নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার

আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার › বিস্তারিত পোস্টঃ

জ্যামিতি

২৮ শে মে, ২০১৩ রাত ২:৫০

রাতের আকাশের দিকে তাকিয়ে একবার ভাবতে ইচ্ছে করে , কতটা অন্ধকার গলিপথেও আমি আলো হাতড়ে বেড়াই ।



কেন্দ্রীভূত মনের ভেতরটা ছাড়িয়ে দূরে জাগা তারাগুলো দেখি ,ভাবতে থাকি কতটা অসীম এই মহাকাশ আর কতটা আগে সৃষ্টি হয়েছে মহাবিশ্ব ।



পৃথিবীটা মনে হয় সবচেয়ে অদ্ভুত কক্ষপথে, আর তার মাঝে আমরা আছি , এই আছি এই নেই এর খেলা তবুও শুন্য হতে চাইনা আমরা ।



আমার মত আরও কত মানুষ , প্রতিদিন নিজেদের নতুন করে শিখছে ,জীবনের এই কক্ষপথ থেকে ওই কক্ষপথে ঘুরছি একটা হিসেবের খাতা খুলে ।



আমার মতই কেউ হয়ত বিস্ময় হয়ে তাকিয়ে থাকেআকাশে , নিজের অর্থ খুঁজতে হয়ত ব্যস্ত হয়ে পড়ে কেউ নিজের সত্তা নিয়ে ।

মহাবিশ্বের শুন্যতায় দাঁড়িয়ে কোথায় যে আমরা আঁটকে পড়ে যাই ,হয়ত হিসেবের গড়মিলে দিনটাই রাত হয়ে যায় ।



জ্যামিতিক এই মহাবিশ্ব ভ্রমণ করতে করতে কখন যে আমরা কালের কক্ষপথের শেষ সীমায় দাঁড়িয়ে যাই বলতে পারিনা ,

তখন হয়ত অদ্ভুত লাগে বেঁচে থাকার শাব্দিক অর্থ ।

-

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৩ রাত ২:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: জ্যামিতিক এই মহাবিশ্ব ভ্রমণ করতে করতে কখন যে আমরা কালের কক্ষপথের শেষ সীমায় দাঁড়িয়ে যাই বলতে পারিনা ,
তখন হয়ত অদ্ভুত লাগে বেঁচে থাকার শাব্দিক অর্থ ! ++++

২| ২৮ শে মে, ২০১৩ রাত ৩:০৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: এমনটাই মনে হয়

৩| ২৮ শে মে, ২০১৩ সকাল ৮:১০

একজন আরমান বলেছেন:
মহাবিশ্বের শুন্যতায় দাঁড়িয়ে কোথায় যে আমরা আঁটকে পড়ে যাই ,হয়ত হিসেবের গড়মিলে দিনটাই রাত হয়ে যায় ।

দারুন একটা কথা বলেছেন।

৪| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মহাবিশ্বের শুন্যতায় দাঁড়িয়ে কোথায় যে আমরা আঁটকে পড়ে যাই ,হয়ত হিসেবের গড়মিলে দিনটাই রাত হয়ে যায় ।,,,,,,,,,,,,লেখায় মুগ্ধতা,,,,,,,,,,,,

৫| ২৮ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: প্রায় সময় হিসাব মিলাতে পারিনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.