![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder
জীবনটা যদি কবিতার মত হতো
তবে আমি হলদে পাতায় আনতাম সবুজের প্রাণ,
কাকডাকা ভোরে তবে উঠিয়ে তুলতাম আমি
এ পৃথিবীর সকল ঘুমন্ত প্রাণ ।
স্নিগ্ধ পরশে ভালোবাসার বৃত্তের কেন্দ্রস্থলে উড়তাম
বৃত্তের পরাবৃত্তে ঘুরতামনা ,
কিন্তু জীবনটাতো আর কবিতার মত নয়
তাই ভালোবাসার কথা থামে ।
সাগরের তিনভাগ জলে
যদি জীবনের ব্যাখা দেয়া যেতো
তবে দেখাতাম কতটা ক্ষত-বিক্ষত হয়
আমার বুক ।
উত্তাল আফালের ডাকে
হাওরের বুক চিরে চারপাশে যত গল্প জমে
তার থেকে কম গল্প নেই
এ বায়ান্ন মেহগনি কাঠের জীবনে ।
কিন্তু জীবনতো কবিতার মত নয়
সবকিছু কবিতার মত হয়না ,
সব অর্থহীন পাওয়া হারিয়ে যায়
কিছু অর্থময় গতির পাওয়ার কাছে ।
বিক্রি হয়ে যায় কত সম্পর্ক
সময়ের করাল গ্রাসে,
সেই সময়ের বানে হারিয়ে যায়
কবিতার মত জীবন ।
১৫ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন ।
২| ১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১৯
নাভেদ বলেছেন: কবিতা খানা ভালো লেগেছে ,।
১৬ ই জুলাই, ২০১৪ রাত ৩:১৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন ।
৩| ১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১:২৪
আমি স্বর্নলতা বলেছেন: কি চমৎকার সহজ সরল কবিতা!
স্নিগ্ধ পরশে ভালোবাসার বৃত্তের কেন্দ্রস্থলে উড়তাম আমি
বৃত্তের পরাবৃত্তে ঘুরতামনা ,
কিন্তু জীবনটাতো আর কবিতার মত নয়
তাই আমার ভালোবাসার কথা থামে ।
সাগরের তিনভাগ জলে
যদি জীবনের ব্যাখা দেয়া যেতো
তবে দেখাতাম কতটা ক্ষত-বিক্ষত হয়
আমার বুক ।
ভীষণ ভালো লেগেছে।
১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন ।
৪| ১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ২:২২
অপ্রতীয়মান বলেছেন: .
সময় গিয়েছে ছুটে
ঘড়ির কাঁটা ধরে,
সেই সময়ের বানে হারিয়ে গেছে
কবিতার মত জীবন
সত্যিই সময়ের ছুটে চলায় কবিতার মত জীবন হারিয়ে যায় টুপ করেই....
১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন ।
৫| ১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার!
১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন ।
৬| ১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:০৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর
১৬ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন ।
৭| ১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:১৪
একজন আবীর বলেছেন: সুন্দর লিখেছেন।
১৬ ই জুলাই, ২০১৪ রাত ৯:৪০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন ।
৮| ১৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৪০
আরজু মুন জারিন বলেছেন: জীবনটা যদি কবিতার মত হতো.................
১৭ ই জুলাই, ২০১৪ রাত ১২:০৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন ।
৯| ১৬ ই জুলাই, ২০১৪ সকাল ৮:৪৫
মাহির মুনিম বলেছেন: চমৎকার
১৭ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৩৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন ।
১০| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৩
এম.ডি অভ্র বলেছেন: দারুন.....একদম ফাটিয়ে দিলেন বস্
১৮ ই জুলাই, ২০১৪ ভোর ৫:৫৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন ।
১১| ১৯ শে জুলাই, ২০১৪ ভোর ৪:২৭
টুতৃদগ বলেছেন: চমত্কার লিখেছেন
১৯ শে জুলাই, ২০১৪ সকাল ৮:৫২
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন ।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০৬
লেখোয়াড় বলেছেন:
জীবনটা কবিতার মতো না হলে কোন মানুষ কবি হতে পারতো না।
এই কবিতাটিতে আপনি জীবনেরই আবেশ তুলে ধরেছেন।
ভাল লাগল।
শুভকামনা।