![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder
পৃথিবীর সব উদ্ভ্রান্ত প্রেমিকেরা আজ রাতের আহার করবেনা ,
বাড়ির ছাদের ওপর কিংবা বারান্দার কার্নিশ ধরে
কিংবা পথের মাঝে তারা হাঁটতে থাকবে ।
পৃথিবীর বুকে আসা কোন জোছনাই আজ তাদের কাছে ভালো লাগবেনা ,
বিমুগ্ধ চাওয়ায় তারা আর অপেক্ষায় থাকবেনা
কোন ফোনকলের ।
একটা তারার দিকে তাকিয়ে তারা আর বলবেনা রাতের গল্পের কথা ,
সব কথা থেমে যাবে একটা দাঁড়ি হয়ে ,
কোন কমা থাকবেনা ।
পৃথিবীর সব উদ্ভ্রান্ত প্রেমিকেরা হন্যে হয়ে কবর খুঁড়বে ভালোবাসার ,
বুকের রক্ত দিয়ে লেখা কাব্যগুলো
ঠিকরে বের করবে প্রতি মুহূর্ত ।
পৃথিবীর সব ব্যাখাময় কথার স্রোত আরও বেশি তাতিয়ে উঠবে ,
ভালোবাসার নিউরন আরও বেশি ঝাকিয়ে তুলবে
বুকের ভেতরে।
সব মায়াবী রাত নিম্মজিত হবে ভগ্ন অনুভুতির প্রলয়ে ,
খুব গাঢ় একটা হাহাকার জেগে উঠবে
সব প্রেমিকদের মনে ।
আকাশের ছাদের নিচে বোপিত ভালোবাসা দ্বিধান্বিত হবে ,
তছনছ হয়ে যাওয়া তস্কর প্রেমিকের মনেও
বিষাদের নীল রঙ আঁকা হয়ে যাবে ।
পৃথিবীর সব আবেগের দরজায় আজ মরীচিকা ধরে যাবে ,
কোন উদ্ভ্রান্ত প্রেমিক আর স্থির থাকতে পারবেনা ।
০৬ ই মে, ২০১৪ ভোর ৬:৫০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাই
২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৩
মামুন রশিদ বলেছেন: কবিতা ভাল লাগছে । প্লাস দিছি ।
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ আপনাদের
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর।
ভাল লাগা রেখে গেলাম।
৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ
৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩২
স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার !
৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাই পড়ার জন্যে । ভালো থাকবেন ।
৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: সুন্দর!!!
১৩ ই মে, ২০১৪ রাত ২:১৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন:
৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৫
একজন আরমান বলেছেন:
সুন্দর কাব্য।
অস্থির শিরোনাম !
১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ সবাইকে
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১০
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: খাইছে! পুরাই ডুমস ডে বানায়া দিছেন!!
লেখা ভালো লাগলো!!! প্লাস বাটনটা কাজ করছেনা! তাই কমেন্টেই প্লাস দিলাম ++++++