![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder
কৃষ্ণপক্ষ রাত
প্রেমিকার অদৃশ্য হাতের স্পর্শ নিয়ে
ছুটে চলছি ঘর্মাক্ত দেহে ।
বসন্ত বাতাসে স্বপ্নাতুর চোখে
বিস্মৃতির স্বাদ নিয়ে
লেলিয়ান শিখার মত ভেতর ভেতর দাউ দাউ করে জ্বলছি
আর ছুটছি -
কৃষ্ণপক্ষ রাতে ।
মনের মাঝে দাবানলের রথ
ছুটছে দ্রুতবেগে ,
আর কি এক অদৃশ্য মোহে
আমি এখনও পড়ে আছি -
কালের মোহের গ্রাসে ।
ব্যথাতুর মনে কান্না থামিয়ে
এখনও খুঁজি কারো প্রাণের স্পন্দন ,
যেন গাঢ়ভাবে কড়া নাড়ছে আমার হৃদয়ের
কপাটজুড়ে বারবার ।
সত্য আমার প্রেম ,
মর্তের মৃত্তিকায় ঘুরছে দেবলোকের আলোয় ।
কালের খেয়া থেমে গেছে সেই কবে
তবুও কৃষ্ণপক্ষ রাতে
একাতুর মনে
সে জেগে উঠে ভেতরে ।
যেন চুমায়ে যায় আমার হাত
খুব বড় একটা শুন্যতা ঘিরে ।
তৃষাতুর আবেগে
হৃদয়ের বাতায়ানে প্রবল ঝড় উঠে,
আমার সামনে পিচঢালা পথে গড়াগড়ি খায়
মর্মর পাতার ধ্বনি ।
স্বপ্নভ্রষ্ট হয়ে ছিটকে গেছে সত্য স্বপ্ন
এখনও সে আসে প্রতিরাতে মনে,
বৃষ্টি শেষে
কৃষ্ণপক্ষ রাতে ।
১৪ ই মে, ২০১৪ দুপুর ১২:২৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ
২| ১৩ ই মে, ২০১৪ রাত ১১:০০
একজন ঘূণপোকা বলেছেন:
২য় ভালোলাগা।
১৪ ই মে, ২০১৪ দুপুর ১২:৩৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ
৩| ১৩ ই মে, ২০১৪ রাত ১১:৫৯
জাহাঙ্গীর.আলম বলেছেন: সুন্দর লিখেছেন ৷
১৪ ই মে, ২০১৪ দুপুর ১২:৫৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ
৪| ১৪ ই মে, ২০১৪ সকাল ৯:৫৮
আমি গাঙচিল বলেছেন: বাহ.।.।.।.।
১৪ ই মে, ২০১৪ দুপুর ১:১২
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ
৫| ১৪ ই মে, ২০১৪ দুপুর ১২:০১
একজন আরমান বলেছেন:
দারুণ।
১৪ ই মে, ২০১৪ দুপুর ১:৩৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ
৬| ১৫ ই মে, ২০১৪ সকাল ১০:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
+++
১৫ ই মে, ২০১৪ সকাল ১১:০৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ
৭| ১৫ ই মে, ২০১৪ দুপুর ১:১৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সুন্দর।
১৫ ই মে, ২০১৪ বিকাল ৪:০৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৪ রাত ১০:৩৩
হাসান মাহমুদ তানভীর বলেছেন: ভালো লাগলো