![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder
আঠারোটি বছর পেরিয়ে গেছে
এখনও গায়ে লাগেনি প্রেম নামক ভালোবাসার লেবাস
দুরন্ত সময়গুলো ছুটে যাচ্ছে বেগমান ট্রেনের মত
তোমাকে একবারের জন্যেও বলতে পারিনি ভালোবাসি
এ চার অক্ষরের কথা ।
আঠারোটি বর্ষা পেরিয়ে গেছে
কদম ফুটেছে এ ধরায় বহুবার
আমি একবারও বলতে পারিনি তোমায়
এ কদমগুচ্ছ তোমার জন্য ।
রোদ উড়ে গেছে
ভিজে যাওয়া বৃষ্টির ভিড়ে এ আঠারো বছরে,
তবু একটি রোদেলা দিন আপন করতে পারিনি
তোমার জন্যে ,
বসন্তে কোকিল গেয়ে গেছে গান
শুধু সে বসন্তকে আমি গায়ে মোড়াতে পারিনি ।
আঠারো বছর পেরিয়ে গেছে
এখনও তোমায় পাওয়া হয়নি,
তোমার জন্যে এখনও কতটা পথ অবিশ্রান্ত কাটাই
তা এখনো একবারও বলা হয়ে উঠেনি ।
আঠারোটি বছরে যেন আঠারোটি জীবন গেছে আমার
এখন যেন আরেকটা জীবনে আমি দাঁড়িয়ে ,
তোমাকে পাওয়া হয়নি আমার একটি জীবনেও
শুন্যে দাঁড়িয়ে আমি তাই ----
আঠারো বছর পেরিয়ে ।।
২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
২| ২৩ শে জুলাই, ২০১৪ রাত ১১:১৩
কলমের কালি শেষ বলেছেন: আহা !!.. কঠিন হাহাকার...সেইম হিয়ার... তাই কবিতাগুলোই আজ সান্তনা ...
২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
৩| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ১:১৫
দুঃখ বিলাস বলেছেন: এখন যেন আরেকটা জীবনে আমি দাঁড়িয়ে ,
তোমাকে পাওয়া হয়নি আমার একটি জীবনেও
শুন্যে দাঁড়িয়ে আমি তাই ----
২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৪০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
৪| ২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:১৮
হাসান মাহবুব বলেছেন: মোটামুটি।
২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৪১
নাজমুল হাসান মজুমদার বলেছেন:
৫| ২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৮
লেখোয়াড় বলেছেন:
চলবে
+++++++++++++
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৩
চড়ুই বলেছেন: প্লাস