নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার

আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার › বিস্তারিত পোস্টঃ

===মধ্যরাতের ভবঘুরে====

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৪





===মধ্যরাতের ভবঘুরে====



নীল ফানুস হয়ে গেছে দুঃখ সারথি

মগজের ভিতরে করে নিয়েছে আপন বসবাস,

জং ধরা সভ্যতায়

আলো এখন এক আকাশ দূরে ।

শিশির ধুয়ে গেছে যে বিষাদের ছায়া

তাতে জীবনের আলো মাখামাখির অপেক্ষায় ,

একটা ছায়া একটা শব্দ

এলোপাতাড়িভাবে রাজপথে ঘুরপাক খায় ।



বুকের মাঝে বিষাদের ছায়া

জেগে উঠে মধ্যরাতে ভবঘুরে বেশে ,

সোজা রাস্তার ফুটপাথ ধরে ছায়া পড়ে

দূরের ল্যাম্পপোস্টের ।

আজন্ম অভিলাষ নিয়ে

যে নিঃশ্বাস বেড়ে উঠেছে এ শহরের বিষাক্ত ধোঁয়ায় ,

সেখানে মিলিয়ে গেছে প্রতিদিন

অসংখ্য নিঃসঙ্গ মনচারী ।



প্রতিদিন ব্যস্ত অভিনেতার বেশে

আমাদের দুরন্ত জীবনের সিথান ছুটে চলে ,

সেখানে দূরের নিয়ন আলো জাঁকজমক

সব এক সংস্পর্শের মিছিল ।

খোলা বুকপকেটের হাওয়ায়

তবুও যে ভালোবাসা অবশিষ্ট রয়ে যায়

তাতেই ভর করে উঠে

মধ্যরাতের নিঃসঙ্গ ভবঘুরে মন ।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৬

শাহজাহান মুনির বলেছেন: সুন্দর ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চরম সুন্দর ,,,,,,,,,,,ভাল লাগা রইল কবিতায়

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: অসংখ্য ধন্যবাদ

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৮

অদৃশ্য বলেছেন:





চমৎকার সুন্দর...


শুভকামনা...

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৫

বৃতি বলেছেন: ভাল লাগল বেশ। শিরোনাম দু'বার এসেছে।

০৯ ই মে, ২০১৪ বিকাল ৫:০৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫১

নিশাত তাসনিম বলেছেন: প্রতিদিন ব্যস্ত অভিনেতার বেশে
আমাদের দুরন্ত জীবনের সিথান ছুটে চলে ,
সেখানে দূরের নিয়ন আলো জাঁকজমক
সব এক সংস্পর্শের মিছিল ।
খোলা বুকপকেটের হাওয়ায়
তবুও যে ভালোবাসা অবশিষ্ট রয়ে যায়
তাতেই ভর করে উঠে
মধ্যরাতের নিঃসঙ্গ ভবঘুরে মন ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: পড়ার জন্যে অসংখ্য ধন্যবাদ ।

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: খোলা বুকপকেটের হাওয়ায়
তবুও যে ভালোবাসা অবশিষ্ট রয়ে যায়
তাতেই ভর করে উঠে
মধ্যরাতের নিঃসঙ্গ ভবঘুরে মন ।
সুন্দর +

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: পড়ার জন্যে অসংখ্য ধন্যবাদ ,শুভেচ্ছা :)

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: তবুও যে ভালোবাসা অবশিষ্ট রয়ে যায়
ভাল লেগেছে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: পড়ার জন্যে অসংখ্য ধন্যবাদ ।

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো !

০৩ রা মে, ২০১৪ রাত ৯:৫৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাই

৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২০

অনুপম অনুষঙ্গ বলেছেন: ভালো

০৬ ই মে, ২০১৪ সকাল ৭:১৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৭

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

০৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.