নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার

আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার › বিস্তারিত পোস্টঃ

========= অতন্দ্রিলা ভালো থেকো তুমি ============

১২ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯





অতন্দ্রিলা ভালো থেকো তুমি

এখনও তোমার কথার মাঝে আমি আসি ,

কত বর্ষা হয়ে গেলাম তোমার চোখে আমি,

শালিক ডাকা রৌদ্রের ভীড়ে।

এখনও অতন্দ্রিলা তোমার চোখে আমি বৃষ্টি হয়ে ঝরি,

তোমার গল্পের নায়ক হই আমি ।

এখনও তোমার চোখে বৃষ্টিভেজা রাতে কবিতায় আসি ,

তোমার জীবনের আগ্নেয়গিরির অগ্ন্যুপাত হই।

এখনও জোছনা ভেজা রাতে চাঁদ দেখে

অতন্দ্রিলা হয়ত ভাবো একমনে আমায় ,

এখনও হয়ত ভাবো আবার দেখা হবে কবে?

হয়ত ভাবো শেষবারের কথা ।

এখনও বকুলতলার নিচে তন্ন তন্ন করে খোঁজো

আমার স্পর্শের অস্তিত্ব ।

এখনও ভেজা ঘ্রাণে জীবনের ছবি আঁকো

তোমার আমার সময়ের খোঁজ করো বাতাসে ।

এখনও হয়ত তুমি অতন্দ্রিলা

সুনীলের কবিতার ১০৮ টি নীলপদ্ম নিয়ে অপেক্ষায় থাকো ।

এখনও অপেক্ষায় হয়ত তুমি থাকো ,

আমি পাশে এসে শক্ত করে হাতটা ধরবো তোমার ।

এখনও হয়ত ভাবো তুমি শেষবারের কথা

আমার তোমার দূরত্বের অভেদ সীমারেখা ।



অতন্দ্রিলা ভালো থেকো তুমি ,

খুব করে ভুলে যেও আমাকে ।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

রাইসুল সাগর বলেছেন: অতন্দ্রিলা ভালো থেকো তুমি ,
খুব করে ভুলে যেও আমাকে ।

শেষ লাইনগুলোই আমার বেশি ভালোলেগেছে। নিজের মনের কথা বলে মনে হয়েছে। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

১২ ই মে, ২০১৪ রাত ১০:৪৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাই , ভালো থাকবেন । :)

২| ১২ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

মোঃ মামুনুর রশিদ বলেছেন: খুব ভালো লাগলো আমাকেও শেষের লাইন দুটো

অতন্দ্রিলা ভালো থেকো তুমি ,
খুব করে ভুলে যেও আমাকে । "

১২ ই মে, ২০১৪ রাত ১০:৫০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাই , ভালো থাকবেন । শুভেচ্ছা

৩| ১২ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

সকাল রয় বলেছেন:
বেশ ভালো লাগলো।

১২ ই মে, ২০১৪ রাত ১১:৪১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাই । ভালো থাকবেন :)

৪| ১২ ই মে, ২০১৪ রাত ৯:৫৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: এখনও ভেজা ঘ্রাণে জীবনের ছবি আঁকো
তোমার আমার সময়ের খোঁজ করো বাতাসে ।
এখনও হয়ত তুমি অতন্দ্রিলা
সুনীলের কবিতার ১০৮ টি নীলপদ্ম নিয়ে অপেক্ষায় থাকো ।
সুন্দর কবিতা

১২ ই মে, ২০১৪ রাত ১১:৪২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ আপু , ভালো থাকবেন

৫| ১৩ ই মে, ২০১৪ সকাল ৮:৩২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//অতন্দ্রিলা ভালো থেকো তুমি ,
খুব করে ভুলে যেও আমাকে।//
:)


কবিতায় ভালো-লাগা...

১৩ ই মে, ২০১৪ দুপুর ১২:০৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ , ভালো থাকবেন

৬| ১৩ ই মে, ২০১৪ সকাল ৯:৫০

শফিউল শামু বলেছেন: অতন্দ্রিলা ভালো থেকো তুমি,
খুব করে ভুলে যেও আমাকে।

১৩ ই মে, ২০১৪ দুপুর ১২:৩২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ

৭| ১৩ ই মে, ২০১৪ সকাল ১১:১৩

সত্যের পথে আরিফ বলেছেন: এখনও ভেজা ঘ্রাণে জীবনের ছবি আঁকো
তোমার আমার সময়ের খোঁজ করো বাতাসে ।
এখনও হয়ত তুমি অতন্দ্রিলা
জটিল লেগেছে!

১৩ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ

৮| ১৩ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগা রইলো।

১৩ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:২১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.