![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder
কেউ একজন ধরেছিল আমার হাত
আমি তার হাত ধরে রাখতে পারিনি ,
কেন আকাশের সব মেঘ বৃষ্টি হয়না
আমি তা এখনও বুঝতে পারিনি ।
কোন সুন্দরতম রাত এখন আর অপেক্ষায় থাকেনা আমার ,
কোন নিয়ন আলোর রাতে শহরে ভেজা হয়না
জোছনার আলোয় ,
তবু আমি জেগে থাকি,
নিজের চোখে দেখি হাতড়ে বেড়ানো হারানো সুখ ।
আমি হাসতে শিখি অসীম শুন্যতার মাঝেও
যে মুখ দেখে,
সেও কাঁদিয়ে চলে যায় শুন্যতায় ;
তবুও আমি বেঁচে থাকি
অসীম শুন্যতার মাঝে আরও শুন্য হতে ।
এরপরও সময় যায়
একটা পিনপতন নীরবতাও অনেক লাগে বুকে ,
তবুও আমি জেগে থাকি –
যেখানে কোথাও কেউ নেই ।
২| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২৭
এহসান সাবির বলেছেন: খুব ভালো লাগল।
৩| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: পাঠের জন্যে ধন্যবাদ , ভালো থাকবেন
৪| ২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৬
আজ আমি কোথাও যাবো না বলেছেন: বাহ! দারুণ!
+
৫| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৪
অদৃশ্য বলেছেন:
চমৎকার হয়েছে লিখাটি...
শুভকামনা...
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১৫
একজন আরমান বলেছেন:
শেষটা বেশি ভালো লেগেছে।