নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার

আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার › বিস্তারিত পোস্টঃ

ক্যামেলিয়ার চিঠি

০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:০২







তোমাকে দেখা হয়নি হাত ছুঁয়ে

ভবঘুরে রাত হয়েছে আপন,

উত্তর মেরু থেকে উড়ে আসা বায়ুরা

আমাকে স্পর্শ করে গেছে খুব ।



ভিসুভিয়াসের জ্বালামুখ প্রশান্তের ঢেউ খেলা রোদ

সব জাপটে ধরেছে আমার বুক ,

পুরাতন লেখাগুলো দাগ ফেলে গেছে খুব

অনেক আগে।



তোমাকে লেখা চিঠির

শেষ পাতায় কালির আঁচড় ছোঁয়াতে গিয়ে

অনুভব করেছি আমি খুব

তোমার হৃদয়কে ।



বিকেলের শেষ আলোমাখা রোদে

যখন তুমি হারিয়ে যেতে তোমার জানালার শার্সি ধরে

জেগে থাকা পর্দার আড়ালে , তখন আমি বুঝতাম

ভালোবাসার ক্ষমতা কাকে বলে !



অপরিচিত নাম্বার থেকে ছুটে আসা ফোনকলগুলো

কখনও ভাবাতো না আমাকে ,

কিন্তু ভুল করে যখন একবার তোমার ফোনকল চলে এলো

আমার মুঠোফোনে --

এরপর থেকে প্রতিটি ফোনকল

আমার হৃদপিণ্ডের পাল্‌স মাপত ।



দ্বিধা নেই বলতে ,

ওপাশের তোমার কথা শুনতে

আমি অপেক্ষায় থেকেছি অনেক ,

কত কালি ও কলম লেপটে ফেলেছি

অকবি হয়েও একটা কবিতা লেখার চেষ্টায় ।



ক্যামেলিয়া,

তোমার কাছে চিঠি লিখতে গিয়ে আমি বুঝেছি খুব

আমার প্রতিটি শিরা ধমনী রক্তকণিকায়

তোমাকে পাওয়ার আফাল আস্ফালন ।

মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:২২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কত কালিওকলম লেপটে ফেলেছি
অকবি হয়েও একটা কবিতা লেখার প্রচেষ্টায় ।


ভালোলাগা রইল ! কবিকে ,

ভালো থাকুন ।

২| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৩১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাই পড়ায় :) ভালো থাকবেন

৩| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুন্দর লিখেছেন! চমৎকার আবৃত্তি করা যাবে!

৪| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৩১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাইয়া পড়ার জন্যে । :)

৫| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৩৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: ক্যামেলিয়ার চিঠিতে
শেষপাতায় কালির আঁচড় ছোঁয়াতে গিয়ে
অনুভব করেছি আমি খুব তোমার হৃদয়কে।


এই স্তবকে 'ক্যামেলিয়ার চিঠিতে' না লিখে 'তোমাকে লেখা চিঠিতে' লিখলে মনে হয় অর্থবোধক হবে। কারণ 'ক্যামেলিয়ার চিঠিতে' বলতে অন্য কোন ক্যামেলিয়াকে বুঝাচ্ছে মনে হল। 'শেষপাতায়' না লিখে 'শেষ পাতায়' লিখতে হবে। 'অনুভব করেছি আমি খুব' এর পরে কমা না দিলে পড়তে অসুবিধা হবে। নতুবা লাইনটিকে 'তোমার হৃদয়কে আমি খুব অনুভব করেছি' লিখতে পারেন।

শব্দটা মনে হয় ছার্চি না হয়ে শার্সি বা শার্শি হবে। 'ভাবাতোনা' শব্দটাও ভেঙে 'ভাবাতো না' লিখা দরকার। ঠিক 'কালিওকলম'কেও ভেঙে 'কালি ও কলম' এভাবে লেখা দরকার।
'আফাল' শব্দটার মানেটা বললে কৃতজ্ঞ থাকবো।

