তোমায় আমি দামি ফ্ল্যাট বাসায় রাখতে পারবোনা ,

হয়ত তোমায় মাসের শেষে দামি রেস্তোরায় নিয়ে যেতে পারবোনা,

কিন্তু সত্যি বলছি,

তোমায় আমি অনেক ভালবাসবো ।

বর্ষার প্রথম কদমফুল হাতে দিয়ে তোমায় ভালবাসি বলে

তোমার কাছে আসবো ,

শরতের বিকেলের হাওয়ায় তোমার হাত ধরে সত্যি কাশবনে যাবো ।

আর সত্যি বলছি ,

আগুনঝরা ফাগুনে তোমায় একগুচ্ছ লালগোলাপ এনে দিবো ।

হবেতো তোমার ?

হয়ত আমি অনেক মানুষের ভিড়ে অতি সাধারণ কেউ একজন

হতে পারে আমার কালো কাঁচের কোন এসি গাড়ি নেই ,

তবু বলছি আমি ,

তোমায় নিয়ে বর্ষায় খুব করে ভিজবো ।

আর সত্যি বলছি ,

তোমার হাত ধরে তোমায় খুব ভালবাসবো ।

হবেতো তোমার ?

হয়তো ঘরে ঠাণ্ডা এসির বাতাস এর ব্যবস্থা করতে পারবোনা ,

হয়ত বছরে তোমার জন্যে চারটের বেশি শাড়ি কিনে দিতে পারবোনা ,

কিন্তু সত্যি বলছি আমি ,

তোমার সাথে বিকেলে চায়ের কাপে ভালোবাসার ঝড় তুলবো।

আর সত্যি বলছি তোমায় নিয়ে বন্ধের দিন

ঝাপখোলা রিক্সায় অনেক করে ঘুরবো ।





মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৩ সকাল ১০:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: কবি দারুন রোমান্টিক কবিতা। আপনার তিনি বুঝলেই হয়।

২| ১০ ই মে, ২০১৩ সকাল ১০:৫১

কালোপরী বলেছেন: :)

গতকাল রাতে masterchef USA দেখছিলাম

একটা লোক এমন একটা খাবার রান্না করে এনেছিলেন যেটা সাধারণত শেফরা রান্না করেন বা রেস্টুরেন্টে বিক্রি হয়, যখন তাকে জিজ্ঞেস করা হল এই রান্না শিখেছে কিভাবে? উত্তরে জানাল, আমার wife কে আমার বড় রেস্টুরেন্টে খাওয়ানোর সামর্থ্য নাই, তাই নিজে নিজেই শিখেছি

কোথায় যেন একটা মিল আছে :)

৩| ১০ ই মে, ২০১৩ সকাল ১০:৫৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: আমি এই লেখা অনেক আগে লিখছি , আর আমার তেমন টাকা নাইতো বিয়ে করলে বউরে সান্ত্বনা দিতে হইব । তাই ।

৪| ১১ ই মে, ২০১৩ সকাল ১১:১৭

মামুন০০৫ বলেছেন: khub valo hoice

৫| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:

সুখ পাঠ্য +++

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.