নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার

আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার › বিস্তারিত পোস্টঃ

মায়া

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৫



আমি দূর থেকে তারা হয়ে দেখবো

এ অবাক পৃথিবী,

রাত নামে যেখানে গভীর নিঃশব্দে

অবাক বিস্ময়তার ঘোরে ।



আমি দূর থেকে দেখবো তোমায়

গভীর আবেগীমনে,

ভালোবাসা যেখানে আসে তোমার হাত ধরে

আমার ঠোঁট ছুঁতে ।



আমি দূর হতে দেখবো

সেই বৃষ্টিস্নাত বর্ষার সন্ধ্যাক্ষণ ,

হিমেল হাওয়ার পরশ বুলিয়ে দেয় যা

আমার সমস্ত শরীরে ।



আমি দূর থেকে দেখবো তোমায়

প্রণয়ের গাঢ় চোখে ,

তোমার চোখ যেখানে কথা কয় গভীর আবেগে

আমায় কাছে আসবার জন্যে ।



আমি দূর থেকে চেয়ে রবো

তোমার কেউ হতে ,

তুমি যেখানে আমায় ঘিরে রাখবে

তোমার মায়াবী আবেশের মোহে ।



আমি দূর হতে তোমায়

ভালোবেসে যাবো ,

অবাক করা কোন জোছনারাতে

জলের স্রোত হয়ে ।



আমি দূর হতে ভাসবো

আকাশের মেঘ হয়ে ,

যদি কখনও তোমার ভিজতে মন চায়

তবে বৃষ্টি হবো ।



আমি দূর হতে জেগে রবো

সমুদ্র হয়ে ,

কখনও যদি তোমার বেলাভূমিতে আসতে মন চায়

তবে এসো তুমি ।



আমি দূর হতে তোমার

স্পর্শ খুঁজবো ,

তুমি ভালোবাসি বললেই

তোমায় স্পর্শ করবো ।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৫

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ সুন্দর কবিতা , শুভকামনা থাকল +

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন ।

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো !

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৬

স্নিগ্ধ শোভন বলেছেন:
দারুণ !!!!

++++

৫| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:২০

অপর্ণা মম্ময় বলেছেন: আশাবাদী কবিতা, পড়তে ভালো লাগলো।
প্রণয়ের গাঢ় চোখে পৃথিবী সুন্দর হয়ে ধরা দিক ।

শুভকামনা রইলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.