![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder
আমিতো দেখিনা মানুষের মৃত্যু সময়ের সাথে ধূসর হয় ,
আমিতো দেখি মানুষের বায়বীয় অস্তিত্বগুলো
স্মৃতির সাথে মিশে প্রখর হয় ।
রাতগুলো সুদীর্ঘ থেকে দীর্ঘতর হতে হতেও
আমি দেখি ভোরটা দরজায় দাঁড়িয়ে,
পাখিদের ঘুমজাগাণিয়া গানের কলরব
স্পর্শ করেনা আমাকে এক মুহূর্ত ।
রাস্তার ডাস্টবিনে দাঁড়িয়ে বুভুক্ষু শিশুর গল্প
আমি ঠিকই ভুলে যাই ,
শুধু এক মুহূর্ত ভুলতে পারিনা
আমি সেই দুটো চোখ ।
সেই চোখ সেই গল্প
অনেকটা ছাপিয়ে গেছে আমার কাছে মৃত্যুকেও । ।
আমিতো দেখি খোলা জানালায় বৃষ্টির পরশ বিকেল ,
আমিতো দেখি একখণ্ড মেঘ কষ্টের বলি হয় ।
খোলা রাস্তায় ল্যাম্পপোস্টের পাশে দাঁড়িয়ে
ঠিকই প্রতিটি মুহূর্ত নতুন নতুন করে আঁকা হয় ,
গাড়ির রঙিন কাচ গলে সেই অনুভূতিটা
তোমার মন গলে কি প্রবেশ করে আত্নায় ?
আমিতো দেখি আবার অনেক কিছুই দেখিনা ,
তোমরা ঠিক আমার মতন ।
কালো এবড়ো থেবড়ো পথে অন্ধকার গলিতে
চোখ যেখানে আঁটকে গেছে অনেক কথার ভাঁজে ,
সেখানেও আমি ঠিক চুপ
তোমার মতন ।
কত অজানা অচেনা মানুষের রক্ত
রাস্তার ধুলো আলিঙ্গন করেছে আপন করে ,
তার চেয়েও বেশি আমার কাগজে
ছাপ রেখে গেছে ।
আমি যদি একবার স্পর্শ করে দেখতাম
সেই জমাটবাঁধা লাল-কালোর পানি ,
যদি চোখ দিয়ে একবার ভালো করে
পড়তে পারতাম তার গল্প ,
তবে নিশ্চিত আমি বলতাম
সেই রক্তের মালিকের চোখ-গল্প
অনেকটা ছাপিয়ে যেতো আমার কাছে মৃত্যুকেও ।।
২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো লাগায় শুভেচ্ছা ।
২| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৫২
আমিনুর রহমান বলেছেন:
পাঠে ভালো লাগা +
২২ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:০২
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো লাগায় শুভেচ্ছা ।
৩| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৫৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
৩য় ভালোলাগা।
২২ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:০২
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো লাগায় শুভেচ্ছা ।
৪| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ২:৫১
অশ্রুত প্রহর বলেছেন: অসাধারন! :-)
২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো লাগায় শুভেচ্ছা
৫| ২২ শে অক্টোবর, ২০১৪ ভোর ৫:৩৮
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার !
২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো লাগায় শুভেচ্ছা
৬| ২২ শে অক্টোবর, ২০১৪ ভোর ৬:১৪
মন ময়ূরী বলেছেন: ভাল লাগল।
২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো লাগায় শুভেচ্ছা
৭| ২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:০১
আলম দীপ্র বলেছেন: বাহ ! সুন্দর !
২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:২৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন , শুভেচ্ছা
৮| ২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৩
স্বপ্নছোঁয়া বলেছেন: সুন্দর! ভালো লাগা জানবেন|
২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:২৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন , শুভেচ্ছা
৯| ২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৬
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । পড়ে ভাল লাগলো ।
২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন , শুভেচ্ছা
১০| ২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৭
সুমন কর বলেছেন: অনেক সুন্দর হয়েছে।
২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন , শুভেচ্ছা
১১| ২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৯
দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর ।
২২ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন , শুভেচ্ছা
১২| ২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৯
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
২২ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন , শুভেচ্ছা
১৩| ২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১১
ভবোঘুরে মুন্না বলেছেন: সুন্দর
২২ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন , শুভেচ্ছা
১৪| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৮
অদৃশ্য বলেছেন: ভালো লাগলো...
শুভকামনা...
২৩ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন , শুভেচ্ছা
১৫| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৭
আমি তুমি আমরা বলেছেন: খারাপ না।
১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:১৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন । শুভেচ্ছা
১৬| ২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:০৭
তুষার কাব্য বলেছেন: চমৎকার লিখেছেন...
২৪ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন , শুভেচ্ছা
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০১
অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার লিখেছেন ।
শুভেচ্ছা রইল