![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder
একদিন ঠিকই হবো ভোরের মেঘ
শ্রাবণ দিনের গান ,
তোমায় ছুঁয়ে দেখবো খুব
কবিতা লিখবো ।
একদিন বিকেল চড়ুই উড়বে একা
আবছা নীলের মায়ায় ,
একটা বালক সহজিয়া সুখ খুঁজবে
তোমার হাতের মুঠোয় ।
একদিন নীড়ে ফেরা পাখিদের দলে
ভিড়বোনা আমি ,
অপেক্ষার গাঙচিল হয়ে পুড়বো ভিজবো
সমস্ত রৌদ্র বৃষ্টিতে ।
একদিন খুব করে ভালোবেসে
বিলীন হয়ে যাবো আমি ,
সমস্ত শীত বর্ষায়ও
পাবেনা অস্তিত্ব আমার ।
একদিন মেঘের ফাঁকে উঁকি দেবো
খুব করে দেখবো তোমায় ,
সেদিন আমি আসতে চাইবো তোমার কাছে
কিন্তু আসতে পারবোনা ।
একদিন শেষ হতে হতে
আবার শুরু হবে কোন বালক-বালিকার প্রেম ,
তখন সেই বালিকাটি তুমি থাকবেনা
আমিও সেই বালক থাকবোনা ।
একদিন সবকিছু থাকবে
কিন্তু অপেক্ষার গাঙচিল হয়ে পুড়বো
সেই অদ্ভুত মুহূর্তের জন্যে ,
তবুও সেদিন তোমার হাতের মুঠোয়
ভালোবাসা খুঁজবো ।
০১ লা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
২| ৩১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬
খেলাঘর বলেছেন:
সুন্দর
০১ লা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন
৩| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:০২
পরিবেশ বন্ধু বলেছেন: একদিন সবকিছু থাকবে
কিন্তু অপেক্ষার গাঙচিল হয়ে পুড়বো
সেই অদ্ভুত মুহূর্তের জন্যে ,
তবুও সেদিন তোমার হাতের মুঠোয়
ভালোবাসা খুঁজবো ।
সুন্দর কবিতার চরন ।
ভাললাগা +++
০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন
৪| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২৪
মামুন রশিদ বলেছেন: অনেক সুন্দর ।
০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন
৫| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অন্যরকম প্রেমের কবিতায় ১ম ভালোলাগা এবং ++++++
০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন
৬| ০১ লা নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩৫
অপ্রকাশিত কাব্য বলেছেন: অনেক ভালো লাগা জানবেন।
০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১:৩২
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন
৭| ০১ লা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৮
লেখোয়াড় বলেছেন:
সুন্দর অনুভূতির কবিতা।
বারবার পড়তে মন চাইবে।
০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন
৮| ০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৬
অদৃশ্য বলেছেন:
চমৎকার লিখলেন...
শুভকামনা...
০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন
৯| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০১
তুষার কাব্য বলেছেন: একদিন সবকিছু থাকবে
কিন্তু অপেক্ষার গাঙচিল হয়ে পুড়বো
সেই অদ্ভুত মুহূর্তের জন্যে ,
তবুও সেদিন তোমার হাতের মুঠোয়
ভালোবাসা খুঁজবো ।
চমৎকার !
০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন
১০| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪০
হাসান মাহবুব বলেছেন: কোমল, সুন্দর।
০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন
১১| ০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪
কলমের কালি শেষ বলেছেন: মিষ্টি কবিতা । বেশ ভালো লাগলো ।
০২ রা নভেম্বর, ২০১৪ রাত ৮:০৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন
১২| ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৯
স্বপ্নবাজ অভি বলেছেন: স্নিগ্ধ , মিষ্টি কবিতায় ভালোলাগা !
০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন
১৩| ০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪১
দুখাই রাজ বলেছেন: বেশ চমৎকার ।
শুভ সকাল ।
০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০০
♥কবি♥ বলেছেন: নাইস।