নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার

আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার › বিস্তারিত পোস্টঃ

আশ্চর্য কীট

১১ ই মার্চ, ২০১৪ রাত ৯:৩৩





শেকড়ের ছায়া বেয়ে

আশ্চর্য অন্ধকার আপন হয়েছে এ শহরে ,

জীবাত্নদের রক্তস্রোত ধেয়ে আসছে

প্রেমিকার হাতের স্পর্শ মুড়ে ।

শব্দরা ঘর বেঁধেছে

সোডিয়াম আলোর নিচে

মরণের বিষাদী গান মুছে ফেলতে

সংজ্ঞাহীন ভালোবাসায় ।

নিঃশব্দে চিৎকার দিয়ে যায়

সভ্যতার ঊষালগ্ন,

অনভ্যস্ত জোছনারা খোঁজে

প্রেমিকার হাতের স্পর্শ ।

আঁধার ধাপিয়ে যায়

মানুষের জৈবিক আস্তরণ ,

জাগতিক বিষাদ মুছে ফেলার

এক স্পষ্টতর আলোক নৃত্য চলে ।

আশ্চর্যবোধ দেয়ালে ঠোকা মারে

বিষাক্ত গোলাপের গন্ধ মেখে ,

তবুও কৈশোরের প্রেম

স্মৃতিশুন্য হয়ে ঘুমিয়ে পড়েনা ।

ভ্রান্ত বিলাসী পাখির ঝাঁকে

এখনও জীবনটা আঁকতে বসে পড়তে পারিনি ,

পুষ্প ঘ্রাণের প্রলয় প্রণয়

এখনও আমায় ভালোবাসার কীট বানিয়ে রেখেছে ।



মন্তব্য ৩২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৬

মামুন রশিদ বলেছেন: সুন্দর লিখেছেন ।

১২ ই মার্চ, ২০১৪ রাত ১২:০০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাইয়া পড়ার জন্যে

২| ১১ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৫

এম এ কাশেম বলেছেন: পুষ্প ঘ্রাণের প্রলয় প্রণয়
এখনও আমায় ভালোবাসার কীট বানিয়ে রেখেছে ।

মন্দ কি?

১২ ই মার্চ, ২০১৪ রাত ১২:০০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: :)

৩| ১২ ই মার্চ, ২০১৪ রাত ১:২৪

সানড্যান্স বলেছেন: সত্যি বলছি, কবিতাটা ভাল লেগেছে আমার!

১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাইয়া সানড্যান্স :)

৪| ১২ ই মার্চ, ২০১৪ সকাল ৯:০৫

অদৃশ্য বলেছেন:





চমৎকার হয়েছে...


শুভকামনা...

০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ অদৃশ্য ভাই , ভালো থাকবেন । শুভেচ্ছা । ।

৫| ১২ ই মার্চ, ২০১৪ সকাল ১০:০৫

আমিনুর রহমান বলেছেন:





পাঠে ভালো লাগা +++

১৪ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাই :)

৬| ১২ ই মার্চ, ২০১৪ সকাল ১০:১২

বৃষ্টিধারা বলেছেন: চমৎকার....

১৩ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ :)

৭| ১২ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: সত্যি আশ্চর্য কীট।

১৪ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ।

৮| ১২ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩১

আকিল মোস্তফা বলেছেন: সুন্দর.।.।.।.।.।

১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাই ।

৯| ১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৩২

সুমন কর বলেছেন: চমৎকার !!

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১১:১১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাই ।

১০| ১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৪০

স্নিগ্ধ শোভন বলেছেন: পাঠে মুগ্ধ++++++

১৩ ই মার্চ, ২০১৪ রাত ২:২৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাই পড়ার জন্যে :)

১১| ১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো

১৩ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাইয়া

১২| ১২ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: আমার লাষ্ট তিনটা কবিতার কথা খুব করে মনে পড়ছে আপনার এই লিখাটা পড়ার পরে !

২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৫০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: :)

১৩| ১২ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪৪

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

১৩ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

১৪| ১২ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৬

মোঃ ইসহাক খান বলেছেন: প্রেমময় হোক জীবন।

১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: :)

১৫| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ২:১৪

মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: ভালো লাগলো

১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাই । :)

১৬| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ৩:৫৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: ভালোবাসা আর বাস্তবতাকে দারুণ ভাবে মিশিয়ে দিয়েছেন পুরো কবিতা জুড়ে, যার কোনটাই আমরা অস্বীকার করতে যেমন পারি না, আবার গ্রহণেও আছে নানা প্রতিবন্ধকতা। তারপরও আমাদের জীবন এগিয়ে যায়, জীবনের নিয়মে।
ভালো একটা কবিতা পড়লাম। আসলেই ভালো লিখেছেন। শব্দ চয়নে এবং পঙক্তি নির্মাণে যথেষ্ট আধুনিকতা দেখিয়েছেন। অনেক ধন্যবাদ নাজমুল হাসান।

১৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.