![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder
হয়ত কোন বিকেল আলোয়
আমি মেঘ বালক হবো,
আলতো করে ছুবো তোমায়
হালকা বৃষ্টি হবো ।
হয়ত কোন শিশিরভেজা ভোরে
হাঁটবো ঘাসের ওপর ,
মনফড়িং হবো দুজন
খুব কাছের কেউ হবো ।
হয়ত আমাদের গল্পগুলো
অনেক কমতে থাকবে ,
তবু আমরা গল্প খুঁজবো
দুজন দুজনের চোখে ।
হয়ত পশ্চিমে হেলে পড়া সূর্যের তালে
আমরা আলাদা হয়ে যাবো ,
তবু জোছনাস্নাতরাতে
একই কক্ষপথে চাঁদ দেখবো ।
হয়ত দিনবদলের ঝাপটায়
আমাদের আগের মতন দেখা হবেনা ,
তবু আমরা জোছনা দেখবো
বৃষ্টিভেজা রাতের অপেক্ষায় থাকবো ।
হয়ত তোমার মন ভালো ক্ষণের
একটু-আধটু সঙ্গী হবো ,
কিন্তু সত্যি বলছি --
তোমার মন খারাপ সময়ের
পুরো সঙ্গী হবো ।
২৬ শে মে, ২০১৪ দুপুর ১২:২৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন:
২| ২৫ শে মে, ২০১৪ রাত ৯:৩১
বকুল০৮ বলেছেন: হয়ত কোন বিকেল আলোয়
আমি মেঘ বালক হবো,
আলতো করে ছুবো তোমায়
হালকা বৃষ্টি হবো ।
........................
বেশ!
২৬ শে মে, ২০১৪ দুপুর ১২:৩৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন:
৩| ২৫ শে মে, ২০১৪ রাত ৯:৩১
বকুল০৮ বলেছেন: হয়ত কোন বিকেল আলোয়
আমি মেঘ বালক হবো,
আলতো করে ছুবো তোমায়
হালকা বৃষ্টি হবো ।
........................
বেশ!
২৬ শে মে, ২০১৪ বিকাল ৪:১৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন:
৪| ২৫ শে মে, ২০১৪ রাত ৯:৩৬
মামুন রশিদ বলেছেন: সুন্দর । কারো মন খারাপ সময়ের সঙ্গী হতে পারা দারুণ!
২৬ শে মে, ২০১৪ বিকাল ৪:১৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন:
৫| ২৫ শে মে, ২০১৪ রাত ১০:০০
মাহবু১৫৪ বলেছেন: খুব সুন্দর
২৬ শে মে, ২০১৪ বিকাল ৪:৩১
নাজমুল হাসান মজুমদার বলেছেন:
৬| ২৫ শে মে, ২০১৪ রাত ১১:২৭
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: প্লাস দিয়ে গেলুম।
২৬ শে মে, ২০১৪ বিকাল ৫:১৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন:
৭| ২৫ শে মে, ২০১৪ রাত ১১:৩৬
জালিস মাহমুদ বলেছেন: ভালো লাগছে :-<
২৬ শে মে, ২০১৪ বিকাল ৫:২২
নাজমুল হাসান মজুমদার বলেছেন:
৮| ২৬ শে মে, ২০১৪ রাত ১২:৩০
সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !
২৬ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন:
৯| ২৬ শে মে, ২০১৪ বিকাল ৩:৫২
হাসান মাহবুব বলেছেন: ভালো... তবে ছন্দটা সব জায়গায় একরকম থাকে নি।
২৭ শে মে, ২০১৪ রাত ২:১৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন:
১০| ২৬ শে মে, ২০১৪ বিকাল ৫:০৭
সেলিম আনোয়ার বলেছেন: মেঘবালক ....দারুণ সঙ্গী!
২৮ শে মে, ২০১৪ রাত ৩:২০
নাজমুল হাসান মজুমদার বলেছেন:
১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০১
টুতৃদগ বলেছেন: "হয়ত আমাদের গল্পগুলো
অনেক কমতে থাকবে ,
তবু আমরা গল্প খুঁজবো
দুজন দুজনের চোখে । "..................
অপূর্ব কিছু সাজানো শব্দ
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৪ রাত ৯:০৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: সুন্দর!