নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার

আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার › বিস্তারিত পোস্টঃ

পুরনো প্রেম-কেউ একজন ছিল অপেক্ষায়

১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২৫



কেউ একজন ছিল অপেক্ষায় শহরের উজ্জ্বলতম আলোর নিচে ,

বাঁধভেঙে যাওয়া জোছনালোকেও থামেনি সে অপেক্ষা ।

কেউ একজন ছুটেছিল এক মায়াবী হরিণীর পিছনে ,

থামেনি সেই ছুটা অদৃশ্য মায়াবী মোহের প্রেমে পড়ে ।

শহরের সবচেয়ে প্রাচীনতম কৃষ্ণচূড়াবৃক্ষে

এখনও কারও অপেক্ষায় ফুল ফুটে ,

এখনও কেউ একজন দেখে বিমোহিত হয়

পুরনো প্রেমের কথা মনে করে ।

এখনও অদৃশ্য হয়ে যায় সময়টা কেমন করে কোন বলয়ের স্রোতে ,

তবু নিয়ম করে চশমাটা পরা হয় কাঁচগুলো মুছতে মুছতে ।

এখনও ঘামঝরা রোদ্দুর হেসে যায় উঠোনে এসে,

তবু কেউ একজন পেয়ালায় চা নিয়ে চুমুক দিতে ভুলে যায়না ।

শহরের অনুজ্জ্বলতম সময়ের ভিড়ে

এখনও কেউ একজন জ্বলে উঠে স্বপ্ন দেখতে ,

এখনও ভালোবাসার জন্যে হাত বাড়ায় কেউ

অবাধ্য প্রেমিকের বেশে ।

ভালোবাসা এখনও কাঠরোদে পুড়ে বেড়ে উঠে প্রতিদিন,

এখনও একটা হাসির জন্যে সবকিছু তছনছ করতে পারে ।

একটা মায়াবী হরিণীমুখ এখনও মনে পড়ে গোপনে

এখনও এক অবাধ্য ভালোবাসার স্রোত বয়ে যায় বুকে ।

এখনও পুরনো প্রেম জেগে উঠে মনে ,

যেমন আমাবস্যা রাতে ব্যথা জাগে খুব বুকের কোঠরে ।

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০৪

স্নিগ্ধ শোভন বলেছেন:




শহরের সবচেয়ে প্রাচীনতম কৃষ্ণচূড়াবৃক্ষে
এখনও কারও অপেক্ষায় ফুল ফুটে ,
এখনও কেউ একজন দেখে বিমোহিত হয়
পুরনো প্রেমের কথা মনে করে ।


দুর্দান্ত কবিতা!!!

অনেক অনেক ভাললাগা।
+++++

২| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাই

৩| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:১২

ধূর্ত উঁই বলেছেন: কেউ একজন ছিল অপেক্ষায় শহরের উজ্জ্বলতম আলোর নিচে ,
বাঁধভেঙে যাওয়া জোছনালোকেও থামেনি সে অপেক্ষা ।

সুন্দর +

১৯ শে মে, ২০১৪ রাত ১:৩৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ

৪| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩৮

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:

ভালোবাসা এখনও কাঠরোদে পুড়ে বেড়ে উঠে প্রতিদিন,
এখনও একটা হাসির জন্যে সবকিছু তছনছ করতে পারে ।


_________কত সুন্দর করে লিখলেন!!


++++++

২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা

৫| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৪

এহসান সাবির বলেছেন: চমৎকার লিখেছেন।
+++++

২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা

৬| ১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ভালোবাসা এখনও কাঠরোদে পুড়ে বেড়ে উঠে প্রতিদিন,
এখনও একটা হাসির জন্যে সবকিছু তছনছ করতে পারে ।
একটা মায়াবী হরিণীমুখ এখনও মনে পড়ে গোপনে
এখনও এক অবাধ্য ভালোবাসার স্রোত বয়ে যায় বুকে!


চমৎকার লিখেছেন! অনেক, অনেক ভালো লাগা!

৭| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ

৮| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০২

মি.সিম্পলম্যান বলেছেন: "যেখানে কোথাও কেউ নেই" এই লেখাটা কই ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.