![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder
কংক্রিটের ভেতর তৃষ্ণাত্ব সভ্যতা ,
আলো অন্যকোন নামে এখানে,
বাতাসের যে মায়াবী গন্ধ হাত ছুঁয়ে গেছে সেই ছোট্টবেলায়
সেই হাতে এখন অচেনা প্রেমিকার স্পর্শ ।
ভেতর জেগে আছে শ্যাওলাভরা মনে
গলিত সমাজের স্পর্শের হাত ছুঁয়ে ,
সেখানে সত্যিকারের ব্যাকুলতা
কিছুক্ষণের জন্যে মানুষ হয়ে উঠে ।
কত উত্তর পুরুষ হেঁটে গেছে
রক্তের লিপ্সায় সমাজকে বদলে দেবে এই কথা বলে ,
সেখানে ঘুণপোকা ধরেছে
মরিচা ধরেছে লৌহের বেড়িতে ।
কত অনুসন্ধানী চোখে এপোড় ওপোড় হয়েছে হৃদয়
তবুও ঠিকরে বেরোয়নি কান্না ,
শিকড় উপড়ে গেছে সভ্যতার হাসি দিয়ে
সমুজ্জ্বল সকাল দেখা হয়নি এরপর থেকে ।
পাথর-নদী এক হতে পারেনি
মুখমণ্ডল ভুলে গেছে মুখের অবয়ব ,
স্পন্দিত স্বর্গ ছুঁয়ে এসেছিল বৃষ্টি হয়ে
রোদ গ্রাস করে নিয়েছিল সেই আনন্দের উচ্ছল্য।
চোখে চোখ রেখে কথা বলা ছিল অনেক
তাতে আপন হতে চেয়েছিল হৃদ ,
তালুতে বন্দী করা ছিল ভালোবাসা
সেখানে স্পন্দিত ছিল স্বর্গের প্রেম ।
তবুও আমি মানুষ হতে পারিনি
বুভুক্ষু থেকেছে আমার মন ,
স্বর্গ আমি ছুঁতে পারেনি
স্পন্দিত স্বর্গের খোঁজে আমি মরেছি ।
১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৩৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন ।
২| ১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০৭
মুহম্মদ ইমাম উদ্দীন বলেছেন: বাহ! বেশ ভালো লাগলো কবির ভাবনা এবং কবিতা। চমৎকার।
১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ২:১৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা ভাই , ভালো থাকবেন ।
৩| ১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:১১
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো !
১৩ ই জুলাই, ২০১৪ রাত ৯:০১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা ভাই , ভালো থাকবেন ।
৪| ১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৮
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ভাল লাগল
১৩ ই জুলাই, ২০১৪ রাত ৯:২৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন ।
৫| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪৪
হাসান মাহবুব বলেছেন: ভালো হইসে, তবে
এপোড় ওপোড় বানানটা ঠিক হয় নি।
উচ্ছল্য, এটায় ব্যাকরণগত সমস্যা না থাকলে নতুন শব্দ হিসেবে গণ্য হতে পারে।
১৪ ই জুলাই, ২০১৪ রাত ৩:৩৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন ।
৬| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ১২:০৪
মামুন রশিদ বলেছেন: বাহ, সুন্দর ।
১৪ ই জুলাই, ২০১৪ সকাল ৮:০১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন ।
৭| ১৪ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
মুখমণ্ডল ভুলে গেছে মুখের অবয়ব।
ব্যাপারটা বুঝবার চেষ্টা করলাম, কিন্তু বুঝি নি। তবে, চোখ বা মন মুখমণ্ডলের অবয়ব ভুলে যেতে পারে।
কবিতা ভালো লাগলো।
শুভকামনা।
১৪ ই জুলাই, ২০১৪ রাত ১১:২৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন ।
৮| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ১:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল লাগল +++
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৩৫
এম. এ. হায়দার বলেছেন: বাতাসের যে মায়াবী গন্ধ হাত ছুঁয়ে গেছে সেই ছোট্টবেলায়
সেই হাতে এখন অচেনা প্রেমিকার স্পর্শ ।
ভেতর জেগে আছে শ্যাওলাভরা মনে
গলিত সমাজের স্পর্শের হাত ছুঁয়ে ,
সেখানে সত্যিকারের ব্যাকুলতা
কিছুক্ষণের জন্যে মানুষ হয়ে উঠে ।
+++