নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার

আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার › বিস্তারিত পোস্টঃ

কুড়ি বছর পর ...............।

০৩ রা মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭







কুড়ি বছর পর যদি আমার সাথে দেখা হয়ে যায় তোমার

আমাকে কি চিনবে তোমার মন ?

আমার চোখে হয়ত তখন থাকবেনা প্রবল আবেগের ছোঁয়া

জীবনের কঠিন বাস্তবতাগুলো হয়ত ভর করবে খুব ।

তখন কি তুমি জিজ্ঞেস করবে আমায়

কেমন আছে আমার মন ?



জোছনা-জলের আফাল হয়ত গায়ে মাখবোনা

চোখে হয়ত ভারি চশমার ফ্রেম থাকবে ,

রাস্তায় একটু হাঁটতে থাকলেই হয়ত কুকিয়ে যাবো ভীষণ

কোন কপোত-কপোতীর প্রেম দেখলেই হয়ত খুব বিরক্ত লাগবে।

তেমন একটা কাঠখট্টা মানুষকে দেখলে কি

আবার তোমার প্রেম জাগবে ?



কেউ আমাকে তখন মধ্যরাতে ফোন করবেনা

বুকের মাঝে জাগিয়ে দিবেনা প্রেমের উষ্ণতা ,

পাশে জেগে থাকা মানুষগুলো খুব বিরক্ত হবে

বুড়ো বলে খুব গাল দিবে ।

তখন কি কুড়ি বছর পর

আমার এ অবস্থা দেখে তুমি খুব কাঁদবে ?





চারপাশ যদি আমার থমকে যায়

বুকের মাঝে যদি হৃদয়ের ব্যারোমিটারে কষ্ট বেড়ে যায়

তখন কি তোমার বুকের কার্নিশে

আমার জন্যে তোমার ভালোবাসার বিচ্ছুরণ হবে ?

নাকি তুমি হালকা করে মুখে হাসি এনে বলবে ,

কেমন আছো তুমি ?

মন্তব্য ৩৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

জোৎস্নাআলো বলেছেন: চারপাশ যদি আমার থমকে যায়
বুকের মাঝে যদি হৃদয়ের ব্যারোমিটারে কষ্ট বেড়ে যায়

০৩ রা মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: পাঠের জন্যে শুভেচ্ছা ।

২| ০৩ রা মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন লিখেছেন কবি

০৩ রা মে, ২০১৪ সন্ধ্যা ৭:২১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩| ০৩ রা মে, ২০১৪ রাত ১১:২৮

মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে ।

০৩ রা মে, ২০১৪ রাত ১১:৫৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ মামুন ভাই

৪| ০৩ রা মে, ২০১৪ রাত ১১:৪৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
জীবন গিয়াছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার ...
তখন আবার যদি দেখা হয় তোমার আমার...

০৪ ঠা মে, ২০১৪ রাত ১:০২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ।

৫| ০৩ রা মে, ২০১৪ রাত ১১:৫৩

ডার্ক ম্যান বলেছেন: আমিও যদি এমনভাবে লিখতে পারতাম

০৪ ঠা মে, ২০১৪ রাত ১:১৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাই পড়ার জন্যে ।

৬| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১২:৪২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব ভালো লেগেছে! চমৎকার

০৪ ঠা মে, ২০১৪ রাত ২:০০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাই পড়ার জন্যে

৭| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১:৫৬

বাংলার পাই বলেছেন: চারপাশ যদি আমার থমকে যায়
বুকের মাঝে যদি হৃদয়ের ব্যারোমিটারে কষ্ট বেড়ে যায়
তখন কি তোমার বুকের কার্নিশে
আমার জন্যে তোমার ভালোবাসার বিচ্ছুরণ হবে ?
নাকি তুমি হালকা করে মুখে হাসি এনে বলবে ,
কেমন আছো তুমি ?

খুব খুব ভালো লেগেছে। শুভেচ্ছা নিবেন।

০৪ ঠা মে, ২০১৪ রাত ২:৩৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাই । :)

৮| ০৪ ঠা মে, ২০১৪ রাত ২:৫৬

স্নিগ্ধ শোভন বলেছেন:



সুন্দর!!!
খুব ভালো লাগলো।
++++

০৪ ঠা মে, ২০১৪ রাত ১০:৪৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাই ।

৯| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ৯:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাল লাগা রইল +++

০৪ ঠা মে, ২০১৪ রাত ১০:৫৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ পড়ার জন্যে

১০| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ১০:০১

সেলিম আনোয়ার বলেছেন: সত্যি এভাবে ভাবিনি ।সুন্দর কবিতা । :-P

০৪ ঠা মে, ২০১৪ রাত ১১:২১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাই ।

১১| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:৫৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সুন্দর কবিতায় ভালোলাগা।+++

০৫ ই মে, ২০১৪ রাত ১২:২৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাই

১২| ০৪ ঠা মে, ২০১৪ দুপুর ২:০০

সাদা আকাশ বলেছেন: সময়ের ব্যবধানে ভালবাসার পরিমাণ জানার জিজ্ঞাসা ছন্দে ছন্দে......

কুড়ি বছর পর সত্যিই কি আবেগী ভালোবাসায় এই আবেগ গুলি থাকবে??


কবিতার জন্যে ভালোলাগা.....

০৫ ই মে, ২০১৪ রাত ১২:৩১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাই

১৩| ০৪ ঠা মে, ২০১৪ দুপুর ২:০৯

জলপরী১৮ বলেছেন: এসব ভাবতে ভালো লাগেনা..:-(

০৫ ই মে, ২০১৪ রাত ১২:৫৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: :(

১৪| ০৪ ঠা মে, ২০১৪ দুপুর ২:০৯

আহসানের ব্লগ বলেছেন: ভালো না লেগে উপায় নেই ভাইয়া ।

০৫ ই মে, ২০১৪ রাত ১:৫৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: :)

১৫| ০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৪:২১

হাসান মাহবুব বলেছেন: ভালো।

০৫ ই মে, ২০১৪ রাত ৯:১২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাই

১৬| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১০:৫২

এহসান সাবির বলেছেন: কেমন আছো তুমি.........

০৫ ই মে, ২০১৪ রাত ৯:৫৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ পড়ার জন্যে

১৭| ০৫ ই মে, ২০১৪ দুপুর ১২:২৪

অদৃশ্য বলেছেন:




ভালো লেগেছে... কুড়ি বছরটা যদি কৈশরের পরবর্তি সময় হয় তবে সেটা শকিং হবে... আর যদি যৌবনের পরবর্তি সময় হয় তবে সিম্পলি ভালোলাগার হবে...


শুভকামনা...

০৫ ই মে, ২০১৪ রাত ১০:৪১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ অদৃশ্য ভাই পড়ার জন্যে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.