নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার

আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার › বিস্তারিত পোস্টঃ

==== ভায়োলিন ======

০৯ ই মে, ২০১৪ বিকাল ৪:০৮







ভায়োলিনের করুণ শব্দে

বাদকও স্তব্ধ হয়ে যায় ,

পৃথিবীর দীর্ঘতম রাত পার করার অপেক্ষায়

কেটে যায় একটি নির্ঘুম রাত ।

বিষন্ন মনে প্রেমিকার হাত ধরে চলা

এখনও নিঃশব্দে ভাবায় ,

আকাশের গাঢ় নীল কিংবা দিগন্তরেখা

এখন কষ্টের নীল হয়ে গেঁথে যায়

বুকের ভেতর ।



ফুসফুসে দম হারানোর গল্প

এখন পেয়ে বসে প্রায় প্রতি রাতে ,

পৃথিবীর দীর্ঘতম কালো লেবাস

আরও কালো হয় সোডিয়ামের আলোয় ।

এখন নক্ষত্র দেখা হয়না প্রতি রাতে

নীল কষ্ট ডুব দেয় শিশিরে ভিজে ,

দৃশ্যমান হয়ে উঠে যা সামনে

তা আরও কষ্ট বাড়ায় মনের কক্ষপথে ।



ভায়োলিনের করুণ সুর

আরও হয়ে উঠে করুণ ,

পৃথিবীর নিঃশব্দতায় আরও পেয়ে বসে মন

কষ্টের উপোসতায় ।

বিষণ্ণ রেখাপথ ধরে আমি হাঁটতে হাঁটতে

আরও ক্লান্ত হয়ে যাই,

যখন মহুয়ার মাতাল গন্ধ আমায় পেয়ে বসে

বুকের ভেতর তখন খুব ভাঙ্গনের শব্দ হয় ।



ভায়োলিনের করুণ সুর বেজে উঠে

নিঃশব্দতা ভেদ করে রাতের গভীরে ,

হৃদয়ের কক্ষপথে পরিভ্রমণ করে

যাওয়া হয়না নীলকষ্ট ছেড়ে ।

আরও প্রকট থেকে প্রকটতর হয়

মানুষ নামের প্রাণের

হৃদয় ভাঙ্গনের শব্দ ।

মন্তব্য ১৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৪ বিকাল ৫:১১

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভায়োলিনের করুণ শব্দ বেশ লাগল।

০৯ ই মে, ২০১৪ রাত ১১:১০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ

২| ০৯ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

সোজা কথা বলেছেন: ভায়োলিনের শব্দ আসলেই কি রকম করুণ লাগে। যাহোক, ভালো লাগলো।

০৯ ই মে, ২০১৪ রাত ১১:১৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: আমার কাছে করুণ লাগে :(

৩| ০৯ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

সোজা কথা বলেছেন: ভায়োলিনের শব্দ আসলেই কি রকম করুণ লাগে। যাহোক, ভালো লাগলো।

৪| ০৯ ই মে, ২০১৪ রাত ৮:৪৯

মোঃ শিলন রেজা বলেছেন: অনেক ভাল লাগলো।।

০৯ ই মে, ২০১৪ রাত ১১:৫৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ

৫| ০৯ ই মে, ২০১৪ রাত ১০:৪২

আহসানের ব্লগ বলেছেন: ভালো লেগেছে । :)

১০ ই মে, ২০১৪ রাত ১২:৩৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ পড়ার জন্যে

৬| ০৯ ই মে, ২০১৪ রাত ১১:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাললাগা রইল +++

১০ ই মে, ২০১৪ বিকাল ৫:৪৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ

৭| ১০ ই মে, ২০১৪ সকাল ১১:৫২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ভায়োলিনের মতই চমৎকার শব্দমালা ।

১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ

৮| ১০ ই মে, ২০১৪ দুপুর ১২:১৩

অশ্রু হাসান বলেছেন: ভায়োলিনের সুর টা আসলে আবেগিত করে বেশি

১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ

৯| ১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

স্নিগ্ধ শোভন বলেছেন:

৩য় ভালোলাগা।

১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.