![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder
===রসায়ন প্রেম ===
আমি ভালোবাসার জীবন বেছে নিয়েছিলাম,
তোমাকে ভালোবাসার জন্যে প্রেমের সূত্রাবলি শিখেছিলাম ,
তোমাকে ভালোবাসতে গিয়ে উচ্চতর রসায়নের
প্রতিটা প্যারায় মন দিয়েছিলাম
শীতটাকে তুচ্ছ করে রসায়নের ব্যাচে ভর্তি হয়েছিলাম ।
তোমার চোখের কোণে শিশির কণার অর্থ বুঝতে
আমি উত্তাপ ছড়িয়েছিলাম আমার বুকে,
অবোধ প্রেমের মোহে ছুটেছিলাম তোমার পিছু
হাতে গুঁজেছিলাম আমার ভালোবাসার উষ্ণওম ।
চোখের তারায় দেখেছিলাম তোমার উচ্ছল আবেগের ঢেউ
তোমার এক চিলতে হাসির জন্যে তছনছ করেছিলাম আমি সময়,
চোখের মাঝে তোমার ভালোবাসা আঁকা ছিল
তার জন্যে আমি হন্যে হয়ে থেকেছি অযুত দিনের সময় ।
শিরায় শিরায় ডাক এসেছে তোমার জন্যে হৃদয় নিংড়ে
আমি একটা যুগল আবেশের জন্যে অপেক্ষায় কাটিয়ে দিয়েছি কত,
তোমাকে পাওয়ার জন্যে হৃদয়ের মমে কষ্টটাকে উচ্ছন্নে পাঠিয়েছি
গোলাপের পাপড়ির ডানায় ভর করা ভালোবাসা খুঁজেছি ।
আমি আনন্দলোহিত জীবনের খোঁজ খুঁজেছি তোমার মাঝে
সাদা বনফুলের মাঝে জীবনের রৈখিকতা এঁকেছি ,
শুধু একখণ্ড অবসর সময়ে তোমার পাশে হাঁটতে চাই বলে
জীবনে এতটা উচ্চতর রসায়ন আমি শিখেছি ।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪২
স্বপ্নবাজ অভি বলেছেন: সুপাঠ্য !
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: পড়ার জন্যে ধন্যবাদ অভি ভাই
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: আমি একটা যুগল আবেশের জন্যে অপেক্ষায় কাটিয়ে দিয়েছি কত,
তোমাকে পাওয়ার জন্যে হৃদয়ের মমে কষ্টটাকে উচ্ছন্নে পাঠিয়েছি
গোলাপের পাপড়ির ডানায় ভর করা ভালোবাসা খুঁজেছি ।
সুন্দর
৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: সেলিম ভাই শুভেচ্ছা রইল
৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৯
সকাল রয় বলেছেন:
রসায়নের ব্যাচে ভর্তি হয়েছিলাম ।
এই লাইনটা যদি একটু বদলে লেখা যায় একটু দেখবেন। জ্ঞান দিলাম বলে আবার মাইন্ড করবেন না যেন।
৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: সকাল ভাই মাইন্ড করি নাই । অনেক শুভেচ্ছা রইল আপনার প্রতি । কি দেয়া একটু সাজেস্ট করেন ।
৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৪
অদৃশ্য বলেছেন:
লিখাটি খুব ভালোলাগলো আমার... আরও পড়া হবে
নাজমুল ভাইয়ের জন্য
শুভকামনা...
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা হাসান ভাই
৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:১৮
হাসান মাহবুব বলেছেন: ভালো লেগেছে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা হাসান ভাই
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০২
মুদ্দাকির বলেছেন:
আপনার রসায়ন প্রেম পড়লাম আপনি প্রেমের রসায়ন পড়তে পারেন