![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder
শব্দদের একাকীত্ব ঘুচে গিয়েছিল
নির্জন রাতে মেঘের মন্থনে ,
বাতাসের অবিন্যস্ত কোলাহলে
ঘর ছেড়ে বেড়িয়েছিল অবাধ্য প্রেম ।
বহুবার বাতাস কানে কান দিয়ে বলেছিল
মেঘের ভাঁজপত্রে বৃষ্টি জমে আছে,
তবুও অবাধ্য প্রেম মায়াময় কিন্নরের ডাকে
ঘর ছেড়েছিল রাতের নির্জনে ।
ঈশান নৈঋত সবদিকেই মনভোলানো পাগলামো
স্বপ্নময় প্রেম ছিল ,
তবু এক দেবলোকের প্রেমের মোহে
ঘর ছেড়েছিল মেয়েটি ।
শরতের আবডালে শিশির জমেনি
আদ্র আদ্র চোখে মেয়েটি নিরুদ্দেশ হল ,
শহর চিনে নেয়নি জানেনি তাকে
সেই দেবলোক আসেনি হাত ধরতে ।
শহরের ব্যস্ততা নির্জনতা
কখনও জানেনি বুঝেনি তাকে ,
শুধু একটা নির্জন রাত
মেয়েটিকে হারিয়ে দিয়েছিল প্রেমের মোহে ।
বাতাসের নিশ্চুপ প্রেমের ঝড়
এখনও এ শহরজুড়ে বহে যায় গোপনে ,
এখনও অনেক প্রেমিকাই পথ ভুল করে
প্রেমের মোহে নিরুদ্দেশ হতে ভালোবাসে ।
০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ হাসান ভাই, ঠিক করে দিয়েছি
২| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
অনেক ভাললাগল।
০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ শোভন ভাই
৩| ০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৭
লাবনী আক্তার বলেছেন: সুন্দর কবিতা। ভালো লাগল।
০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ আপু ।
৪| ০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৮
ৎঁৎঁৎঁ বলেছেন: এখনও অনেক প্রেমিকাই পথ ভুল করে
প্রেমের মোহে নিরুদ্দেশ হতে ভালোবাসে ।
সুন্দর হইসে কবিতা! ভালো লাগা রইলো!
০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাই ।
৫| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৯
বিদ্রোহী বাঙালি বলেছেন: শহর চিনে নেয়নি জানেনি তাকে
সেই দেবলোক আসেনি হাত ধরতে ।
এমন হাজার হাজার দৃষ্টান্ত তুলে ধরা হলেও লাভ হয় না। প্রেমের ঝড় যখন হৃদয়ে বয়ে, তাকে সামলে রাখা দায় হয়। তাই আপনি যথার্থই বলেছেন,
এখনও অনেক প্রেমিকাই পথ ভুল করে
প্রেমের মোহে নিরুদ্দেশ হতে ভালোবাসে ।
প্রেম বা ভালোবাসা এক ব্যাপার আর আবেগ বা মোহ ভিন্ন ব্যাপার। আমরা অনেক সময় আবেগ তাড়িত হয়েই অনেক কিছু করে ফেলি কিন্তু প্রেমের বৈশিষ্ট্যে দেখা যায় সেটার কোন স্থান নাই। তাই সবার উচিৎ ভালোবাসা বা প্রেমকে উপলব্ধি করে এগিয়ে যাওয়া। না হয় যার জন্য ঘর ছাড়া হবে, তাকেই পাওয়া হবে না।
কবিতা ভালো লাগলো নাজমুল হাসান মজুমদার।
০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১:২০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালোবাসা বড়ই অদ্ভুত ভাই
৬| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:১৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কবিতাটা বেশ উপভোগ করলাম! সুন্দর!
০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:১০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ পড়ার জন্যে কাল্পনিক ভাই
৭| ০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৬
অদৃশ্য বলেছেন:
চমৎকার হয়েছে...
শুভকামনা...
০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাই ।
৮| ০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৫
প্রিয় সবুজ বলেছেন: বেস ভালো লাগলো আপনার কবিতা।
০৫ ই মে, ২০১৪ রাত ১২:৪৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১০:১০
হাসান মাহবুব বলেছেন: রোমান্থন না হবে রোমন্থন। কবিতা ভালো হৈসে।