![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder
পৃথিবী ছিন্নভিন্ন করে হৃদয় চিরে
কতবার সমুদ্রের সাদা ফেনিলের গায়ে ভাসবো ভেবেছি ,
অন্ধকার রাতকে আপন করে
তারায় তারায় উড়িয়ে দিলাম কত শুন্যতা।
সোনালি ডানার চিলে ভর করে কত দেশ ঘোরা হলো
কত বন্দরে নোঙ্গর ফেলা হলো ।
তবু মন সমুদ্র ভালোবাসেনি ,
ডাঙায় যে জমে আছে রক্তের প্রেম ।
শিশিরের শব্দের মতন সমস্ত নক্ষত্র ঘুমিয়ে পড়ে
ভোরের আলোয় জেগে উঠে সমুদ্র সফেন ,
তবু ভোর জাগা পাখিদের রৌদ্র প্রেম
বেঁচে থাকে আমার মনে ।
গভীরে হাওয়ার রাত
জনমানুষ শুন্য চারপাশ ,
গভীরে ঢেউ ওঠা জীবন
তারো আরও গভীরে সমুদ্র ঢেউ।
তবুও মরে যায়নি নাবিক
সমুদ্র পথে আজ বেদুঈন সে ,
যতটা আপন হয়েছে সমুদ্র
তার চেয়েও ঢের বেশি হিংস্র হয়েছে সে ।
ঘাসের শরীর দেখা হয়নি মাটির গন্ধ নেয়া হয়নি
অনেকদিন পরিচিত মানুষের কথা শোনা হয়নি,
তবুও পৃথিবীর কীট হয়ে এখনও সমুদ্র ভালোবাসে
সমুদ্রকে মনে করে তার দ্বিতীয় আবাস ।
উত্তুঙ্গ বাতাস , বুকের ভেতর থেকে বুক বেরিয়ে যেতে চায়
মহাকালের গল্প স্তিমিত হাজার বছরের রাত ডেকে আনে ,
তবু বিরামহীন বিস্তীর্ণ জাহাজের ডানায়
নাবিক উড়িয়ে দেয় সমস্ত ক্লেশ ।
বহুবার ভেবেছি যাওয়া হয়নি
সমুদ্র সফেনে ভাসা হয়নি রাতের ঘোরে ,
ভালোবেসে ফেলেছি ডাঙ্গাকে খুব
আমার রক্তের প্রেম এখানে ।
০৫ ই জুন, ২০১৪ বিকাল ৫:৪৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন ।
২| ০৫ ই জুন, ২০১৪ বিকাল ৫:৩৭
শাহরিয়ার নাজমুল বলেছেন: সাধু সাধু।। চমৎকার, ভালো লাগল।
০৫ ই জুন, ২০১৪ বিকাল ৫:৪৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন
৩| ০৫ ই জুন, ২০১৪ রাত ৮:০৫
রাছিব করিম বলেছেন: চমৎকার কবিতা। লেখা দিতে পারেন..http://yournewsbd.com/home/
০৫ ই জুন, ২০১৪ রাত ৮:০৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ । ভালো থাকবেন
৪| ০৫ ই জুন, ২০১৪ রাত ৮:০৯
হাসান মাহবুব বলেছেন: নাইস।
০৫ ই জুন, ২০১৪ রাত ৮:১৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাইয়া , ভালো থাকবেন ।
৫| ০৫ ই জুন, ২০১৪ রাত ৯:১৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর
০৫ ই জুন, ২০১৪ রাত ১০:৩৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাইয়া , ভালো থাকবেন ।
৬| ০৫ ই জুন, ২০১৪ রাত ১০:০৯
ভাঙ্গা ডানার পাখি বলেছেন: সুন্দর কবিতা!
০৫ ই জুন, ২০১৪ রাত ১০:৩৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাইয়া , ভালো থাকবেন ।
৭| ০৫ ই জুন, ২০১৪ রাত ১০:১৩
স্বপ্নবাজ অভি বলেছেন: খুব চমৎকার ! মুগ্ধপাঠ্য !
০৫ ই জুন, ২০১৪ রাত ১০:৩৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাইয়া , ভালো থাকবেন ।
৮| ০৫ ই জুন, ২০১৪ রাত ১০:৩৪
মিনুল বলেছেন: ভালো লাগলো। শুভকামনা রইলো।
০৫ ই জুন, ২০১৪ রাত ১০:৩৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাই ভালো থাকবেন ।
৯| ০৫ ই জুন, ২০১৪ রাত ১০:৫১
ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর! জীবন কবির বেশ কিছু শব্দের রেশ পেলাম!
০৫ ই জুন, ২০১৪ রাত ১১:০০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাই ভালো থাকবেন
১০| ০৬ ই জুন, ২০১৪ রাত ২:২২
নাহিদ শামস্ ইমু বলেছেন: সত্যিই অসাধারণ!
শুভেচ্ছা নেবেন।
০৬ ই জুন, ২০১৪ রাত ২:২৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা ভাই ভালো থাকবেন
১১| ০৬ ই জুন, ২০১৪ রাত ২:৪৬
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: মহাকালের গল্প স্তিমিত হাজার বছরের রাত ডেকে আনে ,
তবু বিরামহীন বিস্তীর্ণ জাহাজের ডানায়
নাবিক উড়িয়ে দেয় সমস্ত ক্লেশ ।
-দুর্দান্ত একটা ভাবনা।
০৬ ই জুন, ২০১৪ রাত ৩:০৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা ভালো থাকবেন
১২| ০৬ ই জুন, ২০১৪ রাত ৩:৩২
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: প্রথম ভালোলাগা জানিয়ে গেলাম ...
০৬ ই জুন, ২০১৪ দুপুর ১২:১৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন
১৩| ০৬ ই জুন, ২০১৪ সকাল ১০:৫১
আরজু মুন জারিন বলেছেন: পৃথিবী ছিন্নভিন্ন করে হৃদয় চিরে
কতবার সমুদ্রের সাদা ফেনিলের গায়ে ভাসবো ভেবেছি ,
অন্ধকার রাতকে আপন করে
তারায় তারায় উড়িয়ে দিলাম কত শুন্যতা।
চমত্কার কবিতা। ধন্যবাদ কবি। ভালবাসা রইল।
০৬ ই জুন, ২০১৪ দুপুর ১২:১৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন
১৪| ০৬ ই জুন, ২০১৪ সকাল ১১:৪৯
স্বপ্নচারী গ্রানমা বলেছেন: বহুবার ভেবেছি যাওয়া হয়নি
সমুদ্র সফেনে ভাসা হয়নি রাতের ঘোরে ,
ভালোবেসে ফেলেছি ডাঙ্গাকে খুব
আমার রক্তের প্রেম এখানে ।
সমুদ্র ও ডাঙ্গার কবিতায় অনেক ভালোলাগা ! ++
ভালো থাকুন ।
০৬ ই জুন, ২০১৪ দুপুর ১২:১৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন
১৫| ০৬ ই জুন, ২০১৪ রাত ১১:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার কবিতা +++
০৬ ই জুন, ২০১৪ রাত ১১:৩৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন ভাই
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০১৪ বিকাল ৪:১৭
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ভাল লাগল। শুভ কামনা।