![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder
আবার অপেক্ষা ,
শহরের রাস্তায় হারিয়ে গেছে সময় ,
পোড়া ডিজেলের গন্ধে পরিচিত হাওয়া
এখন নিকোষ কালো ।
রাস্তার পাশে সাদা কাঁচের দেয়ালে
বন্ধী রেস্তোরা,
উড়ছেনা এখন জলীয়বাষ্পের
সাদা সাদা ধোঁয়া।
স্থির চোখে দূরে শুধু তাকিয়ে থাকা,
দেখি আবছা আলোয় ঝাপসা হচ্ছে
কাছের মানুষ ।
কত দৌড়ে ছোটা সময়ের হাতঘড়ি ধরে
জীবনের রেসে প্রথম হতে ,
তবু দিন শেষে আমরা সবাই
অনেক একা ।
রাস্তায় ব্যস্ত ট্রাফিক সবই চেনা ,
ভিড়ের ভেতর তবু ভেতরটা
অনেক ফাঁকা ।
ব্যস্ত প্ল্যাটফরমে গতির ছুটে চলা
নষ্ট শ্বাস থেমে কাঁদে স্মৃতির পাতায়,
ছুঁয়ে যায় কত রঙা আলো জীবনের পথে
তবু নিঃশ্বাস নেবো আমি কোন চেনা পথের ।
হাতড়ে খুঁজি একটা
পরিচিত আপন মুখের,
কোথাও কি মিলবে
এমন একটা মুখের ।
মৃত বীজ পড়ে রয় ডাস্টবিনের
খোলা ঢাকনায়,
উজ্জ্বল আলোর ভিড়ে
গভীর অন্ধকার ।
শেষ ডায়েরীর পাতায় পড়েনা
কালির আঁচড়,
নিষ্পলক চেয়ে রয় পাতা ,
অপেক্ষায় লেখক ।
১৫ ই মে, ২০১৪ রাত ১২:১৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ
২| ১৪ ই মে, ২০১৪ রাত ১১:১৬
একজন ঘূণপোকা বলেছেন: ভালই তো
১৫ ই মে, ২০১৪ রাত ১২:১৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ
৩| ১৪ ই মে, ২০১৪ রাত ১১:৩২
মামুন রশিদ বলেছেন: সুন্দর ।
১৫ ই মে, ২০১৪ রাত ১২:৪৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ
৪| ১৫ ই মে, ২০১৪ রাত ১২:৩০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চমৎকার।।
১৫ ই মে, ২০১৪ রাত ১:৫৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ
৫| ১৫ ই মে, ২০১৪ সকাল ১০:০১
অদৃশ্য বলেছেন:
ভালো লাগলো লিখাটা...
শুভকামনা...
১৫ ই মে, ২০১৪ সকাল ১০:০৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ
৬| ১৫ ই মে, ২০১৪ সকাল ১০:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর +++
১৫ ই মে, ২০১৪ সকাল ১১:০৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ
৭| ১৫ ই মে, ২০১৪ বিকাল ৫:৫৪
অশ্রু হাসান বলেছেন: সত্যিই দিন শেষে আমরা সবাই একা
১৫ ই মে, ২০১৪ রাত ১১:৩৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন: জি ভাই
৮| ১৫ ই মে, ২০১৪ রাত ১১:১৪
সুইট এঞ্জেল বলেছেন: এই তো একটা প্রেম ছাড়া কবিতা পেলাম। সবাই কেমন প্রেম দেয় কবিতার ভিতর। আমার একদম ভালো লাগেনা।
১৫ ই মে, ২০১৪ রাত ১১:৩৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৪ রাত ১০:৫৮
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর লেখনী , শুভকামনা ।