![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder
দ্বিতীয় জীবন পাওয়ার আগে আমি বুঝেনি
প্রথম প্রেম মৃত্যু দিয়ে আঁকা ছিল ,
এক খণ্ড অবসর বিষের কাঁটার মত বিধেঁছিল
যখন ছেড়ে গেছে আবেগ উচ্ছলতার অস্তিত্ব ।
আমাকে আমি শহরের সবচেয়ে অপাংক্তেয় মানুষ
ভাবতে শুরু করেছিলাম,
শীর্ণকায় যুবকের মাঝে আর আমার মাঝে
কোন পার্থক্য খুঁজে পাচ্ছিলাম না আমি ।
জীবিত সব উষ্ণ অভ্যর্থনা মৃত হিসেবে
আবির্ভূত হচ্ছিল আমার কাছে ।
শহরের সব পরিচিত মোড়গুলো
যেখানে ফুলের পসরা নিয়ে বসতো দোকানীরা
তা আমার কাছে অপ্রয়োজনীয় মনে হতো ।
সব অকল্পনীয় স্রোতগুলো আমার কাছে
কল্পনার আধার হয়ে উঠতে লাগলো ।
আশ্রয়হীন হয়ে পরতে লাগলাম শহরের পরিচিত গলি
রাস্তায় রেস্তোরা পার্কে তোমার সঙ্গ না পাওয়ায় ।
সব এক নিমেষে উবে যাচ্ছিল ,
অনুভূতির চারদেয়ালে ক্রমাগত নিস্তরঙ্গ ঢেউয়ের স্রোত
খেলে যাচ্ছিল তোমার থেকে অনেক অনেক দূরে
সরে যাওয়ার জন্যে ।
ক্রমাগত ধূসর হয়ে আসছিল
চোখের সামনে দেখা পথ ।
রক্তের হিমশীতলতা কুরে কুরে খাচ্ছিল
নিউরনের অবস্থানগুলোকে ।
গোলাপী রঙ আর কালোর মধ্যে বাস্তবিক আমি
কোন পার্থক্য খুঁজে পাচ্ছিলাম না ,
প্রতিটি দেয়াল যেন তোমার কথা বলতে শুরু করলো ,
প্রতিটি রাস্তা যেন তোমার হেঁটে যাওয়া পথের অস্তিত্ব
জানান দিচ্ছিল ।
অথচ আমি খুব বোকার মতন
তখনো তোমার ভালোবাসার আবেগে নিমগ্ন ,
তখনো বুঝতে পারেনি
ওই দেয়ালের মাঝে তোমার নাম আর আমার নাম
যোগ চিহ্ন দিয়ে লিখতে
সামনে থেকে তোমার অনুমতি লাগবে ।
তুমি তার জন্যে তিরস্কার করার অধিকার
নিয়ে রেখছো ,
রাস্তার পথ ধরে হাতের মুঠোয় হাত বন্দী
কল্পনাতীত ।
তোমার পথ এ রাস্তা মাড়াবেনা আর
সেখানে অজস্র অপেক্ষা থাকবেনা অপেক্ষায় তোমার জন্যে।
শিশির ভিজে যাওয়া পথে কোন নান্দনিকতার অর্থ ঘুরবেনা
জীবন এঁকে যাওয়া মাঠে ।
সব ধূসর সব অপাংক্তেয় এখন তোমার কাছে ,
রাস্তার মোড়ে চায়ের কাপের টুংটাং শব্দের সাথে
আমার দ্বিতীয় মৃত্যু অপেক্ষা করছে ।
তোমার জন্যে ভালোলাগার অনেক মৃত্যু ঘটিয়েছি ,
বুকের ভেতর থেকে বুক ক্ষতবিক্ষত করেছি
তোমার এক মুহূর্তের অবস্থানের লোভে ।
কত বিক্ষিপ্ত রাতে কবিতা আমি লিখে ফেলেছি রক্তের ফোঁটার স্রোতে ,
সেখানে তোমার নাম ছিল আমার প্রথম মৃত্যু ছিল ।
সেখানে প্রথম প্রেম ছিল দ্বিতীয় মৃত্যুর আগে ।
সেই মৃত্যুর এপিটাফ লিখে গেছো তুমি নিজ হাতে ।
১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা ।
২| ১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪২
জেরিফ বলেছেন: বুকের ভেতর থেকে বুক ক্ষতবিক্ষত করেছি
তোমার এক মুহূর্তের অবস্থানের লোভে ।
চমৎকার কবিতা+++++++
১০ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:০৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা ভাই।
৩| ১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪২
জেরিফ বলেছেন: বুকের ভেতর থেকে বুক ক্ষতবিক্ষত করেছি
তোমার এক মুহূর্তের অবস্থানের লোভে ।
চমৎকার কবিতা+++++++
২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা ভাই।
৪| ১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: গোলাপী রঙ আর কালোর মধ্যে বাস্তবিক আমি
কোন পার্থক্য খুঁজে পাচ্ছিলাম না ,
সুন্দর কবিতায় ভালোলাগা +
১০ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
৫| ১০ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫৮
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো !
১০ ই জুলাই, ২০১৪ রাত ৮:১৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা ভাই
৬| ১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:০৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: চমতকার++++
১০ ই জুলাই, ২০১৪ রাত ৮:৩৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন ।
৭| ১০ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।
১০ ই জুলাই, ২০১৪ রাত ১১:২৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন ।
৮| ১০ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮
চড়ুই বলেছেন: তোমার জন্যে ভালোলাগার অনেক মৃত্যু ঘটিয়েছি ,
বুকের ভেতর থেকে বুক ক্ষতবিক্ষত করেছি
তোমার এক মুহূর্তের অবস্থানের লোভে ।
আসাধারন ।
আমি ১ টা জিনিষ বুঝিনা এত সুন্দর করে লেখার ভঙ্গি আপনারা কোথা থেকে পান।
১১ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন ।
৯| ১১ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:০৫
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: চমৎকার লিখেছেন, ভালোলাগা রইলো...
সুন্দর উপস্থাপনায় দ্বিতীয় প্লাস (++)...
নামটাও ভালো, যা দেখে হিট করা...
১১ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন ।
১০| ১১ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫৭
মুহা. হাফিজুর রাহমান শামিম বলেছেন: আসাধারন লিখেছেন।
১১ ই জুলাই, ২০১৪ রাত ৯:৪২
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন ।
১১| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১২:০৮
মামুন রশিদ বলেছেন: সুন্দর । ভালো লিখেছেন ।
১২ ই জুলাই, ২০১৪ রাত ১২:২৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন ।
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:১৫
অপ্রতীয়মান বলেছেন: ভালো লিখেছেন