ভালোবাসার কবিতায় ভালোবাসা লেপটে দিয়েছেন। তবে আরও একটু বেশী যত্ন নিলে কবিতাটি আরও পরিপাটি হতে পারতো মনে হয়। বিশেষ করে শব্দের গাঁথুনি এবং বাক্য গঠনে মনে হয় কিছুটা মনোযোগের অভাব পরিলক্ষিত হল।
ধন্যবাদ নাজমুল হাসান মজুমদার।

০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:৫০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: অনেক ধন্যবাদ ভাই , কিছু জায়গায় আমারও কেমন জানি লাগছিল । আপনার কমেন্ট পেয়ে আরও পরিবর্তন করলাম ।

:)

আফাল অর্থ - উত্তাল ঢেউ । হাওর অঞ্চলের এই শব্দ বলে । ভালো থাকবেন । :)

৬| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:৪১

নিশা মাহমুদা বলেছেন: চমৎকার

০৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ আপু :)

৭| ০৬ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:০৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: মন্তব্য গ্রহণের মন মানসিকতা দেখে খুব ভালো লাগলো। কবিতাটি এখন আগের চেয়ে সুখপাঠ্য হয়েছে। ধন্যবাদ নাজমুল হাসান মজুমদার।

০৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: অনেক ধন্যবাদ ভাই , :)

৮| ০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: বিদ্রোহী বাঙালী আপনাকে ধন্যবাদ সুন্দর করে কবিতাটি বিশ্লেষন করার জন্য।

যে কোন লেখা পড়ে পাঠক বা ব্রগার লেখাটির "বিস্তারিত আলোচনা, সমালোচনা, বিচার-বিশ্লেষন করবে" এটাই কাম্য। এভাবে প্রত্যেব ব্লগারে উচিত দুই এক লাইনে মন্তব্য শেষ না করে যে কোন লেখায় যার যার নিজস্ব মতামত তুলে ধরে আলোচনা করা। আর এভাবে আলোচনা করলে একে অপরের প্রতি আন্তরিকতা বৃদ্ধি পাবে।
এতে লেখক উৎসাহ পায়।

ইদানিং দেখা যাচ্ছে যে অনেক ভাল ভাল লেখায় মন্তব্য হয় না, পাঠক প্রিয়তা পায়না।

০৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ বঙ্গ ভাই ।

৯| ০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩১

জাহাঙ্গীর.আলম বলেছেন: পূর্বের রূপটি জানি না তবে প্রচন্ড আবেগী শব্দ ও অনুভূতির বহিঃপ্রকাশ পাওয়া যায় প্রতিটি চরণে ৷ শেষের স্তবকটি খুব ভাল লেখেছে কবিভ্রাতা ৷

০৮ ই মে, ২০১৪ দুপুর ১:১৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ

১০| ০৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

জাহাঙ্গীর.আলম বলেছেন: দুঃখিত 'লেখেছে' পড়তে হবে লিখেছেন ৷

০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: :) শুভেচ্ছা

১১| ০৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

সাদা আকাশ বলেছেন: .
ক্যামেলিয়া,
তোমার কাছে চিঠি লিখতে গিয়ে আমি বুঝেছি খুব
আমার প্রতিটি শিরা ধমনী রক্তকণিকায়
তোমাকে পাওয়ার আফাল আস্ফালন ।

আহ! চমৎকার! চমৎকার!

০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৩১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাই

১২| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৪

স্নিগ্ধ শোভন বলেছেন:


দারুণ একটি কবিতা। কার কাছে নিজেকে ধরা দিয়ে ফেললে মনের সেই সময়কার অনুভূতিগুলো খুব চমৎকার ভাবে ফুটে উঠেছে।
:)
+++++

০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন :)

১৩| ০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ভালো লাগলো কবিতা! স্নিগ্ধ, ছিমছাম!

০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাই । ভালো থাকবেন ।

১৪| ০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৮

অদৃশ্য বলেছেন:





চমৎকার হয়েছে লিখাটি...


শুভকামনা...

০৯ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাই ।

১৫| ০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৯

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাই

১৬| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১:১০

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: বেশ লাগল
প্রথম ভালোলাগা জানিয়ে গেলাম...

১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.