নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার

আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার › বিস্তারিত পোস্টঃ

বসন্ত কিংবা সোয়ালোজ পাখি মন ..........................

২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৪

আমি আবার ভাববো বলে ছুটতে চাই তার পিছু ,

যান্ত্রিক কোলাহলের মাঝেও আঁকতে চাই তার ছবি ।

আবার হারাবো বলে আমি কবিতার বাস চাই গল্পের ভিড়ে ,

কোন পড়ন্ত বিকেলে খুঁজতে চাই নিজেকে

রৌদ্রের মাঝে ।



আমি আবার খুঁজবো তাকে তাই ভালোবাসার ঘোরে থাকি ,

বৃষ্টি হই আমি তাই কাব্যকথার ঝড়ে ।

আবার হন্যে হয়ে ছুটবো তাই এখনও জীবন আঁকি

ধুসর সময়ের মাঝে স্পর্শতর রেখাচিত্রের

কষ্টের ভিড়ে ।



আমি আবার তাকে চাইবো এ দু’চোখের আবেগে ,

তাই দৃষ্টি মেলে রই ভালোবাসার চোখে ,

জানি সে অধরা , তবু সে বুক চিরে রবে এই

প্রেমিকের বুকে ।



আবার ঘুম হারানো স্বপ্নরা ছুটবে জীবনের খোঁজে

তাই এখনও একটা হাসিমুখের দাবানলের অপেক্ষায়

কাটিয়ে দেই নিজেকে।

এখনও চৈতালি কিংবা শরতের বিকেলে

জীবনের পথের অপেক্ষায় থেকে যাই ।



আবার কোন বসন্ত কিংবা সোয়ালোজ পাখি

আসবে এই শহরে ,

তাই একটা প্রেম এখনও বেঁচে থাকে ।

এখনও একজোড়া দৃষ্টি অপেক্ষায় জেগে থাকে

প্রেমিকার হাতের নরম স্পর্শ পেতে ।



আবারও এ শহরের লেকগুলোর ধারে

ভালোবাসার বিচরণ হবে ,

তাই বিকেলটায় অদ্ভুত আলোর খেলা জমে উঠে

লেকের জলে ।



আমি আবার ভালোবাসা বুকে নিয়ে হাঁটবো ,

প্রশস্ত বুকের কাঁধে থাকবে তার মাথা ।

তাই এখনও বসন্ত কিংবা

সোয়ালোজ পাখির মনের অপেক্ষায়

কাটিয়ে দেই নিজেকে ।





মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৭

মামুন রশিদ বলেছেন: সুন্দর! ভালো লেগেছে ।

১৯ শে মে, ২০১৪ রাত ১২:৩০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ :)

২| ২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:২০

অদৃশ্য বলেছেন:





চমৎকার লিখা


শুভকামনা...

১৯ শে মে, ২০১৪ রাত ১২:৩৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ

৩| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
বেশ ভাল লাগল
+++++

১৯ শে মে, ২০১৪ রাত ১২:৫৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ

৪| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:





আবার কোন বসন্ত কিংবা সোয়ালোজ পাখি
আসবে এই শহরে ,
তাই একটা প্রেম এখনও বেঁচে থাকে ।
এখনও একজোড়া দৃষ্টি অপেক্ষায় জেগে থাকে
প্রেমিকার হাতের নরম স্পর্শ পেতে ।




দারুণ

২০ শে মে, ২০১৪ বিকাল ৫:০০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাই ।

৫| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৪

মুশাসি বলেছেন: ভালো লেগেছে+++

২০ শে মে, ২০১৪ বিকাল ৫:০১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাই ।

৬| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: আবারও এ শহরের লেকগুলোর ধারে
ভালোবাসার বিচরণ হবে ,
তাই বিকেলটায় অদ্ভুত আলোর খেলা জমে উঠে
লেকের জলে ।

সুন্দর। ভাল হয়েছে। :)

২০ শে মে, ২০১৪ রাত ৮:১১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ

৭| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৭

ৎঁৎঁৎঁ বলেছেন: তাই এখনও বসন্ত কিংবা
সোয়ালোজ পাখির মনের অপেক্ষায়
কাটিয়ে দেই নিজেকে


- ভালোবাসার জন্য অপেক্ষা! চমৎকার লাগলো! অনেক ভালো লাগা!

২০ শে মে, ২০১৪ রাত ৮:৫৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ

৮| ২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর !

২০ শে মে, ২০১৪ রাত ৮:৫৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ

৯| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০০

ইমরাজ কবির মুন বলেছেন:
ভাল লাগলো ॥

২০ শে মে, ২০১৪ রাত ৯:১০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ

১০| ২৫ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৪

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

২০ শে মে, ২০১৪ রাত ৯:২৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ

১১| ২০ শে মে, ২০১৪ রাত ৮:৪৫

বোকামানুষ বলেছেন: ভাল লাগছে :)

২০ শে মে, ২০১৪ রাত ১০:৩০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.