![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder
শৈত্য গড়িয়ে এসেছে পৃথিবীতে
সূর্যটাকে ধূসর হাসি দিয়ে,
সবুজটা হয়ে গেছে হলদে
পাতাদের সাথে কথা বলে ।
অবলীলায় খোলা বায়ু
ঘর বেঁধেছে শুকনো মরুভুমিতে ,
বিষন্ন দুপুর কড়া নাড়ছে
শেষ বেঁচে থাকা কাঠের দরজায় ।
ফ্যাকাসে আকাশ হাসি দিয়ে যায়
বিষন্ন মমতায় ,
মেঘবালিকা উড়ে যায় একা
হেমন্তকে বিদায় জানিয়ে এ অবেলায়।
শিশির জমেছে মনের আস্তিনে
শুকনো একটা পাপড়ির মন গলাতে ,
হৃদপিণ্ডে চুমায়ে গেছে একটা মন
একটা মনের খোঁজে ।
মর্মর হয়ে গেছে যে পাতাদের শব্দ
একটা শীতের পাখির আওয়াজে ,
সেখানে বিষন্নতা ভর করেছে
একটা ভোরের খোঁজে ।
বিশাল বালুকাভূমিতে একটা গাংচিল
শীতল ধ্বংসস্তুপে উড়ছে ,
আর ফেরারি হয়ে বুড়ো হচ্ছে
একটা সমগ্র জীবন ।
১৩ ই মে, ২০১৪ দুপুর ১২:০৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ
২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৫
উদাস কিশোর বলেছেন: শীতল ধংসস্তুপ এ কিছু কি খুজে বেড়াচ্ছেন কবি ?
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪২
নাজমুল হাসান মজুমদার বলেছেন: জীবনের পুরো সময়টাইতো চলে খোঁজায় ভাই
৪| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৭
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কবিতা ভালো হয়েছে।
বিশাল বালুকাভূমিতে একটা গাংচিল
শীতল ধ্বংসস্তুপে উড়ছে ,
আর ফেরারি হয়ে বুড়ো হচ্ছে
একটা সমগ্র জীবন ।
শুভেচ্ছা রইল।
৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা আপনাকেও । কবিতা পাঠ করায় ।
৬| ১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৬
লাবনী আক্তার বলেছেন: বিরহময় শীতের কবিতায় ভালো লাগা রইল।
১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ
৭| ১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৬
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাই পাঠ করায় ।
৮| ২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৬
আরজু পনি বলেছেন:
পড়তে ভালো লাগছিল ।
৯| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:০০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ আপু
১০| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার লিখেছেন ।
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩০
অরুদ্ধ সকাল বলেছেন: কোথায় যেন একটা বিরহ
অনেক ধন্যবাদ
নাজমুল ভ্রাতা
শুভেচ্ছা র ই ল