![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder
আমার আকাশভরা তারা দেখতে
ভীষণ ইচ্ছে করে ,
তোমার দক্ষিণা জানালার দাঁড়ঘেঁষা রাস্তায়
দাঁড়িয়ে থাকতে খুব মন চায় ।
কিন্তু আমি জানি,
তোমার হাতটা ধরা আমার মানা ,
তোমায় নিয়ে ভাবাও আমার মানা ।
তোমায় দেখে মনে হয় তুমি অনেক কাছের কেউ ,
কিন্তু কাছে গিয়ে বুঝতে পারি
অনেক দূরের কেউ তুমি ।
তুমি ঘুম হারানো একটা বালকের
স্বপ্নে আঁকা পরী ,
তুমি ঘাসের ডগায় সদ্য পরা
শিশির কণার অনুভূতি ।
একটা বালকের জন্ম নেয়া
নতুন কবিতার প্রেরণা তুমি ,
তুমি অদ্ভুত ভালো লাগা এক স্নিগ্ধতা ,
প্রথম প্রেমের নারী ।
২| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: আপনার সাথে আমার ফেসবুকে এড আছে , মনে হয় ওইখানে
৩| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৩৪
স্নিগ্ধ শোভন বলেছেন: সুন্দর কবিতা, বেশ রোমান্টিক!!
+++++
০৬ ই মে, ২০১৪ ভোর ৬:৫২
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ
৪| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৪
অদৃশ্য বলেছেন:
আহা প্রথম প্রেম... আহা প্রথম প্রিয়তমা...
লিখাটি চমৎকার হয়েছে... আমার খুবই ভালো লাগলো... সময়করে আসবো আপনার লিখাগুলো পড়তে...
শুভকামনা...
১৯ শে মে, ২০১৪ রাত ১:০৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ
৫| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
২১ শে মে, ২০১৪ রাত ১:১০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ
৬| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর কবিতা।
৭| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাইয়ারা
৮| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৮
মায়াবী ছায়া বলেছেন: বাহ্ .... খুব সুন্দর ।।
৯| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো লাগল লেখাট! এর আগেও কি এইরকম একটা লেখা পড়েছিলাম নাকি আপনার?? ঠিক মনে পড়েছে না।