নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার

আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতার বিয়াল্লিশ বছর পরে

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৯



স্বাধীনতার বিয়াল্লিশ বছর পার হয়ে গেছে

এখনও একটা রুটির জন্যে হন্যে হয়ে ঘুরে

ভিখারির দল, ছত্রাকে মোড়ানো

বাসি খাবার খায় ।

এখনও একপাশে বিলাসবহুল বাড়ি

অন্যপাশে হাহাকার ঘুরে ,

তবুও তোমাদের ক্ষমতা নিয়ে

কামড়াকামড়ি থামেনা ।



তোমরা কি দেখোনা

দিনমজুর মানুষের দল

কাজের অভাবে না খাওয়াতে পেরে

কান্না মুখ দেখে সন্তানের ।

তোমাদের কি

তোমাদের সন্তানের মুখ মনে পড়েনা ?

কিভাবে পারো পুড়াতে

এত মানুষের স্বপ্নকে ।



অনেকদিন হয়েছে

এসি গাড়ি থেকে নেমে

রাজপথের কান্নার উৎসব

তোমরা দেখোনি ।

অনেকদিন হয়েছে

সূর্যের খরা উত্তাপ রোদ

তোমাদের গায়ে পরেনি ,

গায়ে লাগেনি দুবলার চরের

হাভাতে মানুষের চিৎকার ।



অনেক হয়েছে বঙ্গজননীরা

ক্ষ্রান্ত দেও এবার ।



চাষারা দারুণ কষ্টে আছে

ফসল নষ্ট হচ্ছে জমিতে ,

পকেটে টাকা নাই মানুষের

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপ ।



অনেক হয়েছে

বেয়াল্লিশ বছর পার হয়ে গেছে ,

দেশটাকে আর কষ্ট দিয়োনা-

দেশটা আমাদের মা ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০২

পাঠক১৯৭১ বলেছেন: ভাবনাটুকু ভালো লেগেছে।

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: কষ্টে আছি , এবং বিরক্ত হয়ে গেছি ।

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৩

বাক স্বাধীনতা বলেছেন: এটাই ছিল?

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৪

মামুন রশিদ বলেছেন: দেশটাকে আর কষ্ট দিয়োনা-
দেশটা আমাদের মা ।

এই বোধটা সবার মাঝে জাগ্রত হোক ।

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৮

অদৃশ্য বলেছেন:






কারা বঙ্গজননী?

তারা হলেন বঙ্গসম্রাজ্ঞী ... দেশের জনতা তাদের কাছে শ্রমিক, চাকরবাকর, কুলি, ধোপা, ঝাড়ুদার ছাড়া আর কিছুই নয়...

আর হ্যাঁ, আমরাও আসলেও তা-ই...


লিখাটি ভালো লেগেছে খুব...
শুভকামনা...

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৮

হাসান মাহবুব বলেছেন: ভালোই হয়েছে তবে কয়েকটা বানান ভুল। শিরোনামেই তো, বেয়াল্লিশ না, বিয়াল্লিশ।

৭| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভুল ধরিয়ে দেয়ার জন্যে ধন্যবাদ হাসান ভাই :)

৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
শিরোনামে বানান ঠিক করেন। কেমন বেহাপ্পা লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.