![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder
শরীরে রক্তের হিমযুদ্ধ শিশির ধুয়েছে বুক
আজন্ম সুখ বেঁধেছি কবিতার গ্রীবায় ,
বিস্ফোরণ হয়েছে তীব্র পেরেকে ভালোবাসার হৃদয়
তবু আমি আমার মাঝে চাতক পাখির মত চেয়েছি মন
রক্তবর্ণ সন্ধ্যায় তোমার উপস্থিতি ।
বুকের ভেতর অসহ্য অভিমান
শব্দের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ক্রমশ ধূসর রাত ,
তবু স্পষ্ট একটা ছায়া বুকের ওপর ,
সেটা তোমার নাকি আমার ?
কত মাইল দূরত্বে ভালোবাসা
জোছনালোকে কারাবন্দী সময় ,
সব কি তবে নিষ্পেষিত হয়ে যাবে
তোমার না আসায় ?
বরং বাড়বে আমার ভালোবাসা
সময়ে অসময়ে কারণে অকারণে
বুকের ভেতর আর তার চারপাশ ঘিরে
সেই সময়টা খুব স্পর্শ করবে ।
নিমগ্ন হয়ে গভীর রাতে
ছাদের নিচে কিংবা ছাদের ওপরে
বাড়তে থাকবে তোমাকে নিয়ে কল্পনার ডালপালা
আর তোমাকে নিয়ে চলবে কবিতার কাঁটাছেড়া ।
তাও কি কিছু কম হবে ?
এ অসীম রাতও মনে হবে কত ক্ষুদ্র অবলীলায় ,
তবু বুকের কার্নিশে পকেটের ভেতর ভাঁজ করা থাকবে
তোমাকে নিয়ে কত কবিতা ।
০৯ ই জুন, ২০১৪ রাত ১০:৪০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা আপনাকে
২| ০৯ ই জুন, ২০১৪ বিকাল ৩:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর কবিতা +++
০৯ ই জুন, ২০১৪ রাত ১০:৪৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা আপনাকে
৩| ০৯ ই জুন, ২০১৪ বিকাল ৪:১৯
সকাল রয় বলেছেন:
কবি যেন কবিতায় অনেক কিছু তুলে দিলেন। ধন্য হে কবি পড়িয়া তব শব্দছবি
০৯ ই জুন, ২০১৪ রাত ১০:৫৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা আপনাকে
৪| ০৯ ই জুন, ২০১৪ বিকাল ৪:৩০
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর!!
৩য় ভালোলাগা।
১০ ই জুন, ২০১৪ রাত ২:৩৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা আপনাকে
৫| ০৯ ই জুন, ২০১৪ বিকাল ৫:৩৩
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
কারাবন্ধী-বন্দী হবে।
১০ ই জুন, ২০১৪ রাত ২:৪০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা আপনাকে
৬| ০৯ ই জুন, ২০১৪ রাত ৯:৫০
স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর !
১০ ই জুন, ২০১৪ সকাল ৭:২১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা ভাই
৭| ০৯ ই জুন, ২০১৪ রাত ১০:৪৬
শুঁটকি মাছ বলেছেন: এ অসীম রাতও মনে হবে কত ক্ষুদ্র অবলীলায় ,
তবু বুকের কার্নিশে পকেটের ভেতর ভাঁজ করা থাকবে
তোমাকে নিয়ে কত কবিতা ।
দারুন ! দারুন! দারুন!!!!!!!
১০ ই জুন, ২০১৪ সকাল ৮:৪৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
৮| ০৯ ই জুন, ২০১৪ রাত ১১:২৯
দৃষ্টিসীমানা বলেছেন: অপূর্ব মনের ভাব প্রকাশ । ভাল লাগল । ধন্যবাদ ।
১০ ই জুন, ২০১৪ সকাল ১০:৩৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
৯| ১১ ই জুন, ২০১৪ রাত ১:৩৬
রোমেন রুমি বলেছেন:
সুন্দর!
১১ ই জুন, ২০১৪ ভোর ৬:২৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
©somewhere in net ltd.
১|
০৯ ই জুন, ২০১৪ বিকাল ৩:২৩
শের শায়রী বলেছেন: ইশ মাঝে মাঝে আফসোস হয় কেন আমি আপনাদের মত শব্দ নিয়ে খেলতে পারি না।
আমার অক্ষমতাই আপনাদের শ্রদ্ধার আসনে বসিয়েছে।
অসাধারন।