![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder
মৃত্যু তোমাকে করে নিস্তব্ধ
আমাকে করে কল্পনাপ্রবণ ,
অশরীরী অন্ধকার তোমায় করে আপন
আমাকে অদৃশ্য মায়াবী সময় করে স্পর্শ ।
যে নৈশব্দ পাতালপুরীতে ,
আমার ধরণীপাত্রে তা উন্মাত্তাল ,
বিস্মৃতিতে মিশে আছে সাড়ে তিন ফুট গভীরতার ঘর
আমার কাছে তা বিস্বাদের নাম।
মৃত্যু তোমার কাছে মাটির গল্প
আমার কাছে অশ্রু ,
তুমি যতটা মৃত
আমার কাছে তার চেয়ে ঢের বেশি জীবিত ।
মৃত্যু আমাকে কাঁদায়ে যায়
তোমাকে করে স্মৃতি ,
মৃত্যু তোমাকে আলিঙ্গন করে
আমাকে দেখায়ে যায় ভয় ।
।
২৬ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
২| ২৬ শে জুন, ২০১৪ বিকাল ৪:১০
আহসানের ব্লগ বলেছেন: বাহ
২৬ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
৩| ২৬ শে জুন, ২০১৪ বিকাল ৪:০১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মৃত্যু নিয়ে কবিতা !! আমি তো লিখতেই সাহস পাইনা -----ভয় করি মৃত্যুকে দারুন। তবুও মৃত্যু অনিবার্য।
সুন্দর আর সবলীল ----- কবিতার গাথুনী সবল ---
সব মিলিয়ে দারুন লাগলো
২৬ শে জুন, ২০১৪ রাত ৮:০৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , মৃত্যুর স্বাদ পাওয়ায় এইরকম লেখলাম । তেমন ভালো হয়নি ।
৪| ২৬ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১০
কোকিল ফারাবী বলেছেন: ভালো...
২৬ শে জুন, ২০১৪ রাত ৯:১৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা ভাই
৫| ২৬ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো লাগলো+
২৬ শে জুন, ২০১৪ রাত ৯:৫৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
৬| ২৬ শে জুন, ২০১৪ রাত ৯:০২
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
২৬ শে জুন, ২০১৪ রাত ৯:৫৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা ভাই
৭| ২৭ শে জুন, ২০১৪ বিকাল ৪:১৯
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো
২৭ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০২
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা ভাই
৮| ২৭ শে জুন, ২০১৪ রাত ৯:০৫
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: পোস্টে ভালোলাগা ...
শুভেচ্ছা জানবেন ...
২৭ শে জুন, ২০১৪ রাত ৯:১৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা ভাই
৯| ২৭ শে জুন, ২০১৪ রাত ৯:৩৭
ফা হিম বলেছেন: মুগ্ধ করা একটা কবিতা।
২৭ শে জুন, ২০১৪ রাত ১০:০৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা ভাই
১০| ২৭ শে জুন, ২০১৪ রাত ১০:২৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+
২৭ শে জুন, ২০১৪ রাত ১০:২৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা সেলিম ভাই
১১| ২৮ শে জুন, ২০১৪ বিকাল ৪:২৪
মামুন রশিদ বলেছেন: মৃত্যু নিয়ে সুন্দর কবিতা ।
২৮ শে জুন, ২০১৪ বিকাল ৫:২৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা ভাই
১২| ২০ শে জুলাই, ২০১৪ রাত ১:৪৮
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: মাসসেরা সংকলনে যাচ্ছে ....
অভিনন্দন ...
২০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:২৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা ভাই
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০১৪ বিকাল ৩:২৭
রাহাগীর মনসুর বলেছেন: ভালো লাগলো